
বাহারি রূপে রেডমি-১২ সিরিজের ফোন বাজারে ছাড়ল শাওমি। গতকাল মঙ্গলবার একইসঙ্গে রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জি ভারতের বাজারে ছাড়া হয়। আগামী ৪ আগস্ট থেকে রেডমির ওয়েবসাইট, মি হোম, অ্যামাজন, ফ্লিপকার্টে বিভিন্ন ধরনে দুটি ফোন কেনা যাবে।
রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জির যতগুলো ধরন বাজারে ছাড়া হয়েছে, সেগুলোর র্যামে ভিন্নতা থাকলেও সবগুলোর ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি। এর মধ্য রেডমি-১২ ৪জি ফোনের দাম ৪ জিবি+ র্যামসহ পড়বে ৮ হাজার ৯৯৯ রুপি, আর ৬ জিবি+ র্যামসহ পড়বে ১০ হাজার ৯৯৯ রুপি।
অপরদিকে ৪ জিবি+ র্যামসহ রেডমি-১২ ৫জি ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ রুপি, আর ৬ জিবি+ ও ৮ জিবি+ র্যামের দাম যথাক্রমে ১২ হাজার ৯৯৯ রুপি ও ১৪ হাজার ৯৯৯ রুপি পড়বে।
দুটি ফোনই জেড ব্ল্যাক, মুনস্টোন ও পেস্টেল ব্লু- এই তিন রঙে পাওয়া যাবে। এই ফোনে এনড্রয়েড ১৩ এর সঙ্গে শাওমির নিজস্ব অপারেটিং সিস্টেম মিআইইউআই ১৬ থাকবে। ফোনটিতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চাজিং সক্ষমতা।
রেডমির-১২ সিরিজের ফোনগুলোতে কার্ভ ডিসপ্লের একেবারে উপরে মাঝ বরাবর হোল পাঞ্চ স্লটে ৮ মেগাপিক্সেল সেন্সরসহ ফ্রন্ট ক্যামেরা আছে। তবে রিয়ার ক্যামেরার ক্ষেত্রে দুই ধরনের মধ্যে ভিন্নতা আছে।
রেডমি-১২ ৪জি ফোনের রিয়ার ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে আল্ট্রা–ওয়াইড–এঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর রেডমি-১২ ৫জি ফোনে রিয়ার ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
রেডমি-১২ ৪জি ফোনে অক্টাকোর মিডিয়াটেক জি৮৮ চিপসেট ও রেডমি-১২ ৫জি ফোনে অক্টাকোর কোয়ালকম স্নাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জি ফোন দুইটির ভার্চুয়াল র্যাম যথাক্রমে-১২ জিবি ও ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনগুলোর ডিসপ্লে ৬.৭৯ ইঞ্চি ফুল এউচডি প্লাস (১০৮০ x ২৪৬০ পিক্সেল), ৯০ হার্জের রিফ্রেস রেট, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্জ ও ব্রাইটনেস লেভেল ৪৫০ নিট রয়েছে। ডিসপ্লেতে কোরনিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। রেডমি-১২তে ৫জি এ ৪জি নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এনএফসি, এবং ইউএসবি সি সংযোগ থাকবে।
হ্যান্ডসেটগুলিতে ৩.৫ মিমি অডিও জ্যাক এবং সাইডে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ধুলা এবং জল প্রতিরোধে আইপি ৩ রেটিং রয়েছে। ফোনগুলির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা হলো ১৬৮.৬০ এমএম x ৭৬.২৮ এমএম x ৮.১৭ এমএম ও ওজন ১৯৯ গ্রাম।

বাহারি রূপে রেডমি-১২ সিরিজের ফোন বাজারে ছাড়ল শাওমি। গতকাল মঙ্গলবার একইসঙ্গে রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জি ভারতের বাজারে ছাড়া হয়। আগামী ৪ আগস্ট থেকে রেডমির ওয়েবসাইট, মি হোম, অ্যামাজন, ফ্লিপকার্টে বিভিন্ন ধরনে দুটি ফোন কেনা যাবে।
রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জির যতগুলো ধরন বাজারে ছাড়া হয়েছে, সেগুলোর র্যামে ভিন্নতা থাকলেও সবগুলোর ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি। এর মধ্য রেডমি-১২ ৪জি ফোনের দাম ৪ জিবি+ র্যামসহ পড়বে ৮ হাজার ৯৯৯ রুপি, আর ৬ জিবি+ র্যামসহ পড়বে ১০ হাজার ৯৯৯ রুপি।
অপরদিকে ৪ জিবি+ র্যামসহ রেডমি-১২ ৫জি ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ রুপি, আর ৬ জিবি+ ও ৮ জিবি+ র্যামের দাম যথাক্রমে ১২ হাজার ৯৯৯ রুপি ও ১৪ হাজার ৯৯৯ রুপি পড়বে।
দুটি ফোনই জেড ব্ল্যাক, মুনস্টোন ও পেস্টেল ব্লু- এই তিন রঙে পাওয়া যাবে। এই ফোনে এনড্রয়েড ১৩ এর সঙ্গে শাওমির নিজস্ব অপারেটিং সিস্টেম মিআইইউআই ১৬ থাকবে। ফোনটিতে আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চাজিং সক্ষমতা।
রেডমির-১২ সিরিজের ফোনগুলোতে কার্ভ ডিসপ্লের একেবারে উপরে মাঝ বরাবর হোল পাঞ্চ স্লটে ৮ মেগাপিক্সেল সেন্সরসহ ফ্রন্ট ক্যামেরা আছে। তবে রিয়ার ক্যামেরার ক্ষেত্রে দুই ধরনের মধ্যে ভিন্নতা আছে।
রেডমি-১২ ৪জি ফোনের রিয়ার ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেন্সরের সঙ্গে আল্ট্রা–ওয়াইড–এঙ্গেল এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর রেডমি-১২ ৫জি ফোনে রিয়ার ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
রেডমি-১২ ৪জি ফোনে অক্টাকোর মিডিয়াটেক জি৮৮ চিপসেট ও রেডমি-১২ ৫জি ফোনে অক্টাকোর কোয়ালকম স্নাপড্রাগন ৪ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। রেডমি-১২ ৪জি ও রেডমি-১২ ৫জি ফোন দুইটির ভার্চুয়াল র্যাম যথাক্রমে-১২ জিবি ও ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনগুলোর ডিসপ্লে ৬.৭৯ ইঞ্চি ফুল এউচডি প্লাস (১০৮০ x ২৪৬০ পিক্সেল), ৯০ হার্জের রিফ্রেস রেট, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্জ ও ব্রাইটনেস লেভেল ৪৫০ নিট রয়েছে। ডিসপ্লেতে কোরনিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। রেডমি-১২তে ৫জি এ ৪জি নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এনএফসি, এবং ইউএসবি সি সংযোগ থাকবে।
হ্যান্ডসেটগুলিতে ৩.৫ মিমি অডিও জ্যাক এবং সাইডে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ধুলা এবং জল প্রতিরোধে আইপি ৩ রেটিং রয়েছে। ফোনগুলির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা হলো ১৬৮.৬০ এমএম x ৭৬.২৮ এমএম x ৮.১৭ এমএম ও ওজন ১৯৯ গ্রাম।

ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটির দেওয়া উত্তরের ওপর কোনো প্রভাব ফেলবে না। ব্যবহারকারীদের এটি বিশ্বাস করা প্রয়োজন, চ্যাটজিপিটির উত্তরগুলো সব সময় বস্তুনিষ্ঠভাবে যা প্রয়োজনীয় বা কার্যকর, তার ওপর ভিত্তি করেই দেওয়া হয়।
২ দিন আগে
নিউইয়র্কে করা এই মামলায় বলা হয়েছে, এক্সএআইয়ের পণ্য গ্রোক এমন এক জেনারেটিভ এআই চ্যাটবট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুক্তভোগীদের পোশাকহীন করে, অপমান করে এবং তাঁদের যৌন নিপীড়ন করে।
৩ দিন আগে
কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
৫ দিন আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
৫ দিন আগে