Alexa
বুধবার, ২২ মার্চ ২০২৩

সেকশন

epaper
 

নবীরুল ইসলামসহ সরকারি কর্মকর্তাদের বইয়ের আধিক্য থাকবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৭:২৯

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ফাইল ছবি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য বই কেনার যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, সেই তালিকায় অতিরিক্ত সচিব নবীরুল ইসলামসহ সরকারি কর্মকর্তাদের বইয়ের আধিক্য থাকবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘যা-ই হয়েছে, ঠিক হয়নি, কাজটা ঠিক হয়নি।’ 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জেলা-উপজেলায় বই কেনার প্রকল্প নিয়ে আজ রোববার সাংবাদিকদের এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য বই কেনার যে অর্থ বরাদ্দ হয়েছে, সে তালিকায় অতিরিক্ত সচিব নবীরুল ইসলামসহ সরকারি কর্মকর্তাদের বইয়ের আধিক্য থাকবে না। প্রাথমিক তালিকায় এসেছে তাঁদের নাম, কিন্তু চূড়ান্ত না। তবে যা-ই হয়েছে, কাজটা ঠিক হয়নি। এর বাস্তবায়ন কোনোভাবেই হবে না, এটা নিশ্চিত। পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হবে।’ 

সরকারি কর্মকর্তাদের মধ্যে ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা-উপজেলায় বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বইয়ের তালিকার মধ্যে একজন অতিরিক্ত সচিবেরই রয়েছে ২৯টি বই। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এমন সংবাদ প্রকাশের পর নেটিজেনদের মধ্যে এই বই কেনা প্রকল্প নিয়ে দেখা দিয়েছে নানা আলোচনা-সমালোচনা। 

ওই জাতীয় দৈনিকে প্রকাশিত এমন সংবাদে বলা হয়, বইয়ের তালিকার ১ হাজার ৪৭৭টি বইয়ের মধ্যে শতাধিক বই অন্তত ২৫ জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার লেখা, যার মধ্যে অনেক বইয়ের প্রসঙ্গ একই। তালিকায় আছে আইনকানুন, দাপ্তরিক বিভিন্ন জরুরি প্রসঙ্গ, ইতিহাস ও দর্শনের প্রয়োজনীয় অনেক বই। তবে এ তালিকায় অনেক গুরুত্বপূর্ণ লেখকের বই স্থান না পাওয়ায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এসেছে। 

জাতীয় দৈনিকে প্রকাশিত এমন সংবাদে বলা হয়েছে, বই কেনার এই উদ্যোগ নিয়ে কোনো কমিটিও গঠিত হয়নি। এমনকি বৈঠকে ডাকা হয়নি বই বা পাঠাগারসংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তিকে। এসব বই সংশ্লিষ্ট দপ্তরের কোথায় কীভাবে রাখা হবে, তা নিয়েও এখন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভাবতে হচ্ছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
    সব মন্তব্য

    ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

    এলাকার খবর

     
     

    সারের অপচয়ে হাজার কোটি টাকা গচ্চা: কৃষিসচিব

    ‘শান্তির ঘরে হারা জীবন নামাজ পড়ে শেখ হাসিনার জন্য দোয়া করুম’

    সৌদি ভিসা সেন্টার তাশির চালু হলো ঢাকায়

    নির্বাচনী বছরে চোখ-কান খোলা রাখবে দুদক: চেয়ারম্যান

    ইন্টারপোলের রেড নোটিশ: তালিকায় বাংলাদেশের যেসব শীর্ষ অপরাধীরা

    রপ্তানি আয় বাড়াতে নতুন বাজার খোঁজার পরামর্শ প্রধানমন্ত্রীর

    ঘুষের টাকা ফেরত চাওয়ায় মারধার, অভিযোগ সার্ভেয়ারের বিরুদ্ধে 

    গাইবান্ধায় স্কুলছাত্রের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

    সরকার দলীয় সিন্ডিকেট নিত্য পণ্যের দাম বাড়াচ্ছে: গণঅধিকার পরিষদ

    দুই বছরে দুই হ্যাটট্রিক বাবুর

    গুপ্তধন ভেবে বিস্ফোরক কাটতে গিয়ে পা হারালেন যুবক 

    পরীক্ষা ছাড়াই কোভিড সনদ প্রদান, ডায়াগনস্টিকের লাইসেন্স বাতিল