Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

টিকটকের চেয়ে দ্রুত জনপ্রিয় হচ্ছে চ্যাটজিপিটি, দুই মাসেই ব্যবহারকারী ১০ কোটি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২০

ছবি: সংগৃহীত।   প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। গত নভেম্বরে উন্মোচনের পর থেকেই প্রতিদিনই লাখ লাখ ব্যবহারকারী যুক্ত হচ্ছে এই প্ল্যাটফর্মে। মাত্র ২ মাসেই ১০ কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছে চ্যাটজিপিটিতে। কম সময়ে বেশি সংখ্যক ব্যবহারকারীর হিসেবে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক থেকে এগিয়ে গেল চ্যাটজিপিটি। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করতে টিকটকের লেগেছিল ৯ মাসের বেশি সময়। চ্যাটজিপিটির পূর্বে টিকটকই ছিল দ্রুত বর্ধনশীল ভোক্তা অ্যাপ। টিকটককে পেছনে ফেলে এখন এই তকমা পেয়েছে চ্যাটজিপিটি। বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান সিমিলারওয়েবের গবেষণার ওপর ভিত্তি করে এ তথ্য জানিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান ইউবিএস।

সম্প্রতি, চ্যাটজিপিটিতে সাবস্ক্রিপশন সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সেবা পাবেন। ব্যবহারকারীদের তীব্র চাপের সময় প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সাধারণত অপেক্ষা করতে হয় নতুন ব্যবহারকারীকে। তবে সাবস্ক্রিপশনের আওতায় থাকা গ্রাহকেরা এ সময় চ্যাটজিপিটিতে প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটির মাসিক সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করা হয়েছে ২০ ডলার। সাবস্ক্রিপশন সুবিধাটি ভবিষ্যতে সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে ওপেনএআই'র। আপাতত অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যবহারকারীরা সুবিধাটি পাবেন। তবে, এখনো বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ থাকছে ব্যবহারকারীদের।

এর আগে, একটি ওয়েব টুল চালু করে ওপেনএআই। এই টুলটির মাধ্যমে কোনো লেখা মানুষ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা লিখেছে– তা সহজেই শনাক্ত করা যাবে। ফলে চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ব্যবহার করে কেউ কোনো অ্যাসাইনমেন্ট বা গবেষণার কাজ করলে ধরা পড়বে সহজেই।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ‘এআই টেক্সট ক্লাসিফাইয়ার’ নামের ওয়েব টুলটিতে একটি কমপক্ষে ১ হাজার ক্যারেকটারের লেখা ইনপুট দিতে হবে। এরপর ‘সাবমিট’ বাটনে ক্লিক করলে লেখাটি পর্যালোচনা করে টুলটি জানাবে লেখাটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে লেখা হয়েছে কিনা।

ওপেনএআই জানিয়েছে, আপাতত পুরোপুরি সঠিক তথ্য দিচ্ছে না টুলটি। তবে সময়ের সঙ্গে এটির নির্ভুলভাবে ফলাফল দেওয়ার ক্ষমতা বাড়বে। তবে, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন লেখা কে একটু সম্পাদনা করেই টুলের ফলাফল বদলে দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন:

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    পঠিতসর্বশেষ

    এলাকার খবর

     
     

    ওবামাকে ছাড়িয়ে গেলেন মাস্ক

    গুগলকে পাল্লা দিতে এআই যুক্ত অপারেটিং সিস্টেম আনছে মাইক্রোসফট 

    যুক্তরাষ্ট্রে কিশোর-কিশোরীদের মধ্যে কেন ফিচার ফোন জনপ্রিয় হচ্ছে

    ইনস্টাগ্রামে ছবি, ভিডিও বন্ধুর সঙ্গে আলাদা লাইব্রেরিতে শেয়ার করা যাবে  

    ভারতে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট ব্লক করেছে টুইটার

    হাতের তালু স্ক্যানে হবে খাবারের মূল্য পরিশোধ

    নাটোরে আওয়ামী লীগ–বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, শহরজুড়ে উত্তেজনা 

    বিএনপির ইফতারে সাংবাদিকদের মারধর, আওয়ামী লীগকে দুষলেন ফখরুল

    ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের

    টাকা নেউক, বিকালে ডাক্তার পাইছি: সেবাগ্রহীতা

    বাজারে যাওয়ার পথে নিখোঁজ, গলার সঙ্গে হাঁটু বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

    কার্ড ছাড়া টিসিবির পণ্য না দেওয়ায় ইউপি সদস্যসহ ৩ জনকে মারধর