
আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়াকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করছে ‘জ্বীন থ্রি’। কামরুজ্জামান রোমানের পরিচালনায় চলতি মাসের শুরুতে মুন্সিগঞ্জে শুরু হয় শুটিং। গত সোমবার নবাবগঞ্জে শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন তাঁরা। নির্মাতা জানালেন, রোজার আগেই গানের শুটিং দিয়ে ক্যামেরা ক্লোজ হবে।

২০২০ সালের জুনে সোশ্যাল মিডিয়ায় রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটিবদলের খবর দেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সে সময় নায়িকা জানিয়েছিলেন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। তবে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। গত বছর ফারিয়া জানান, বিয়েটা আর হচ্ছে না, ভেঙে গেছে তাঁদের ৯ বছরের সম্পর্ক। এর পর থেকে একাই আছেন তিনি।

নুসরাত ফারিয়া বললেন, ‘কখনো কারও অন্ধ সমর্থক ছিলাম না। এখন কেউ যদি আমাকে আওয়ামী সমর্থক ভেবে দূরে ঠেলে দেন, কী করতে পারি?’

সাম্প্রতিক সময়ে সিনেমার সংখ্যা কমে গেলেও ব্যস্ততা কমেনি অভিনয়শিল্পীদের। দেশ ও দেশের বাইরে স্টেজ শো, শোরুম উদ্বোধন কিংবা বিজ্ঞাপনে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। এবার প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে তিনটি স্টেজ শোয়ে অংশ নিতে কানাডা গেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।