ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল নিউজল্যান্ড। ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজের কোনোটিতেই জায়গা পাননি ট্রেন্ট বোল্ট এবং মার্টিন গাপটিল।
চলতি বছরের আগস্টে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বোল্ট । তখনই জানিয়ে দেওয়া হয়েছিল, আইসিসি ইভেন্ট ছাড়া বোল্টকে নিয়ে সেভাবে ভাববে না নিউজিল্যান্ড। সেকারণে কেন্দ্রীয় ও ঘরোয়া চুক্তিতে থাকা খেলোয়াড়দের এখানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর মার্টিন গাপটিল সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও একটা ম্যাচও খেলা হয়নি। বিশ্বকাপে সব ম্যাচেই উদ্বোধনী জুটি গড়েছিলেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। যেখানে অ্যালেন এবারের বিশ্বকাপে ১৯ গড় ও ১৮৬.২৭ স্ট্রাইক রেটে করেছেন ৯৫ রান। ওপেনিংয়ে ঝোড়ো সূচনা এনে দেওয়ায় ভারতের সিরিজের দুই দলেই জায়গা করে নিয়েছেন এই কিউই ওপেনার। ৮ ওয়ানডে ম্যাচে ৩৮.৫০ গড়ে করেছেন ৩০৮ রান এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচ খেলে ২৪.৫২ গড় ও ১৬৫.৩৯ স্ট্রাইকরেটে করেছেন ৫৬৪ রান। দুটো ফিফটি ও একটি সেঞ্চুরি আছে ক্রিকেটের এই সংক্ষিপ্তততম সংস্করণে।
এক বিবৃতিতে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেন, ‘যেহেতু ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হতে এক বছরের কম সময় বাকি, তাই ওয়ানডেতে অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমরা ফিনকে সুযোগ দিতে চাই। বিশেষ করে ভারতের মতো দলের বিপক্ষে।’
এদিকে ওয়ানডে দলে ফিরেছেন অ্যাডাম মিলনে। ২০১৭ সালে নিউজিল্যান্ডের জার্সিতে সর্বশেষ এই সংস্করণে খেলেছিলেন এই ফাস্ট বোলার। আর পিঠের চোটের কারণে কোনো সিরিজেই জায়গা পাননি বেন সিয়ার্স ও কাইল জেমিসন।
ওয়েলিংটনে ১৮ নভেম্বর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০ নভেম্বর মাউন্ট মঙ্গানুই ও ২২ নভেম্বর নেপিয়ারে হবে বাকি দুই টি-টোয়েন্টি। টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজও হবে তিন ম্যাচের। ওয়ানডে তিনটি হবে ২৫ নভেম্বর, ২৭ নভেম্বর ও ৩০ নভেম্বর অকল্যান্ড, হ্যামিল্টন এবং ক্রাইস্টচার্চে।
ওয়ানডে দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, টিম সাউদি, টম লাথাম (উইকেটরক্ষক), ম্যাট হেনরি।
টি-টোয়েন্টি দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল সান্টনার, টিম সাউদি, ইস সোধি ও ব্লেয়ার টিকনার।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে