শুক্রবার, ০২ জুন ২০২৩

সেকশন

 

ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুরের মৃত্যু 

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৪:০১

১৯৭৫ সালে মুর ইন্টেলের প্রেসিডেন্টের দায়িত্ব পান। ছবি: বিবিসির সৌজন্যে মারা গেলেন ইন্টেল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর। গত শুক্রবার (২৪ মার্চ) ৯৪ বছর বয়সে মারা যান তিনি। কম্পিউটার প্রজন্মের উন্নয়নের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। ইন্টেল ও গর্ডন মুরের পারিবারিক দাতব্য সংস্থা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গর্ডন মুর ১৯৬৮ সালের জুলাই মাসে রবার্ট নয়েসের সঙ্গে ইন্টেল করপোরেশন প্রতিষ্ঠা করেন। মুর তখন অল্প পরিচিত একজন প্রকৌশলী ছিলেন। তিনি ১৯৭৫ সাল পর্যন্ত ইন্টেল করপোরেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৭৫ সালে তিনি ইন্টেলের প্রেসিডেন্টের দায়িত্ব পান। ১৯৭৯ সালের এপ্রিলে তিনি বোর্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর দায়িত্ব পান। ১৯৮৭ সালের এপ্রিল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তাকে ইন্টেলের চেয়ারম্যান ইমেরিটাস ঘোষণা করা হয়। তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সাবেক চেয়ারম্যান এবং আজীবন ট্রাস্টি।

১৯৬৫ সালে এক লিখিত নিবন্ধে গর্ডন মুর বলেন, ‘প্রযুক্তির উন্নতিকে ধন্যবাদ। ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কৃত হওয়ার পর থেকে প্রতি বছর মাইক্রোচিপগুওলাতে ট্রানজিস্টরের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এই প্রবণতা অব্যাহত থাকবে। এটি পরে ‘মুরের সূত্র’ নামে পরিচিতি লাভ করে। মুরের প্রবন্ধের পর থেকেই কম্পিউটার চিপগুলো আরও দক্ষ এবং সাশ্রয়ী হয়ে ওঠে।

ইন্টেলের বর্তমান সিইও প্যাট গেলসিঞ্জার বলেন, ‘গর্ডন মুর তার অন্তর্দৃষ্টি ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রযুক্তিশিল্পকে সংজ্ঞায়িত করেছেন এবং কয়েক দশক ধরে প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করেছেন।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    প্রথম প্রজন্মের ক্রোমকাস্টে আর আপডেট দেবে না গুগল

    ডেনমার্কের প্রধানমন্ত্রীর বক্তৃতা লিখে দিল চ্যাটজিপিটি

    অ্যাপল কারাখানায় কর্মী বাড়াতে বোনাসের উদ্যোগ 

    থার্মোমিটারের কাজ করবে গুগল পিক্সেল ৮ প্রো

    মোবাইলের মেসেজ লিখে দেবে এআই 

    রোবটদের বিশ্বকাপ ফুটবল রোবোকাপ ২৩

    শ্যামলীতে বহুতল ভবনে আগুন: নিচে মোবাইল ফোনে আটকা পড়াদের কান্নার আওয়াজ

    কানাডায় সিগারেটই দেবে মৃত্যুর বার্তা

    দক্ষিণখানে ২৬ লাখ টাকার জন্য স্ত্রীকে হত্যা করে কানাডায় পালান স্বামী: পুলিশ

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাস্তবায়ন সম্ভব নয়: সিপিডি

    গোপালগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, মামলার পর আসামি গ্রেপ্তার

    মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন