প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেটের প্রতিষ্ঠান গুগলকে ১৫০ মিলিয়ন ইউরো (১৪৫৯ কোটি ৫২ লাখ টাকা) জরিমানা করেছে ফ্রান্সের তথ্য গোপনীয়তা নজরদারি বিষয়ক প্রতিষ্ঠান সিএনআইএল। কুকি হিসেবে পরিচিত অনলাইন ট্রাকারগুলো এড়িয়ে চলার প্রক্রিয়া গুগল ব্যবহারকারীদের জন্য কঠিন করে রাখায় এ জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
একই কারণে মেটা প্ল্যাটফর্মের প্রতিষ্ঠান ফেসবুককেও ৬০ মিলিয়ন ইউরো জরিমানা করছে সিএনআইএল। যা বর্তমান বিনিময় হার অনুযায়ী ৫৮৩ কোটি ৭১ লাখ টাকার সমান।
সিএনআইএলের এক বিবৃতিতে বলা হয়, ফেসবুক, গুগল ও ইউটিউব থেকে খুব সহজে কুকি চলে আসে। এগুলো গ্রহণ করা যত সহজ, প্রত্যাখ্যান করা তত সহজ নয়। কুকি প্রত্যাখ্যানেও সহজ উপায় না রাখাই কাল হলো প্রযুক্তি জায়ান্টগুলোর জন্য।
এই জরিমানা আদায়ের জন্য প্রতিষ্ঠান দুটোকে তিন মাসের সময় বেঁধে দিয়েছে সিএনআইএল। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে সময়সীমা পরবর্তীতে প্রতিদিনের জন্য ১ লাখ করে জরিমানা গুনতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে গুগলের মুখপাত্র বলেন, মানুষের গোপনীয়তার অধিকারকে সম্মান করে তা সুরক্ষিত রাখতেই কাজ করে আসছে গুগল। তাই সিএনআইএলের সিদ্ধান্ত অনুযায়ী গোপনীয়তা নীতিতে আরও পরিবর্তন আনতে প্রতিষ্ঠানটি সক্রিয়ভাবে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তবে জরিমানা আদায়ের বিষয়ে তাঁর স্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত, কুকি হলো এমন কিছু ফাইল যা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করলে কম্পিউটারে সেভ হয়ে থাকে। এই কুকিই ব্রাউজারকে বলে দেয় যে ব্যবহারকারী কি লগইন মুডে আছে নাকি নাই বা থাকলেও অন্য কোন অ্যাকাউন্টে লগইন আছে কিনা। এটি ইউজারের অনেক গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণ করে রাখতে পারে। যদি কোনোভাবে ব্রাউজারের সিকিউরিটি দুর্বল হয় তাহলে এ কুকির মাধ্যমে হ্যাকার গুরুত্বপূর্ণ ডেটা নিয়ে নিতে পারে।

প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেটের প্রতিষ্ঠান গুগলকে ১৫০ মিলিয়ন ইউরো (১৪৫৯ কোটি ৫২ লাখ টাকা) জরিমানা করেছে ফ্রান্সের তথ্য গোপনীয়তা নজরদারি বিষয়ক প্রতিষ্ঠান সিএনআইএল। কুকি হিসেবে পরিচিত অনলাইন ট্রাকারগুলো এড়িয়ে চলার প্রক্রিয়া গুগল ব্যবহারকারীদের জন্য কঠিন করে রাখায় এ জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
একই কারণে মেটা প্ল্যাটফর্মের প্রতিষ্ঠান ফেসবুককেও ৬০ মিলিয়ন ইউরো জরিমানা করছে সিএনআইএল। যা বর্তমান বিনিময় হার অনুযায়ী ৫৮৩ কোটি ৭১ লাখ টাকার সমান।
সিএনআইএলের এক বিবৃতিতে বলা হয়, ফেসবুক, গুগল ও ইউটিউব থেকে খুব সহজে কুকি চলে আসে। এগুলো গ্রহণ করা যত সহজ, প্রত্যাখ্যান করা তত সহজ নয়। কুকি প্রত্যাখ্যানেও সহজ উপায় না রাখাই কাল হলো প্রযুক্তি জায়ান্টগুলোর জন্য।
এই জরিমানা আদায়ের জন্য প্রতিষ্ঠান দুটোকে তিন মাসের সময় বেঁধে দিয়েছে সিএনআইএল। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে সময়সীমা পরবর্তীতে প্রতিদিনের জন্য ১ লাখ করে জরিমানা গুনতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে গুগলের মুখপাত্র বলেন, মানুষের গোপনীয়তার অধিকারকে সম্মান করে তা সুরক্ষিত রাখতেই কাজ করে আসছে গুগল। তাই সিএনআইএলের সিদ্ধান্ত অনুযায়ী গোপনীয়তা নীতিতে আরও পরিবর্তন আনতে প্রতিষ্ঠানটি সক্রিয়ভাবে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তবে জরিমানা আদায়ের বিষয়ে তাঁর স্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত, কুকি হলো এমন কিছু ফাইল যা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করলে কম্পিউটারে সেভ হয়ে থাকে। এই কুকিই ব্রাউজারকে বলে দেয় যে ব্যবহারকারী কি লগইন মুডে আছে নাকি নাই বা থাকলেও অন্য কোন অ্যাকাউন্টে লগইন আছে কিনা। এটি ইউজারের অনেক গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণ করে রাখতে পারে। যদি কোনোভাবে ব্রাউজারের সিকিউরিটি দুর্বল হয় তাহলে এ কুকির মাধ্যমে হ্যাকার গুরুত্বপূর্ণ ডেটা নিয়ে নিতে পারে।

চলতি বছরকে এআইয়ের জন্য ‘স্কেল-আপ ইয়ার’ বললে ভুল হবে না। স্টার্টআপ ফান্ডিং থেকে শুরু করে ডেটা সেন্টার, বিদ্যুৎ এনার্জি অবকাঠামো, জাতীয় নীতি—সবখানে এআই এখন ভূরাজনীতির খেলা।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু বন্ধুদের সঙ্গে কথা বলার জায়গা নয়; ব্যক্তিগত কিংবা পেশাগত অনেক গুরুত্বপূর্ণ কাজ, তথ্য আদান-প্রদান, এমনকি সংবেদনশীল আলোচনা পর্যন্ত এসব প্ল্যাটফর্মে হয়। ফলে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কী হবে, এই প্রশ্ন স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
২ দিন আগে
নতুন বছর মানেই প্রযুক্তির নতুন দিক। ২০২৬ সালেও প্রযুক্তির জগতে কিছু নতুন, আবার কিছু পরিচিত প্রযুক্তি বড় আলোচনায় থাকবে। বিশ্বের শীর্ষ প্রযুক্তিবিদ ও বিখ্যাত ম্যাগাজিনগুলোর বিশ্লেষণ অনুযায়ী, আগামী বছরে যেসব প্রযুক্তি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে, সেগুলো ধীরে ধীরে বাস্তব জীবনের অংশ হয়ে উঠছে।
২ দিন আগেগুগল ক্রোম ব্রাউজার আমরা প্রতিদিন ব্যবহার করলেও এর অ্যাড্রেসবার কিংবা ওমনিবক্সে থাকা অনেক দরকারি ফিচার জানার বাইরে থাকে। শুধু সার্চিং নয়, এই অ্যাড্রেসবার থেকে অনেক কাজ দ্রুততম সময়ে করা সম্ভব। এটি অফিস কিংবা অনলাইন মিটিংয়ে সময় বাঁচাতে সাহায্য করে।
২ দিন আগে