Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

লিংকডইনে যুক্ত হচ্ছে এআই টুল, লিখে দেবে চাকরির বিজ্ঞাপন 

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৬:৩৯

পেশাজীবীদের কাছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন। ছবি: সংগৃহীত  কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বলা যায় এক প্রকার যুদ্ধেই নেমেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। চ্যাটজিপিটি চালুর পর থেকে মূলত শুরু হয় এই প্রতিযোগিতা। এরই মধ্যে নিজস্ব সার্চ ইঞ্জিন বিং—এ চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করে প্রতিযোগিতায় অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে আছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগল নিয়ে আসে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘বার্ড’। সম্প্রতি স্ন্যাপচ্যাটও প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট যুক্তের ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় এবার পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টুল।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা টুলটি চালু হলে সহজেই নিজেদের প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবে তথ্য যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়া, চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি লিখতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুলটি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে লিংকডইন।

লিংকডইন জানিয়েছে, ব্যবহারকারীরা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার তথ্য লিখে দিলে তা গুছিয়ে লিখে দেবে এআই টুলটি। ফলে প্ল্যাটফর্মে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে নিজেকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারবেন ব্যবহারকারীরা। নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোও পদের নাম ও কাজের বিবরণ লিখে দিলে সে অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে দেবে টুলটি। ফলে নতুন এই টুলটি চালু হলে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠান— উভয় পক্ষই সুবিধা পাবে।

সম্প্রতি, প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট যুক্তের ঘোষণা দেয় স্ন্যাপচ্যাট। এই চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটি প্রযুক্তির মাধ্যমে চলবে। চ্যাটবটটির নাম দেওয়া হয়েছে ‘মাই এআই’। চ্যাটবটটিতে জিপিটি প্রযুক্তির সর্বশেষ সংস্করণ- জিপিটি ৩ ব্যবহার করা হবে। তবে চ্যাটবটটি স্ন্যাপচ্যাটের জন্য আলাদাভাবে কাস্টোমাইজ করা থাকবে। আপাতত ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট সুবিধা চালুর করছে স্ন্যাপচ্যাট।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারি এক ব্লগ পোস্টে স্ন্যাপ ইনকরপোরেশন পরীক্ষামূলকভাবে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চালুর ঘোষণা দেয়। আপাতত ‘স্ন্যাপচ্যাট প্লাস’ সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলকভাবে এই চ্যাটবট ব্যবহারের সুবিধা পাবেন। স্ন্যাপচ্যাট প্লাস সাবস্ক্রাইবার হতে ব্যবহারকারীকে গুনতে হবে মাসে ৩ ডলার ৯৯ সেন্ট।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    বিশ্ব কবিতা দিবস: কেমন কবিতা লিখছে কৃত্রিম বুদ্ধিমত্তা

    বেসিসে কৃত্রিম বুদ্ধিমত্তা’র ওপর প্রশিক্ষণ সেশন আয়োজিত   

    অ্যাপল ও গুগলকে টেক্কা দিতে মাইক্রোসফটের এক্সবক্স মোবাইল গেমিং স্টোর 

    গুগল মাতৃত্বকালীন ছুটিতে ছাঁটাই হওয়া কর্মীদের বেতন দেবে না 

    এবার ৯ হাজার কর্মী ছাঁটাই করবে আমাজন

    আগুনভেদে নেভানোর ধরন

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড