Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

রিয়ালের সামনে চেলসি, বায়ার্নের প্রতিপক্ষ সিটি

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৮:৩৫

আজ সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। ছবি: এএফপি

চ্যাম্পিয়ন লিগ জিততে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে ম্যানচেস্টার সিটিকে। কেননা আজ সুইজারল্যান্ডের নিওনে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের ড্রয়ে কঠিন প্রতিপক্ষকে পেয়েছে পেপ গার্দিওলার দল। 

কোয়ার্টার ফাইনালে লিগের অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখকে পেয়েছে ম্যানসিটি। সব দলের শক্তি ও দুর্বলতা মিলিয়ে বলা যায় শেষ আটের সবচেয়ে বড় লড়াইটা হবে এই দুই দলের মধ্যে। জার্মান বাধা পেরোনোর পরেই সেমিফাইনালে আরও বড় বাধা টপকাতে হতে পারে সিটিজেনদের। 

সেমিতে প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদ কিংবা চেলসিকে হতে পারে ম্যানসিটি। টুর্নামেন্টের সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন মাদ্রিদ কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে চেলসিকে পেয়েছে। 

অন্যদিকে কোয়ার্টারের বাকি চার দলের মধ্যে তিনটি হচ্ছে ইতালির। আর অন্যটি হচ্ছে পর্তুগিজ ক্লাব। ইতালির তিন ক্লাবের মধ্যে শেষ আটে প্রথমবার সুযোগ পাওয়া নাপোলির প্রতিপক্ষ স্বদেশি ক্লাব এসি মিলান। আর ইন্টার মিলানের প্রতিপক্ষ বেনফিকা। 

এতে করে ফাইনালের আগেই তিন দলের সেমিফাইনালে দেখা হচ্ছে। ইন্টার ও এসি নিজ নিজ প্রতিপক্ষকে হারাতে পারলে সেমিতে মিলান ডার্বিও হতে পারে। কোয়ার্টারের প্রথম লেগ হবে ১১ ও ১২ এপ্রিল। আর ফিরতি লেগ হবে ১৮ ও ১৯ এপ্রিল। 

চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগ হবে ৯ ও ১০ মে এবং ফিরতি লেগ ১৬ ও ১৭ মে। আর ১০ জুন তুরস্কের ইস্তানবুলে শ্রেষ্ঠত্বের ফাইনাল হবে। 

শেষ আটে কে কার মুখোমুখি

রিয়াল মাদ্রিদ-চেলসি

বায়ার্ন মিউনিখ-ম্যানচেস্টার সিটি

বেনফিকা-ইন্টার মিলান

এসি মিলান-নাপোলি

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ম্যাচ চলার সময় ইফতারির জন্য বিরতি পাবেন সালাহ-কান্তেরা 

    ক্লাসেনের ঝোড়ো সেঞ্চুরিতে সিরিজ বাঁচাল প্রোটিয়ারা

    বরখাস্ত মেসিদের সাবেক কোচ

    আমাদের সময়ে হলে এত সেঞ্চুরি করতে পারত না কোহলি, দাবি শোয়েবের

    আজ এখানে কাল ওখানে, কীভাবে পারেন সাকিব

    সেঞ্চুরি বঞ্চিত মিঠুন, সিটির টানা হার

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড