Alexa
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

এশিয়া কাপ থেকেই বদলে যাওয়া, বলছেন সাকিব

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ২০:৪৪

সতীর্থদের সঙ্গে উইকেট উদ্যাপনে সাকিব। ছবি: ওমর ফারুক ইংল্যান্ডকে যেকোনো ফরম্যাটে প্রথমবার সিরিজে হারিয়েছে বাংলাদেশ। শুধু হারিয়েই ক্ষান্ত হয়নি, সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ইংলিশদের ১৬ রানে হারিয়ে হোয়াইটওয়াশই করলেন সাকিব আল হাসানরা।

ব্যাটিং, বোলিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের সিরিজ পার করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সাকিবও কৃতিত্ব দিয়েছেন খেলোয়াড়দের সেরাটা দিয়ে লড়াই করার মানসিকতাকেই। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমাদের ব্যাটাররা ভালো ব্যাটিং করেছে। পুরো সিরিজেই অসাধারণ ফিল্ডিং করেছে সবাই। আমাদের বোলিংটা ভালো ছিল। পেসাররা ভালো বোলিং করেছে।’

সাকিব মনে করেন, ভালো করার মানসিক প্রক্রিয়াটা গত এশিয়া কাপ থেকেই শুরু হয়েছে। তিনি বলেছেন, ‘এশিয়া কাপ থেকে আমাদের পরিবর্তনটা শুরু হয়েছে, আমরা হয়তো ম্যাচ জিতিনি। বিশ্বকাপ থেকে খেলোয়াড়দের মাঝে এ আত্মবিশ্বাস বেড়েছে যে, আমরা বড় দলগুলোর বিপক্ষে লড়াই করতে পারি।'

 ১৩ ওভার পর্যন্ত ইংল্যান্ডের দিকেই ছিল ম্যাচের ভাগ্য। ১২.৫ ওভারে ১ উইকেট তখন তাদের রান ছিল ১০০। কিন্তু এ টি-টোয়েন্টি সিরিজে আগের দুই ম্যাচেই প্রত্যাবার্তনের গল্প লিখেছে বাংলাদেশ। আজও হলো তাই।

দ্বিতীয় উইকেটে ডেভিড মালান ও জস বাটলার ৯৫ রানের জুটি গড়ে চাপ সামলিয়ে ইংল্যন্ডকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন। ১৪ তম ওভারের প্রথম বলেই মালানকে ৫৩ রানে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান। পরের বলেই স্কোর ১০০ তেই বাটলারকেও দুর্দান্ত এক থ্রোতে ফেরান মেহেদী হাসান মিরাজ। রানআউট হয়ে ফেরা বাটলারের ব্যাট থেকে আসে ৪০ রান।

দুই সেট ব্যাটারকে দুই বলে ফিরিয়ে, ম্যাচেও ফেরে বাংলাদেশ। সাকিব মনে করেন, বাটলার-মালানকে আউট করাই ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরে যাওয়া। তিনি বললেন, ‘যে ওভারে দুই বলের মধ্যে দুই সেট ব্যাটারকে আউট করতে পেরেছি, তখনই খেলার চিত্র পুরোপুরি বদলে যায়। পরে তাদের ওই রকম ব্যাটার কম ছিল, যেটা আমরা বুঝতে পেরেছিলাম।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    রেকর্ড গড়ে গর্বিত রোনালদো 

    এবার আর্জেন্টিনার যে উদ্‌যাপন নিয়ে আলোচনা 

    সাকিবের যে রেকর্ড আর কারও নেই

    রেকর্ড গড়া ম্যাচে মেসির চোখে জল 

    টিভিতে আজকের খেলা (২৪ মার্চ ২০২৩, শুক্রবার)

    পরের বিশ্বকাপ তাড়াতাড়ি জিতবে আর্জেন্টিনা, মেসির আশা 

    তবে কি থ্রি ইডিয়টসের সিক্যুয়েল আসছে 

    সুন্দরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    কেশবপুরে ছড়িয়ে পড়েছে গরুর ‘লাম্পি স্কিন’ রোগ, চিকিৎসায় ভরসা কবিরাজ

    সূর্যমুখীর হাসিতে লাখ টাকার স্বপ্ন

    মারা গেছেন ‘পরিণীতা’র পরিচালক প্রদীপ সরকার

    সিলেট সিটি নির্বাচন: সরব আ.লীগে বিভক্তি, নিষ্ক্রিয় বিএনপি