প্রায় চার বছর পর সেঞ্চুরি পেয়েই গিয়েছিলেন সাকিব আল হাসান। তবে নড়বড়ে নব্বইয়ে থামতে হয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারকে।
সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে তৌহিদ হৃদয়ের সঙ্গে বড় জুটি গড়ছিলেন সাকিব। আইরিশ বোলারদের বেধড়ক পেটাচ্ছিলেন সাকিব। ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরির কাছাকাছি চলেও গিয়েছিলেন তিনি। তবে সেঞ্চুরি থেকে ৭ রান পিছনে থাকতে থামতে হয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারকে। ৮৯ বলে ৯ চারে ৯৩ রান করে আউট হয়েছেন সাকিব। সাকিবের বিদায়ে ভেঙে যায় ১৩৫ রানের জুটি। ৫ বছর পর ওয়ানডেতে নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছেন তিনি। এর আগে ২০১৮ তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৭ রানে আউট হয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯.১ ওভারে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ২৩৩ রান। তৌহিদ হৃদয় ৬৪ রানে এবং মুশফিকুর রহিম ৯ রানে ব্যাটিং করছেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে