Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

সেমিতে পৌঁছে খুশি রোনালদো

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৮:০৪

দারুণ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর আল-নাসরের অভিনন্দন। ছবি: সংগৃহীত  নকআউট রাউন্ডে কীভাবে পারফর্ম করার মন্ত্র আল-নাসরের ভালোই জানা। আভাকে ৩-১ গোলে হারিয়ে কিংস কাপ অব চ্যাম্পিয়নসের সেমিফাইনালে পৌঁছেছে আল-নাসর। দলের দুর্দান্ত জয়ে অভিনন্দন জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো।

গতকাল মারসুল পার্কে কিংস কাপ অব চ্যাম্পিয়নসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আল নাসর ও আভা। ম্যাচের ১ মিনিটে সামি আল নাজেইয়ের গোলে এগিয়ে যায় আল-নাসর।

২১ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন আব্দুল্লাহ আল খাইবারি। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে অল্প সময়ে আরও একটি গোল করে এগিয়ে যায় আল-নাসর। ৪৯ মিনিটে মোহাম্মদ মারান করেন তৃতীয় গোল। ৩ গোল হজমের পর ৬৯ মিনিটে গোলের দেখা পায় আভা। দুর্দান্ত জয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর সামাজিকমাধ্যমে আল-নাসরকে অভিনন্দন জানিয়েছেন। পর্তুগিজ তারকা ফুটবলার টুইট করেন, ‘দুর্দান্ত জয়। আমরা সেমিতে পৌঁছে গেছি। ‘

গতকাল রোনালদো অবশ্য পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। গোল তো করতে পারেননি, এমনকি অ্যাসিস্টও করতে পারেননি তিনি। বরং হলুদ কার্ড দেখেছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৮ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ২ গোলে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    রেকর্ড ভাঙা হ্যারি কেইনকে কিংবদন্তি বললেন রুনি

    রেকর্ড গড়ে গর্বিত রোনালদো 

    এবার আর্জেন্টিনার যে উদ্‌যাপন নিয়ে আলোচনা 

    সাকিবের যে রেকর্ড আর কারও নেই

    রেকর্ড গড়া ম্যাচে মেসির চোখে জল 

    টিভিতে আজকের খেলা (২৪ মার্চ ২০২৩, শুক্রবার)

    রেকর্ড ভাঙা হ্যারি কেইনকে কিংবদন্তি বললেন রুনি

    পুঠিয়ায় ট্রাকের চাপায় আহত শিক্ষকের মৃত্যু 

    সাজার পরদিনই লোকসভায় রাহুল, রায়ের বিরুদ্ধে বিক্ষোভ বিরোধীদের

    ব্রাজিলে পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষ, নিহত ১৩ 

    শকুন মৃত্যুর ঘটনায় বন বিভাগের মামলা

    পুলিশে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১