আইসিসির ২০২২ এর বর্ষসেরা স্যার গ্যারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড পেয়েছেন বাবর আজম। প্রথমবার এ পুরস্কার জিতেছেন এই পাকিস্তানি ব্যাটার। পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে হয়েছেন আইসিসির বর্ষসেরা। গত বছর প্রথম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি।
ব্যাট হাতে গত বছর অসাধারণ কেটেছে বাবরের। তিন সংস্করণে ৪৪ ম্যাচে ৫৪.১২ গড়ে করেছেন ২৫৯৮ রান। আন্তর্জাতিক ক্রিকেটে বাবরই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। এর মধ্যে ছিল ৮ সেঞ্চুরি ও ১৭ হাফ সেঞ্চুরি। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বাবর—টানা দ্বিতীয়বারের মতো ওয়ানডের বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন।
টেস্টে ৯ ম্যাচে ৬৯.৬৪ গড়ে বাবর করেছেন ১১৮৪ রান। ওয়ানডেতে ৯ ম্যাচে ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান এবং টি-টোয়েন্টিতে ২৬ ম্যাচে বাবরের রান ৭৩৫।
২০২২-এ বাবর ছাড়া আর কোনো ক্রিকেটার ২০০০ রানও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহ ছিলেন বাংলাদেশের লিটন দাস। ৪২ ম্যাচে এই উইকেটরক্ষক-ব্যাটারের রান ১৯২১ রান।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে