রোববার, ০৪ জুন ২০২৩

সেকশন

 

সাকিবের যে রেকর্ড আর কারও নেই

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৫:১৩

সাকিব আল হাসান। ছবি: ক্রিকইনফো রেকর্ড ভাঙা-গড়া সাকিব আল হাসানের কাছে ‘বাঁ হাতের খেল’। প্রায় সময়ই রেকর্ড গড়েন বলে ভক্তরা অনেকেই তাঁকে ‘রেকর্ড আল হাসান’ নামে ডাকেন। সাকিবের ৩৬তম জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর কিছু বিরল কীর্তি।

১২০০০ রান ও ৬০০ উইকেট: আন্তর্জাতিক ক্রিকেটে ১২০০০ রান ও ৬০০ উইকেটের ডাবলের একমাত্র কীর্তি সাকিবের। ৪০৭ ম্যাচে করেছেন ১৩ হাজার ৭৩৪ রান এবং নিয়েছেন ৬৬৩ উইকেট।

এক ভেন্যুতে সর্বোচ্চ রান: আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ড সাকিবের। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন সংস্করণ মিলে ১৪১ ম্যাচে করেছেন ৪ হাজার ৬৭৭ রান। 

এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট: সর্বোচ্চ রানের মতো আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তিও সাকিবের। মিরপুরে ১৪১ ম্যাচে ২৪৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দীর্ঘদিন খেলা: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সময়ের হিসাবে ম্যাচ খেলার রেকর্ডে শীর্ষে সাকিব। ২০০৬-এর ২৮ নভেম্বর থেকে ২০২৩-এর ১৪ মার্চ পর্যন্ত ১৬ বছর ১০৬ দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। 

সবচেয়ে কম বয়সী টেস্ট অধিনায়ক: বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব। ২০০৯-এর ১৭ জুলাই গ্রেনাদার সেন্ট জর্জেস গ্রাউন্ডে ২২ বছর ১১৫ দিন বয়সে টেস্টে অধিনায়ক সাকিবের অভিষেক হয়। এই রেকর্ড গড়ার পথে সাকিব ভেঙেছেন মোহাম্মদ আশরাফুলের রেকর্ড। ২০০৭-এর ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শ্রীলঙ্কার বিপক্ষে ২২ বছর ৩৫৩ দিন বয়সে টেস্টে অধিনায়ক হয়েছেন আশরাফুল। 
 
সবচেয়ে বেশি সিরিজ-সেরা: বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যান অব দ্য সিরিজ হওয়ার কীর্তি গড়েন সাকিব। ২৩০টি ওয়ানডে খেলে বাংলাদেশের এই অলরাউন্ডার সিরিজ-সেরা হয়েছেন ৭ বার।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    আফগানদের বিধ্বস্ত করে সমতায় ফিরল লঙ্কানরা 

    সহসভাপতির আপত্তিপত্র কেড়ে নেওয়ার অভিযোগ সাঈদের বিরুদ্ধে 

    ফিরেছেন তাসকিন, চমক মুশফিক-দিপু

    হার্ভার্ডের শিক্ষিকাকে কোরআন উপহার রিজওয়ানের

    চলে যাচ্ছেন বেনজেমা, নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ

    শচীনের সঙ্গে গিলের তুলনা, যা বললেন ওয়াসিম আকরাম

    নতুন ট্রেনের যাত্রাবিরতি: বিক্ষোভ–ভাঙচুর, স্টেশন মাস্টারকে মারপিট

    মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন

    রাবি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কমানোসহ কয়েক দফা দাবিতে মানববন্ধন 

    দিনাজপুরে ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ ৪১ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড 

    নির্বাচনকালীন সরকারের ব্যাপারে অস্পষ্টতা নেই: আইনমন্ত্রী

    উত্তরা ও কাফরুল থেকে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেপ্তার