Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

কোন ছকে ইংলিশদের আটকে ফেললেন তাসকিন-মোস্তাফিজরা

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৯:৩৬

উইকেটের আবেদন জানাচ্ছেন তাসকিন। ছবি: ওমর ফারুক দুর্দান্ত!
অবিশ্বাস্য! 

কোনো শব্দই যেন ঠিক মানানসই হচ্ছে না তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের জন্য। ডেথ ওভারে তাঁরা এমনই অবিশ্বাস্য বোলিং করেছেন। মিরপুরে শেষ টি-টোয়েন্টি বাংলাদেশ মূলত জিতেছে মোস্তাফিজদের নিখুঁত ডেথ বোলিংয়ে। ১৫৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা ইংল্যান্ড একপর্যায়ে ম্যাচটা সহজেই জেতার পথে ছিল। 

 ১৩তম ওভার শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১০০ রান। পরের ওভারে ইংলিশদের ইনিংসের একমাত্র হাফ সেঞ্চুরিয়ান ডেভিড মালানকে তুলে নেন মোস্তাফিজ। এই ওভারে কাটার মাস্টার দেন মাত্র ২ রান। শুধু এই ওভারে আজ ম্যাচজুড়ে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজ। সব মিলিয়ে ৪ ওভার বোলিং করে দিয়েছেন ১৪ রান। উইকেট নিয়েছেন ১টি। ডট বল করেছেন ১৪টি। 

বেশ কিছুদিন ধরে নিজের ঠিক চেনা ফর্মে নেই মোস্তাফিজ। আজ যেন সব ভুলিয়ে দিতেই নেমেছিলেন এই বাঁহাতি পেসার। শুধু মোস্তাফিজ নন, তাসকিন, হাসান মাহমুদরা এদিন ছিলেন একদম পিন পয়েন্ট নিখুঁত। শেষ ৫ ওভারে মাত্র ৩৪ রান দিয়েছেন বাংলাদেশের বোলাররা। 

আগেই সিরিজ হেরে বসা ইংলিশরা শেষ পর্যন্ত হাঁসফাঁস করেছেন বাংলাদেশের ডেথ বোলিংয়ের কাছে। শুধু এই ম্যাচে নয়, চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতেও অবিশ্বাস্য ছিল বাংলাদেশ। শেষ ৫ ওভারে খরচা করেছিল মাত্র ২৭ রান। একসময় ডেথ ওভার বাংলাদেশের মাথাব্যথা ছিল। এই সিরিজে সেটাই দেখা দিয়েছে নতুন রূপে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ম্যাচ চলার সময় ইফতারির জন্য বিরতি পাবেন সালাহ-কান্তেরা 

    ক্লাসেনের ঝোড়ো সেঞ্চুরিতে সিরিজ বাঁচাল প্রোটিয়ারা

    বরখাস্ত মেসিদের সাবেক কোচ

    আমাদের সময়ে হলে এত সেঞ্চুরি করতে পারত না কোহলি, দাবি শোয়েবের

    আজ এখানে কাল ওখানে, কীভাবে পারেন সাকিব

    সেঞ্চুরি বঞ্চিত মিঠুন, সিটির টানা হার

    স্বর্ণের দাম এক লাফে সাড়ে ৭ হাজার টাকা বাড়ানোর পর কমল ১১০০

    ভাস্কর শামীম শিকদার আর নেই

    ১২ দফা নিয়ে আলোচনার আশ্বাস

    র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

    সিঙ্গারের ফ্রি এসি ক্লিনিং সার্ভিস আবারও চালু 

    বাঁশখালীতে হরিণ শিকারের পর জবাই, ৫ জনের কারাদণ্ড