Ajker Patrika

টেস্টেই বেশি আগ্রহী সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্টেই বেশি আগ্রহী সাকিব

২০২১ সালে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরার পর থেকে টেস্টে অনিয়মিত সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণে অনেকগুলো সিরিজেই ছুটি নিয়েছিলেন তিনি। তাই প্রত্যেক সিরিজ শুরুর আগেই সাকিবের থাকা না থাকা নিয়ে আলোচনা চলতেই থাকে।

সাকিব অবশ্য টেস্টকে নিজের পছন্দের সংস্করণ মনে করেন। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে ক্রিকেটের দীর্ঘ সংস্করণে নিয়মিত হওয়ার বার্তাও দিয়েছিলেন তিনি। এবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও জানিয়েছেন, এখন থেকে নিয়মিত টেস্ট খেলতে চান সাকিব।

আজ মিরপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুজন বলেছেন, ‘সাকিব সব সময় টেস্ট খেলতে চায়। আমি জানি না কেন কথাটা (খেলতে না চাওয়ার প্রসঙ্গ) বারবার আসে। সাকিবের সঙ্গে যতবার কথা বলেছি, সে বলে আমি অন্য সংস্করণের চেয়ে টেস্ট বেশি উপভোগ করি। আমি সব সময় বেশি টেস্ট খেলতে চাই।’

এর আগে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপ করে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল হক। তাঁর জায়গায় আবারও সাকিবের অধিনায়ক হওয়ার গুঞ্জন নিয়ে সুজন বলেছেন, ‘যদি সাকিব খেলতে চায়, সাকিব নিতে (অধিনায়কত্ব) চায়, আমি মনে করি তাতে সাকিবেরও একটা পরিবর্তন আসতে পারে। আমি বলছি না সাকিবই টেস্ট অধিনায়ক হবে বা তামিম। তবে সে নেবে কী না সেটা বড় ব্যাপার।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

হাদিকে গুলি: মৌলভীবাজার সীমান্তে বিজিবির একাধিক বিশেষ চেকপোস্ট স্থাপন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ