২০১৯ সালে ‘গাল্লি বয়’ সিনেমায় এক সঙ্গে অভিনয় করেন রণবীর সিং ও আলিয়া ভাট। তুমুল প্রশংসিত হয় দুজনের অভিনয়। আবারও এই জুটিকে এক সঙ্গে দেখতে যাচ্ছে দর্শক।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয় করছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এরই মধ্যে শুরু হয়েছে ছবির শুটিং। জানা গেছে মুক্তির তারিখও।
আজ রোববার করণ জোহর তাঁর ইনস্টাগ্রামে রণবীর-আলিয়ার সঙ্গে একটি সেলফি শেয়ার করে পরবর্তী সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করেন। ছবির সঙ্গে একটি দীর্ঘ কবিতা জুড়ে দিয়ে করণ লিখেন, রকি অউর রানি কি প্রেম কাহানি’ আসছে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি
বর্তমানে ছবির শুটিংয়ে জয়সলমিরে রয়েছেন করণ জোহর, রণবীর সিং ও আলিয়া ভাট। রোমান্টিক ড্রামা ঘরানার এই সিনেমাটি প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রডাকশন ও ভায়াকম এইটিন স্টুডিওস।
২০১৬ সালে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পর লম্বা বিরতি নিয়ে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে পরিচালনায় ফিরেছেন করণ জোহর।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে