ঢাকা-চট্টগ্রাম হয়ে বিপিএল ফিরেছে সিলেটে। আজ প্রথম দিন খেলা না থাকায় অন্য দলগুলোর চেয়ে একটু দেরিতেই সিলেটে এসেছে খুলনা টাইগার্স। গতকাল রাতে তারা সিলেটে এসেছে। সিলেটে পৌঁছেই সুখবর পেয়েছেন দলটির পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ।
মহসিন নাকভির নেতৃত্বে পাকিস্তানের পাঞ্জাবের ১১ জনের মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন তিনি। প্রাদেশিক নির্বাচন সামনে রেখে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি।
পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক সাজ সাদিক তাঁর ভেরিফায়েড টুইটারে ওয়াহাবের মন্ত্রী হওয়ার খবর নিয়ে লিখেছেন, ‘ওয়াহাব রিয়াজ পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ফেরার পর মন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।’
খুলনা দলে ওয়াহাবের সতীর্থ হিসেবে আছেন স্বদেশি উইকেটকিপার-ব্যাটার আজম খান। টুইটারে মোবাইল ফোন হাতে ওয়াহাবের একটি ছবি দিয়ে আজম খান লিখেছেন, ‘পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে মজা করছি।’ সঙ্গে হ্যাশট্যাগ হিসেবে জুড়ে দিয়েছেন, ‘ব্যস্ত মানুষ’।
আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে সিলেটে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে খুলনা। তার আগে আজ দুপুরে সিলেট আউটার স্টেডিয়ামে অনুশীলন সূচি আছে ওয়াহাবদের।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে