Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

নারীর সমান অধিকার আছে যেসব দেশে 

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৭:১১

আইনি সুরক্ষার ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার আছে বিশ্বের ১৪টি দেশে। ছবি: পিক্সেলের সৌজন্যে আইনি সুরক্ষার ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার আছে বিশ্বের মাত্র ১৪টি দেশে। সম্প্রতি বিশ্ব ব্যাংক প্রকাশিত ‘উইমেন, বিজনেস অ্যান্ড দ্য ল ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। 

বিশ্ব ব্যাংক বলছে, ১৯০টি দেশের মধ্যে মাত্র ১৪টি দেশে নারী ও পুরুষের অধিকার সমান-বিশেষ করে আইনি সুরক্ষার দৃষ্টিকোণ থেকে। দেশগুলো হলো—বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পর্তুগাল, স্পেন, সুইডেন, জার্মানি ও নেদারল্যান্ডস। 

এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিবেচনায় নিয়েছে অর্থনৈতিক ও আইনি বৈষম্য। তবে এর সঙ্গে আরও ছিল চলাফেরার স্বাধীনতা, মাতৃত্বকালীন ছুটি ও সম্পত্তি ব্যবস্থাপনার অধিকারের মতো বিষয়গুলো। 

প্রতিবেদনে বলা হয়, আইনি সুরক্ষার ভিত্তিতে নারী-পুরুষের সমান অধিকারের সূচকে ১০০ নম্বর পেয়েছে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পর্তুগাল, স্পেন, সুইডেন, জার্মানি ও নেদারল্যান্ডস। তবে এই বছর ১০০ পয়েন্ট পাওয়া দেশের মধ্যে জার্মানি ও নেদারল্যান্ডস নতুন। উভয় দেশই মাতৃত্বকালীন ছুটির অধিকার সমান করে তালিকায় এগিয়ে গেছে। 

১৯০টি দেশের মধ্যে মাত্র ১৪টি দেশে নারী ও পুরুষের অধিকার সমান। ছবি: ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের সৌজন্যে যুক্তরাষ্ট্র, পেরু এবং আলবেনিয়ার মতো দেশগুলো ৯১ দশমিক ৩ শতাংশ পেয়ে তালিকার নিচের দিকে আছে। অভিভাবকদের ছুটি, সমান বেতন এবং সমান পেনশনের নিশ্চয়তা প্রদানকারী আইনের অভাবের কারণে দেশগুলো পয়েন্ট হারিয়েছে। 

মূল্যায়ন করা ১৯০টি দেশ ও অঞ্চলের মধ্যে ৯৯টি ৮০ শতাংশ বা কাছাকাছি পয়েন্ট পেয়েছে। এর আগে ২০২২ সালে ৯৮ এবং ২০২১ সালে ৯৪ ছিল দেশগুলোর স্কোর। ২০১৯ সালে একেবারে শেষদিকে থাকা সৌদি আরব, নতুন আইন প্রয়োগ করার পর পয়েন্টে উন্নতি করেছে। ৭১ দশমিক ৩ শতাংশ পেয়ে তালিকায় ১৩৬ তম অবস্থানে রয়েছে দেশটি। ২০১৩ সালে ২৬ দশমিক ৩ শতাংশ স্কোর করে র‍্যাঙ্কিংয়ে শেষ অবস্থানে আছে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর ও ফিলিস্তিনের গাজা। এর কিছুটা আগে আছে ইয়েমেন (২৬ দশমিক ৯), সুদান (২৯ দশমিক ৪) এবং কাতার (২৯ দশমিক ৪ শতাংশ)।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত, বাড়ি থেকে জব্দ একে-৪৭

    বিষাক্ত পাউডার ব্যবহার করে সাবেক প্রেমিকাকে হত্যা

    ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ

    ভারতে শহুরে নারীদের অর্ধেকই কেন ঘরে থাকেন

    করোনার ভয়ে ছেলেকে নিয়ে ৩ বছর ঘরবন্দী ছিলেন এই নারী

    ভ্যালেন্টাইন ডেতে ঝগড়া, সন্তানদের সামনেই নারীকে গুলি করে হত্যা

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড