রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

মারা গেছেন ‘পরিণীতা’র পরিচালক প্রদীপ সরকার

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৪:১১

পরিচালক প্রদীপ সরকার। ছবি: টুইটার ‘পরিণীতা’ খ্যাত বলিউড নির্মাতা প্রদীপ সরকার মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, অনেক দিন ধরেই কিডনি রোগে ভুগছিলেন তিনি, চলছিল ডায়ালাইসিস। কিন্তু হঠাৎ করেই শরীরে পটাশিয়ামের পরিমাণ কমতে থাকে তাঁর। গতকাল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যান এই নির্মাতা।

প্রদীপ সরকারের মৃত্যুসংবাদ টুইটারে প্রথম জানিয়েছেন নির্মাতা হংসল মেহতা। আজ শুক্রবার সকালে তিনি লিখেছেন, প্রদীপ সরকার, ‘দাদা, আপনার আত্মার শান্তি হোক।’

বিজ্ঞাপন নির্মাণের মাধ্যমে ক্যারিয়ার শুরু হয়েছিল প্রদীপ সরকারের। বাঙালি পরিচালক হয়েও মূলত মুম্বাইয়েই কাজ করতেন তিনি। তাঁর নির্মিত সিনেমার সংখ্যা কম হলেও প্রতিটি সিনেমা সফলতা এনে দিয়েছিল। ২০০৫ সালে ‘পরিণীতা’ সিনেমা দিয়ে পরিচালনায় আসেন প্রদীপ। ব্যবসাসফল সিনেমাটিতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান ও বিদ্যা বালান। এরপর তাঁর নির্মিত ২০০৭ সালে ‘লাগা চুনরি মে দাগ’ দর্শকের মন ছুঁয়ে যায়। এরপর আরও একাধিক সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন প্রদীপ। এর মধ্যে ‘লাফাঙ্গে পরিন্দে’ (২০১০), ‘মার্দানি’ (২০১৪), ‘হেলিকপ্টার ইলা’র (২০১৮) মতো সিনেমা উল্লেখযোগ্য।

প্রদীপের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমেছে। শোকবার্তা দিয়েছেন অভিনেতা অজয় দেবগন, মনোজ বাজপেয়ি, অভিষেক বচ্চনসহ আরও অনেকে। 

ওটিটি প্ল্যাটফর্মেও দাপটের সঙ্গে কাজ করছিলেন প্রদীপ সরকার। ‘কোল্ড লস্যি অউর চিকেন মাশালা’, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘ফরবিডেন লাভ’, ‘দৌরাঙ্গা’র মতো ওয়েব সিরিজ পরিচালনা করেছিলেন তিনি।

গত বছর কঙ্গনা রানাউতকে নিয়ে ‘নটী বিনোদিনী’র বায়োপিক হিন্দিতে নির্মাণের কথা চূড়ান্ত ছিল প্রদীপ সরকারের। সিনেমাটির প্রিপ্রোডাকশনের কাজ চলছিল। কিন্তু কাজটি অসম্পূর্ণ রেখেই মারা গেলেন এই বাঙালি পরিচালক।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    একক অ্যালবাম আনছেন জাংকুক

    ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে যা বললেন চিরঞ্জীবী

    অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে ব্র‍্যাড পিটের আবারও মামলা দায়ের

    ‘সন্তান’ হারালেন যশ-নুসরাত

    প্রধান অভিনেতাদের সঙ্গে খেতে চাওয়ার আবদার, ঘাড় ধাক্কা খেয়েছিলেন নওয়াজ

    এবার ভারতীয় বংশোদ্ভূত মডেলের প্রেমে মজেছেন ডিক্যাপ্রিও

    রাসিক নির্বাচন: ভোটের মাঠে দেখা নেই সব ম্যাজিস্ট্রেটের

    এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ১৭ আগস্ট

    টিসিবির পণ্য বিক্রির সময় কাউন্সিলর প্রার্থীর জন্য ভোট চাওয়ার অভিযোগ

    গ্রামীণফোন ও ব্যাংক এশিয়ার মধ্যে চুক্তি সই

    জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী বললেন, ক্রয় করাটা অসম্ভব হয়ে পড়েছে

    টঙ্গীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, চালক পিষ্ট কাভার্ড ভ্যানের চাকায়