Alexa
সোমবার, ০৪ জুলাই ২০২২

সেকশন

epaper
 

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সাহায্য চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২০:২৮

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। ফাইল ছবি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

এপ্রিলে যুক্তরাষ্ট্র সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে এ কে আবদুল মোমেন বলেন, ‘র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা আসার পর ভারতের সাহায্য বাংলাদেশ চেয়েছে। ভারত বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে তারা বিষয়টি তুলে ধরবে। যুক্তরাষ্ট্রে হিন্দু ও ভারতীয় সম্প্রদায় র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য মার্কিন প্রশাসনকে অনুরোধ করেছে। এটি সম্ভব হয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত যুক্তরাষ্ট্রে ভারতীয় সম্প্রদায়কে বলেছিল বলে।’ 

সম্প্রতি নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বার্তার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র যেটি বলেছে, সেটি হচ্ছে জবাবদিহি। বাংলাদেশে বাহিনীর ভেতরে জবাবদিহি রয়েছে। এ কারণে নারায়ণগঞ্জের ঘটনায় ফাঁসি হয়েছে। অনেকে চাকরিচ্যুত হয়েছে। আমাদের ভেতরে যে জবাবদিহি রয়েছে, বিষয়টি মার্কিনদের কাছে ঠিকমতো পৌঁছায়নি।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে লাইন অব ডিউটিতে মানুষ মেরে ফেলে। আমাদের এখানেও লাইন অব ডিউটিতে মানুষ মরে। কিন্তু এগুলো ন্যায়সংগত হতে হবে।’ 

তবে এমন ব্যাখ্যায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হয়নি বলেও জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো হয়তো আমাদের ব্যাখ্যায় (তারা) সন্তুষ্ট হয়নি। ভবিষ্যতে হয়তো হবে।’ 

ভূরাজনীতি প্রেক্ষাপটে ইউক্রেন ইস্যু নিয়ে এ কে আবদুল মোমেন বলেন, ‘জাতিসংঘ মহাসচিবের রাশিয়া সফরের বিষয়ে খুব আশাবাদী। আমরা চাই যাতে যুদ্ধ বন্ধ হয়। এ ক্ষেত্রে জাতিসংঘের মহাসচিবকে সব ধরনের উৎসাহ দেওয়া হবে বাংলাদেশ থেকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে ইউক্রেন নিয়ে আলোচনা হতে পারে।’ তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী আগামী ২৮ এপ্রিল ঢাকা আসছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী হয়তো একটা সুখবর নিয়ে আসবেন। তবে কি খবর নিয়ে আসবেন, তা এখনো আমরা জানি না। ভারতের গণমাধ্যমের বরাতে আমরা জেনেছি, তিনি আমাদের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে পারেন।’ তিনি বলেন, এর আগে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু এবার হয়তো তারিখসহ আমন্ত্রণ দেওয়া হবে। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের তারিখ ঠিক হবে জানিয়ে এ কে আবদুল মোমেন বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর একটি সাক্ষাৎ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়েরও সাক্ষাৎ রয়েছে। সেখানে অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে আলোচনা হবে।’ 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সফরে সম্ভাব্য আলোচনার বিষয়ে আবদুল মোমেন বলেন, ‘সবকিছু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে তিস্তা নদীর পানি বণ্টনসহ অন্যান্য বিষয়, সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য বিষয়ক বিভিন্ন অমীমাংসিত বিষয়ও রয়েছে। আমরা আরও বেশি বাণিজ্য বাড়াতে চাই। মে মাসের শেষ দিকে হয়তো জেসিসি বৈঠকটি হবে। বৈঠকটি করতে ভারতে যাব।’ তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জেসিসি বৈঠকের আগে কিছু বৈঠক শেষ করতে হয়। দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। নদী কমিশনের বৈঠক এখনো শেষ হয়নি। ফলে এ ধরনের বৈঠকগুলো শেষ হলে জেসিসি বৈঠক হবে।’ 

দেশের মহাসড়ক নিয়ে আসন্ন এ বৈঠকে আলোচনায় ঢাকার আগ্রহ আছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ভারত, মিয়ানমার, থাইল্যান্ডের মধ্যে সড়ক পথে কানেকটিভিটি প্রতিষ্ঠিত করার কাজ চলছে। এই উদ্যোগে সংযুক্ত হতে চায় বাংলাদেশ। আমরা তাদের আবার অনুরোধ করব। ইতিমধ্যে ভারত এ বিষয়ে রাজি হয়ে। থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন, তাদেরও কোনো আপত্তি নেই। এ বিষয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখব।’ 

চীনের ঋণ নিয়ে প্রশ্ন করলে এ কে আবদুল মোমেন বলেন, ‘চীনের প্রেসিডেন্ট যখন বাংলাদেশ এসেছিলেন, তখন আমরা প্রায় ২৪ বিলিয়ন ডলারের চুক্তি করেছি। কিন্তু এখন পর্যন্ত কতটুকু নিয়েছি, সেটি দেখতে হবে। ঋণ নেওয়ার সময়ে আমরা খুবই হিসাব করে নিই। আমাদের বেশির ভাগ ঋণ হচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো ও জাপান থেকে। চীন থেকে খুবই অল্প ঋণ নেওয়া হয়েছে, যা মোট ঋণের ৫ শতাংশেরও কম। সবাই শুধু চীনের ঋণের কথা বলে। জাপানের ঋণের কথা কেউ বলে না। বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার কোনো তুলনা হয় না।’

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  হাইকমিশনের বিবৃতির পর মিটল পেট্রাপোলের ইমিগ্রেশন জটিলতা

  বিমানবন্দরে অব্যবস্থাপনায় যাত্রী দুর্ভোগ: পররাষ্ট্রমন্ত্রী

  বেনাপোল নিয়ে যা বলছে ভারতের হাইকমিশন

  বেনাপোল বন্দরে হঠাৎ ‘নতুন নিয়ম’, বাংলাদেশিদের প্রবেশে বাধা

  পর্তুগালকে ঢাকায় দূতাবাস খোলার আহ্বান বাংলাদেশের

  দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হতে পারেন সুধাকর দালেলা

  ট্রাক্টর উল্টে চাপা পড়ে চালক নিহত

  আবারও উইম্বলডনে ফিরতে চান ফেদেরার

  টিকিটসহ র‍্যাবের হাতে আটক রেলের নিরাপত্তাবাহিনীর ২ সদস্য

  ঈদকে সামনে রেখে দেশব্যাপী গ্রামীণফোনের স্মার্টফোন মেলা শুরু

  বন্যায় ভাসছে সিডনি, বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

  শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনায় ওসির পর ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার