Ajker Patrika

আয়া থেকে কোটিপতি রোনালদোর প্রেমিকা!

আয়া থেকে কোটিপতি রোনালদোর প্রেমিকা!

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রেমিকা হিসেবে বিশ্বব্যাপী দারুণ পরিচিতি পেয়েছেন জর্জিনা রদ্রিগেজ। এর বাইরে তাঁর আরেকটা পরিচিতি রয়েছে—একজন পেশাদার মডেল। তবে একটা সময় এসবের কিছুই ছিল না জর্জিনার।

ব্রিস্টলের অতি সাধারণ এক মেয়ে ছিলেন জর্জিনা। শিশুদের দেখাশোনার জন্য একসময় আয়ার কাজ করতেন তিনি। এর সঙ্গে নিজের ক্যারিয়ার গড়তে ইংরেজি ও নাচ শেখার ক্লাস করতেন জর্জিনা। জীবনটা সচ্ছল ছিল না সে সময়। অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের একটি সিরিজে জর্জিনার জীবনের গল্প উঠে এসেছে। 

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্ম নেওয়া জর্জিনা বাবার সঙ্গে ছোটবেলায় স্পেনে চলে আসেন। ২০০৩ সালে নয় বছর বয়সে কোকেন পাচার মামলায় জেলে যান জর্জিনার বাবা। কঠিন এই সময়টায় মা মারিয়া হার্নান্দেজ এবং বোন ইভানার সঙ্গে বেশ কষ্টে কেটেছে রোনালদোর এই বর্তমান প্রেমিকার। তবে হাল না ছেড়ে কাজের সঙ্গে মডেলিং চালিয়ে যান জর্জিনা। 

জর্জিনার উত্থানের শুরুটাও হয়েছিল এই মডেলিং দিয়ে। তারপর তো জড়িয়ে গেলেন পর্তুগিজ যুবরাজ রোনালদোর জীবনের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ ফেললেই আজকাল দুজনের ঘনিষ্ঠতার ছবি দেখতে পাওয়া যায়। 

জর্জিনার জীবনকাহিনি নিয়ে নেটফ্লিক্স স্পেনের পরিচালক আলভারো দিয়াজ বলেছেন, ‘জর্জিনা একজন প্রেরণাদায়ক নারী। তিনি ছিলেন সাধারণ এক তরুণী। আচমকাই তার জীবন বদলে যায়। একদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে জর্জিনা তার ভালোবাসার মানুষের দেখা পায়। এ রকম স্বপ্ন কে বা না দেখে?’ 

এ বছরের ক্রিসমাসের আগেই সিরিজটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নাটকীয়ভাবে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ায় গল্পের পট বদলে যায়। এবার আরও বিস্তারিত গল্পে জানা যাবে রোনালদো-জর্জিনার জীবন সম্পর্কে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...