কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ আগামী ৪ বছরের জন্য এই নিয়োগ দেন।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করো হলো। আগামী ৪ বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ২০১৮ সালের ৩১ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। আগামী ৩১ জানুয়ারি উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর মেয়াদ শেষ হয়।
আরও পড়ুন:
- এক মেয়াদের বেশি উপাচার্য থাকার দরকার নেই: ইউজিসি চেয়ারম্যান
- শৃঙ্খলা পরিপন্থী কোন কাজ বরদাশত করবে না বিশ্ববিদ্যালয়: উপাচার্য
- ২ বছরের মধ্যে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় উপহার দেব: জাককানইবি উপাচার্য
- ডুয়েটের উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদের যোগদান
- জাবিতে শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্য বিরোধীদের ভরাডুবি
- নতুন উপ-উপাচার্য পেল গণ বিশ্ববিদ্যালয়
- মহিউদ্দিন চৌধুরী ছিলেন পুরো চট্টগ্রামের অভিভাবক: চবি উপাচার্য
- অল্প সময়ে সুষ্ঠু বিচার হয়েছে: বুয়েট উপাচার্য
- এইউবির উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর ড. শাহজাহান খান
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে