Alexa
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

তিন জুটির কাছে আসার গল্প

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০৮:৫৬

ক্লোজআপ কাছে আসার গল্পের ছয় অভিনয়শিল্পী— আইশা খান, প্রিয়ন্তী উর্বী, তটিনী, তামিম মৃধা, সুদীপ বিশ্বাস ও শাশ্বত। ছবি: সংগৃহীত বরাবরের মতো এবারও ক্লোজআপ নিয়ে আসছে ‘কাছে আসার গল্প’। সময় সময়ের মতো বয়ে যায়, বদলে যায় আশপাশের সবকিছু। প্রজন্মের পর প্রজন্ম আসে, সাথে আসে নতুন নিয়ম-কানুন, নতুন চিন্তাধারা। নতুন সময়ে পুরোনো হয়ে যায় কাছে আসার ধারণাও। নতুন প্রজন্মের এমন তিনটি গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে এবারের ‘ক্লোজআপ কাছে আসার গল্প’।

নতুনত্ব রয়েছে আরও। প্রতিবার কাছে আসার গল্প তৈরি হয় দর্শকদের গল্পে। তাঁদের কাছে গল্প চাওয়া হয়। দর্শকদের পাঠানো হাজার হাজার গল্পের মধ্য থেকে সেরা তিনটি গল্প বেছে নিয়ে তৈরি হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো। তবে এবার দর্শকদের কাছ থেকে গল্প নেওয়া হয়নি। প্রথমবারের মতো পরিচালকের গল্পে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্যগুলো। অভিনয়েও রয়েছেন বেশ কিছু নতুন মুখ।

কাছে আসার গল্প সিরিজের এবারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো নির্মাণ করছেন অমিতাভ রেজা চৌধুরী, সাকিব ফাহাদ ও রাকা নোশিন নাওয়ার। অমিতাভ রেজার পরিচালনায় অভিনয় করেছেন তামিম মৃধা ও প্রিয়ন্তী উর্বী। আইশা খান ও সুদীপ বিশ্বাস দীপকে নিয়ে আরেকটি গল্প বানাচ্ছেন রাকা নোশিন নাওয়ার। আর সাকিব ফাহাদের নির্দেশনায় তৈরি গল্পে অভিনয় করছেন শাশ্বত দত্ত ও তানজিম সাইয়ারা তটিনী।

এর মধ্যে প্রিয়ন্তী, তটিনী ও শাশ্বত প্রথমবারের মতো অভিনয় করছেন ক্লোজআপের বিশেষ এই আয়োজনে। কাছে আসার গল্পে প্রথমবার হলেও এ অভিনয়শিল্পীরা ইতিমধ্যেই ছোট পর্দা ও ওয়েব কনটেন্টে নিজেদের প্রতিভার জানান দিয়েছেন। তামিম মৃধা ও দীপ আগে থেকেই পরিচিত মুখ। অন্যদিকে আইশা, তটিনী, প্রিয়ন্তী ও শাশ্বত কয়েক বছর ধরে কাজ করছেন টিভি নাটক ও বিজ্ঞাপনে। কয়েকটি কাজে বেশ প্রশংসিত হয়েছেন তাঁরা।

এবার ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের থিম সং তৈরি করেছে জনপ্রিয় ব্যান্ড শূন্য। ব্যান্ডটির ১৫ বছর পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার আইসিসিবিতে আয়োজিত কনসার্টে প্রকাশ করা হয় থিম সংটি। এ সময় ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর এবারের অভিনয়শিল্পীরাও উপস্থিত ছিলেন। থিম সং ছাড়া এবার চলচ্চিত্রগুলোর গানের সুর ও সংগীতায়োজনে রয়েছেন রায়েফ আল হাসান রাফা, জাহিদ নিরব ও কোকিল স্টুডিও। তিনটি গানের কথা লিখেছেন পুলক অনিল। আসছে ভালোবাসা দিবসে দেশের একাধিক টিভি চ্যানেল ও ক্লোজআপের ইউটিউব চ্যানেলে দেখা যাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    কিশোরগঞ্জে বেড়েছে জলবসন্তের রোগী

    নদী ভরাট করে মাঠ

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: অস্থিরতার মূলে স্বার্থ ও নিয়োগ-বাণিজ্য

    বাঁচতে চান শুটার সোবহান

    খুদে বার্তায় বেঁধে দেয় ডিমের দাম

    আজকের রাশিফল

    মেসিদের কাছে হার আশা করেননি ফ্রান্সের সাবেক ফুটবলার

    উত্তরা-আগারগাঁও রুটে চালু হলো মেট্রোরেলের সব স্টেশন

    ফকিরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

    বেবিচকে ১,০১৪ পদে সরকারি চাকরির সুযোগ

    কিশোরগঞ্জে বেড়েছে জলবসন্তের রোগী

    নদী ভরাট করে মাঠ