
চেমসফোর্ড যেন এক খণ্ড মিরপুর—বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ দেখে অনেকের এ কথা মনে হতেই পারে। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচও গতকাল বেশ উপভোগ করেছেন প্রবাসী বাংলাদেশি দর্শক। বাংলাদেশের রোমাঞ্চকর জয়ের পর দর্শক হয়ে পড়েন বাধনহারা।

হেলমেট খুলে শান্তর বাঁধভাঙা উদ্যাপনই বলে দিচ্ছিল, এই সেঞ্চুরির জন্য তিনি কত অপেক্ষা করেছেন। শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে চেমসফোর্ডে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির অনুভূতি বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের কাছে অসাধারণ।

চেমসফোর্ডে গতকাল বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডের বাঁক বদলেছে প্রতিমুহূর্তে। কখনো বাংলাদেশের দিকে, আবার কখনো আইরিশদের দিকে ম্যাচ হেলে পড়ছিল। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ।

৩২০ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে দরকার ৫ রান। স্ট্রাইকে ওই মুশফিকুর রহিম। প্রথম দুই বলই ডট দিলেন মার্ক এডেয়ার। এডেয়ারের হাই ফুলটস তৃতীয় বলে ডিপ ব্যকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে দিলেন মুশফিক। ওই মুহূর্তে বাংলাদেশ দলের ডাগআউটের চিত্র দেখেই চাপের মাত্রা অনুমান করা যাচ্ছিল। তবে বলের বলেই দারুণ এক র্যা