Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 
টি টোয়েন্টি বিশ্বকাপ

ডেথ ওভার বোলিং নিয়ে হতাশ নন তাসকিন

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৮:১০

ডেথ ওভারের বোলিং নিয়ে হতাশ নন তাসকিন আহমেদ। ছবি: ক্রিকইনফো ডেথ ওভারের বোলিংয়ে খেই হারানো যেন বাংলাদেশের বোলারদের এক রকম ‘রোগে’ পরিণত হয়েছে। ম্যাচ জিতুক বা হারুক, প্রায় প্রতি ম্যাচেই বাংলাদেশের বোলাররা শেষের ওভারগুলো করতে এসে তালগোল পাকিয়ে ফেলেন। হোবার্টে আজ নেদারল্যান্ডসের বিপক্ষেও দেখা গেছে একই চিত্র। তবে তা নিয়ে হতাশ নন তাসকিন আহমেদ।  

হোবার্টে সুপার টুয়েলভের ম্যাচে নেদারল্যান্ডসকে আজ ১৪৫ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। সেই রান তাড়া করতে গিয়ে ১৫ ওভারে ৮৬ রান তুলতে ৭ উইকেট হারিয়ে ফেলে ডাচরা। নেট রানরেট বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। কেননা শেষ ৫ ওভারে ডাচরা করে ৩ উইকেটে ৪৯ রান। তাতে ডাচরা করে ২০ ওভারে সব উইকেট হারিয়ে করে ১৩৫ রান।   

দুই অঙ্কের রানে যেখানে সহজে জেতার কথা, সেখানে বাংলাদেশ জয় পায় ৯ রানে। ডেথ ওভারের এমন বোলিংয়ে হতাশ কি না সেই প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘সত্যি বলতে হতাশ না। আজকের পরিস্থিতিতে আমরা উইকেটের দিকে তাকিয়ে ছিলাম। আমরা প্রধান তিন বোলার আগে শেষ করে ফেলেছি। তারপর সৌম্য এসেছে এবং ডেথ ওভারে ২ ওভার বোলিং করেছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা সামনের ম্যাচগুলোতে ভালো করার দিকে তাকিয়ে আছি।’

তাছাড়া মোস্তাফিজুর রহমানের বোলিং যেন বর্তমানে বাংলাদেশের জন্য এক দু:শ্চিন্তার নাম। এবছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচ খেলে বোলিং করেছেন ৪৩ ওভার। ৩৫৯ রান দিয়ে নিয়েছেন ৮ উইকেট, ইকোনমি ৮.৩৪। এমন পরিস্থিতিতে মোস্তাফিজের পাশে দাঁড়িয়ে তাসকিন বলেন, ‘একজন ক্রিকেটারের খারাপ সময় যেতেই পারে। আমি যা দেখছি, মোস্তাফিজ ভালো বোলিং করছে। ও অনেক কঠোর পরিশ্রম করছে। দ্রুতই দেখবেন যে সে ঘুরে দাঁড়িয়েছে। কারণ সে আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে। সে চ্যাম্পিয়ন বোলার। দুই-একটি ম্যাচ ভালো যায়নি। তবে সে সামনে ভালো করবে।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    ফুটবলকে বিদায় জানালেন মেসুত ওজিল

    হারিয়ে যেতে চান না রিশাদ 

    রেকর্ড সেঞ্চুরির পর র‍্যাঙ্কিংয়ে মুশফিকের লাফ

    বাংলাদেশকে হারিয়ে নাচলেন পুতিনের দেশের মেয়েরা 

    ইবাদতকে ‘সিলেটের রকেট’ বললেন ডোনাল্ড  

    আতঙ্ক কেটে গেল, ক্যানসারমুক্ত নাভ্রাতিলোভা

    ঝালকাঠিতে অবৈধভাবে বালু তোলায় দুজনকে জেল-জরিমানা 

    ‘সুশাসন প্রতিষ্ঠায় ন্যায় বিচার জরুরি’

    ফুটবলকে বিদায় জানালেন মেসুত ওজিল

    শিশুকে ধর্ষণের অপরাধে একজনের যাবজ্জীবন

    উলিপুরে ২৬৭ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

    ৫ সিটিতে ইভিএমে ভোট, থাকবে সিসি ক্যামেরা: ইসি