Alexa
বুধবার, ০৭ ডিসেম্বর ২০২২

সেকশন

epaper
 

শাকিবের একের পর এক সিনেমার ঘোষণা

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৮:৩৫

শাকিব খান ছবি: সংগৃহীত বুবলীকাণ্ড প্রকাশ্যে আসার পরই নতুন সিনেমার আওয়াজ দিলেন শাকিব খান, যেটা অনেকটা অনুমেয় ছিল। কারণ নতুন সিনেমার খবরই পারে ব্যক্তিগত খবরগুলো পেছনে ফেলতে। এই কৌশলের আশ্রয় শাকিব আগেও নিয়েছেন।

৪ অক্টোবর হালের সফল নির্মাতা রায়হান রাফীর সঙ্গে একটি সিনেমা করার ঘোষণা দিয়েছেন তিনি, যেখানে তাঁর নায়িকা হিসেবে থাকবেন নতুন কেউ। রাফীও জানালেন, এটি তাঁর জন্য স্বপ্নসম প্রজেক্ট। তাই আয়োজনের কমতি থাকবে না।

রায়হান রাফি পরিচালিত সিনেমাটির নাম ‘প্রেমিক’। প্রযোজনা করছেন টপি খান। প্রযোজক বলেন, ‘গল্প লেখার কাজ চলছে। সামনের সপ্তাহ থেকে আমরা নায়িকাদের সঙ্গে কথা বলব। তখন জানাতে পারব কে হবেন সিনেমার নায়িকা। বড় আয়োজনে তৈরি হবে এই সিনেমা।’

শাকিব খান ছবি: সংগৃহীত দুই দিন পর গতকাল আরও একাধিক সিনেমার খবর দিলেন শাকিব। জানালেন, তপু খানের সঙ্গে নতুন একটি সিনেমা করবেন, এ ছাড়া সফল নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ানের নির্মাণেও আসবে সিনেমা। আরিয়ান বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে মিটিং হয়েছে। উনি তাঁর নতুন সিনেমার নির্মাতা হিসেবে আমার কথা ভেবেছেন, এটা আমার জন্য ভালো লাগার বিষয়। তবে সিনেমার বিস্তারিত জানাতে আরও সময় লাগবে।’

শাকিব খান বলেন, ‘অনেক সিনেমার কাজ একসঙ্গে শুরু করছি। এর মধ্যে রয়েছে হিমেল আশরাফের দুটি, মিজানুর রহমান আরিয়ান, রায়হান রাফী, সানি সানোয়ার, হাসিবুর রেজা কল্লোল, তপু খানের একটি করে সিনেমা। কথা চলছে বেশ কয়েকজন নতুন পরিচালকের সঙ্গে। এসব সিনেমার বেশির ভাগই আমার নিজের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হবে। সব সময়ই আমার চেষ্টা ছিল নিজ দেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ ও বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করা। পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চাই আমি।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  ফেরি চালু না হওয়ায় নদী পারাপারে দুর্ভোগ

  সঠিক ব্যবহারে খাদ্য বর্জ্য পরিণত হতে পারে সম্পদে

  টিলা কাটার দায়ে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  দায়িত্ব নিলেন বিশ্বনাথ মেয়র ও কাউন্সিলররা

  গেট আছে, ঘর আছে, নেই শুধু গেটম্যান ১০ বছরেও

  ফেনী মুক্ত দিবস পালিত

  ফেরি চালু না হওয়ায় নদী পারাপারে দুর্ভোগ

  সঠিক ব্যবহারে খাদ্য বর্জ্য পরিণত হতে পারে সম্পদে

  টিলা কাটার দায়ে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  দায়িত্ব নিলেন বিশ্বনাথ মেয়র ও কাউন্সিলররা

  আমার নিয়োগপত্রে কোনো ঘষামাজা ছিল না: ওয়াসার এমডি তাকসিম

  গেট আছে, ঘর আছে, নেই শুধু গেটম্যান ১০ বছরেও