Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

আগামী বছর বাজারে আসতে পারে উইন্ডোজ ১২, যা যা থাকছে 

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৯:০৬

২০২৪ সালে বাজারে আসতে পারে পারে উইন্ডোজ ১২। ছবি: সংগৃহীত ২০২১ সালের অক্টোবরে উইন্ডোজ ১১ রিলিজ় করে মাইক্রোসফট। ২০১৫ সালে উইন্ডোজ ১০ উন্মোচনের প্রায় ছয় বছর পর ২০২১ সালে বাজারে আসে উইন্ডোজ ১১। সে সময় এই অপারেটিং সিস্টেমকে মাইক্রোসফটের ‘শেষ উইন্ডোজ সংস্করণ’ বলা হচ্ছিল। তবে বিভিন্ন সূত্র অনুযায়ী, ২০২৪ সালেই বাজারে আসতে পারে পারে উইন্ডোজ ১২।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকঅ্যাডভাইজারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রথম দিকেই বাজারে আসতে পারে উইন্ডোজ ১২। তবে লাইফওয়্যার-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ না হলে ২০২৬ সালের শেষে আসতে পারে উইন্ডোজের নতুন এই সংস্করণ। এদিকে জার্মানির একটি ওয়েবসাইটকে উদ্ধৃত করে টম’স হার্ডওয়্যার একটি প্রতিবেদনে দাবি করছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেই উইন্ডোজ ১২ নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে মাইক্রোসফট। 

ধারণা করা হচ্ছে, নতুন এই সংস্করণে ফ্লোটিং টাস্কবার এবং সার্চ বার থাকবে। এ ছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তায় মাইক্রোসফটের বিনিয়োগে পরিষ্কার যে উইন্ডোজ ১২-এ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করা হবে। নতুন অপারেটিং সিস্টেমে কন্ট্রোল প্যানেল অপসারণ করা হতে পারে। সেই সঙ্গে অ্যানিমেটেড ওয়ালপেপার যুক্ত করা হতে পারে। 

সম্প্রতি, উইন্ডোজ ১১’র নতুন আপডেটে টাস্কবারে বিং এআই যুক্ত করে মাইক্রোসফট। এই আপডেটে বিং এআই’র প্রিভিউ সংস্করণ ব্যবহার করলে উইন্ডোজ ১১ টাস্কবারের সার্চ বক্সে বিভিন্ন নতুন ফিচার পাবেন ব্যবহারকারী।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের  প্রতিবেদন অনুযায়ী, নতুন সার্চ ইঞ্জিনের প্রবেশাধিকার যারা পাননি তাদের মাইক্রোসফটের ওয়েটলিস্টের মাধ্যমে সাইন আপ করতে হবে। উইন্ডোজের টাস্কবারে এটি চালু করায় নতুন বিং এআই চালাতে ব্যবহারকারীকে আর এজ বা অন্যান্য ওয়েব ব্রাউজার আলাদা করে খুলতে হবে না।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুরের মৃত্যু 

    কম্পিউটারে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে এসেছে নতুন সুবিধা 

    কম্পিউটারে স্ক্রিনশট নিলেও চুরি হতে পারে তথ্য

    আইফোন ১৫— এ ফাস্ট চার্জিংয়ে লাগবে অ্যাপলের নিজস্ব কেবল 

    চ্যাটবট বার্ডের জিমেইল ডেটায় প্রশিক্ষিত হওয়ার দাবি অসত্য: গুগল

    গুগল ক্রোমে সর্বনিম্ন ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মোছা যাবে 

    আমেরিকার নিজের বেলায় এক নীতি অন্যের বেলায় ভিন্ন: মুক্তিযুদ্ধ মন্ত্রী

    চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদ

    ইফতারের ৫ সুন্নত

    লবণপানিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মরণফাঁদ

    ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুরের মৃত্যু 

    গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যাবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী