Alexa
রোববার, ০২ এপ্রিল ২০২৩

সেকশন

epaper
 

দুর্দান্ত লিটন, তবু বড় স্কোর পেল না বাংলাদেশ

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৭:০৯

লিটন দাস। ছবি: ওমর ফারুক বড় স্কোরের ইঙ্গিত দিয়েও শেষ পর্যন্ত হলো না বাংলাদেশের। হাতে উইকেট থাকার পরও শেষ পাঁচ ওভারে বাংলাদেশ তুলতে পেরেছে মাত্র ২৭ রান! ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আগের পাঁচ ম্যাচে চেনারূপে দেখা যায়নি লিটন দাসকে। তবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে স্বরূপে ফিরেছেন এই ওপেনার। লিটন জ্বলে ওঠার ম্যাচে ইংলিশদের ১৫৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

৫৭ বলে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলেছেন লিটন। এ সংস্করণে এটি তাঁর নবম ফিফটি। ১০টি চার ও একটি ছয় ছিল ইনিংসে। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন। ৪ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।

এর আগে ২৪ রানে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ওপেনার রনি তালুকদার। রনি-লিটনের ওপেনিং জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। ৭.৩ ওভারে দুজনে মিলে তোলেন ৫৫ রান। তবে ডেথ ওভারে স্যাম কারান, ক্রিস জর্দান ও জফরা আর্চারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেভাবে রান তুলতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ২ উইকেটে করেছে ১৫৮ রান।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ এবং পরের দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি লিটন দাস। টি-টোয়েন্টি সিরিজেও প্রথম দুই ম্যাচ ব্যাট হাসেনি তাঁর। প্রথম টি-টোয়েন্টিতে করেছিলেন ১২ রান, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯।

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে লিটন ফিরেছেন স্বরূপে। ৪১ বলে তুলে নিয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম ফিফটি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    জেসুসের জোড়ায় শীর্ষস্থান আরও মজবুত আর্সেনালের

    নেইমারদের কোচ হওয়ার প্রস্তাব স্বীকার করলেন আনচেলত্তি

    দিল্লির একাদশে নেই মোস্তাফিজ

    ম্যানচেস্টার সিটির কাছে ধরাশায়ী লিভারপুল

    বার্সা তারকার বাবার কথায় পাত্তা দিচ্ছেন না জাভি

    পিএসএলকে ‘কপি’ করে বিদ্রূপের শিকার আইপিএল

    ‘আবাসিকতার কাহিনি বাদ, যা বলব তাই হবে’, ছাত্রলীগকর্মীর হুমকি

    সাপ্লাই চেইন লজিস্টিক ব্যয় কমাতে কাজ করবেন প্রফেশনালেরা

    হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

    কাউকে সস্তা রাজনীতি করতে দেব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    কাপ্তাইয়ে ২১৭ লিটার চোলাইমদসহ আটক ১

    রেলক্রসিংয়ে মাদ্রাসার ছাত্রদের চিৎকারে রক্ষা পেল প্রাণ