Ajker Patrika

ইতালির যে গ্রামে কেউ ইতালীয় ভাষায় কথা বলেন না

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ২২: ১৭
ইতালির যে গ্রামে কেউ ইতালীয় ভাষায় কথা বলেন না

যে দেশে বসবাস, সেই দেশের ভাষাতেই যদি কথা না বলে, তাহলে ব্যাপারটা অদ্ভুতই হবে, তাই না? এমনটাই হয়ে আসছে ইতালির সাংতো ল্যুচো দে কুম্বোসকুরো নামের গ্রামটিতে। গ্রামটি ‘লিটল প্রোভেন্স’ নামেও পরিচিত। ইতালির নাগরিক হয়েও ওই গ্রামের বাসিন্দারা ইতালিয়ান ভাষায় কথা বলেন না। 

ইতালি ও ফ্রান্সের সীমান্তঘেঁষা পিডমন্ট অঞ্চলে অবস্থিত কুম্বোসকুরো গ্রামটিতে হঠাৎ প্রবেশ করলে খোদ ইতালীয়দেরও মনে হতে পারে ‘নতুন কোনো দেশে ঢুকে পড়লাম না তো!’ কাউকে বিদায় জানাতে ইতালীয়রা সচরাচর ‘আররিভেদেরচি’ বলে, কুম্বোসকুরো গ্রামের বাসিন্দারা বলে ‘আরভেইরে’!

কুম্বোসকুরোর সরকারি ভাষার নাম ‘প্রোভেনসাল’। এটি মূলত অক্সিটানিয়া অঞ্চলের একটি প্রাচীন মধ্যযুগীয় নব্য ল্যাটিন উপভাষা। 

কুম্বোসকুরো গ্রামটিতে বেশির ভাগ মেষপালক পরিবারের বসবাস। গ্রামটির বাসিন্দা মাত্র ৩০ জনের মতো। এখানে জীবনযাপন কিছুটা কঠিন। প্রায়শই এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ানো নেকড়েদের আক্রমণের শিকার হন স্থানীয়রা। 

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গ্রামটিতে বিদ্যুৎ ও ইন্টারনেটের স্বল্পতা রয়েছে। তবে নৈসর্গিক দৃশ্যের কোনো কমতি নেই। পাহাড়ি তৃণভূমি, উজ্জ্বল বেগুনি রঙের ল্যাভেন্ডার ফুলের মাঠ, আলপাইন পর্বতের চূড়া থেকে কোট ডি আযুর পর্যন্ত বিস্তৃত মনোরম দৃশ্য আপনাকে এক অন্যরকম মানসিক প্রশান্তি এনে দেবে। 

কুম্বোসকুরোতে কোনো পানশালা, সুপারমার্কেট বা রেস্তোরাঁ নেই। স্থানীয়রা বিভিন্ন মৌসুমে নানান উৎসব আমেজের মাধ্যমে নিজেদের মধ্যে সামাজিকতা বজায় রাখে। 

কুম্বোসকুরোতে ঘুরতে যেতে চাইলে প্রথমে আপনাকে বিমানযোগে টুরিন পৌঁছাতে হবে। সেখান থেকে ট্রেন ধরে এবং পরে বাসে করে প্রোভেন্স থেকে দক্ষিণে গেলেই পৌঁছে যাবেন সাংতো ল্যুচো দে কুম্বোসকুরো গ্রামে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

আত্মসমর্পণ করে দুই মামলায় জামিন পেলেন এনসিপির আখতার

এনসিপির নির্বাচনকালীন কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন নুসরাত তাবাসসুম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ