Alexa
শনিবার, ২৫ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৫:৪৫

বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে মাইক্রোসফট। ছবি: ফাইল ছবি আবারও ছাঁটাইয়ের পথে হাঁটছে মাইক্রোসফট। এবার বিশ্বজুড়ে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে এই সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠান। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগের ‘এথিক্স এবং সোসাইটি’ টিমকে ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মাত্র ৭ সদস্যের এই টিমটি মূলত এআই টুলসের নিয়ে রিপোর্ট দিত। মাইক্রোসফট সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই’তে বিনিয়োগ বাড়িয়েছে। নিজস্ব ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের যুক্ত করেছে চ্যাটজিপিটির প্রযুক্তি। ধারণা করা হচ্ছে, ওপেনএআই’তে বিনিয়োগের ফলে নিজস্ব কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট।

এদিকে, চ্যাটজিপিটির প্রযুক্তি বিং-এর নতুন সংস্করণে যুক্ত হওয়ার পর সার্চ ইঞ্জিনটির দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি। এ তথ্য জানান মাইক্রোসফটের ‘মডার্ন লাইফ, সার্চ অ্যান্ড ডিভাইসেস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইউসুফ মেহদি বলেন, ‘এটি যে খুব বড় কোনো সংখ্যা নয়, আমরা সে সম্পর্কে অবগত। তবে একসময় সেরা সার্চ ইঞ্জিনসংশ্লিষ্ট আলোচনাতেই ‘বিং’ কখনো ছিল না। সার্চ ইঞ্জিনটির পরবর্তী প্রজন্মের সংস্করণ চালুর পর যাঁরা আগে এটি ব্যবহার করেননি, তাঁরাও এই সার্চ ইঞ্জিনের প্রতি ঝুঁকছেন। বর্তমানে বিং-এর দৈনিক ব্যবহারকারীর এক-তৃতীয়াংশই এই সার্চ ইঞ্জিনে নতুন।’

এই অর্জনের পেছনে দুটি কারণকে কৃতিত্ব দিয়েছে মাইক্রোসফট। প্রথমটি হলো এজ ব্রাউজারের ব্যবহার বেড়ে যাওয়া। বিং-এ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা যোগ করায়ই মূলত এজ ব্রাউজারের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আরেকটি কারণ হচ্ছে, বিং-এর সার্চ ইঞ্জিনে ‘প্রমিথিউস’ নামের এআই মডেল যোগ করা। এই মডেল যোগ করার ফলে সার্চের ইঞ্জিনের ফলাফলে তুলনামূলক প্রাসঙ্গিক উত্তর আসছে। 

বিং-এর প্রিভিউ সংস্করণ ব্যবহারকারীদের প্রায় এক-তৃতীয়াংশ বিভিন্ন প্রশ্নের জবাব পেতে নিয়মিত এই চ্যাটবট ব্যবহার করছেন। বিং-এর এআই চ্যাটবট মোবাইল সংস্করণে চালু হওয়ার পর থেকে এই সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তা নতুন মাত্রা পেয়েছে। দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে ছয় গুণ। 

গত ৭ ফেব্রুয়ারি নিজস্ব সার্চ ইঞ্জিন বিং-এ চ্যাটজিপিটি যুক্ত করার ঘোষণা দেয় মাইক্রোসফট। ফলে ইন্টারনেটে তথ্য খোঁজের পাশাপাশি বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটের সাহায্য নিতে পারছেন ব্যবহারকারীরা। এ চ্যাটবটের সুবিধা থাকায় বিং সার্চ ইঞ্জিনের ব্যবহার এরই মধ্যে বেড়েছে কয়েক গুণ। তবে চ্যাটবটে অপ্রয়োজনীয় সার্চ বেশি হওয়ায় চ্যাটবটে দৈনিক একজনের জন্য প্রশ্নসংখ্যা বেঁধে দিয়েছে মাইক্রোসফট। ফলে একসঙ্গে ৫টির বেশি প্রশ্ন করা যাবে না বিং-এর চ্যাটবটকে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, একজন ব্যবহারকারী একসঙ্গে সর্বোচ্চ ৫টি এবং দিনে সব মিলিয়ে সর্বোচ্চ মোট ৫০টি প্রশ্ন করতে পারবেন চ্যাটবটটিকে। দীর্ঘ চ্যাটিংয়ের কারণে নানা ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে চ্যাটবটকে। এতে অনেক সময় বিভ্রান্তিকর উত্তর দিচ্ছে এটি।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    কম্পিউটারে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে এসেছে নতুন সুবিধা 

    কম্পিউটারে স্ক্রিনশট নিলেও চুরি হতে পারে তথ্য

    আইফোন ১৫— এ ফাস্ট চার্জিংয়ে লাগবে অ্যাপলের নিজস্ব কেবল 

    চ্যাটবট বার্ডের জিমেইল ডেটায় প্রশিক্ষিত হওয়ার দাবি অসত্য: গুগল

    গুগল ক্রোমে সর্বনিম্ন ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মোছা যাবে 

    বিশ্বজুড়ে গুগলের পরিষেবায় বিভ্রাট

    কম্পিউটারে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে এসেছে নতুন সুবিধা 

    কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত 

    পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস

    শ্যামনগরে ঝড়ের কবলে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

    হোমনায় ৯ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি 

    মাহিরা খানের শাহরুখপ্রীতি, চটেছেন পাকিস্তানি সিনেটর