
আইফোনের হাত ধরে যখন প্রথম ডিজিটাল কি-বোর্ড আসে, তখনই বলতে গেলে ফুলস্ক্রিন স্মার্টফোনের যুগ শুরু হয়। তবে অনেকে সেই আগের বাটন কি-বোর্ডকে মিস করেন; বিশেষ করে ব্ল্যাকবেরি হ্যান্ডসেটের আইকনিক কি-বোর্ডের ভক্ত ছিলেন অনেকে। কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৪ উপলক্ষে বাটন কি-বোর্ডপ্রেমীদের জন্য নতুন এক অ্যাকসেসরি আনছে ক্লিক্স টেকনোলজি।
নতুন কোম্পানি ক্লিক্স টেকনোলজির প্রথম পণ্য হিসেবে বাজারে আসছে ক্লিক্স কি-বোর্ড। ১৩৯ ডলারের (১৫ হাজার ১৯৩ টাকা) কি-বোর্ডটি আইফোনেও ব্যবহার করা যাবে। এ কি-বোর্ডটি র্যাপ অ্যারাউন্ড কেস আকারে তৈরি করা হয়েছে। স্লাইড করে ডিভাইসটিতে আইফোন প্রবেশ করিয়েই টাইপ করা যাবে। এর বাটনগুলো ব্যাকলিট, তার মানে অন্ধকারেও টাইপ করা যাবে। এটির জন্য আলাদা করে ব্যাটারির প্রয়োজন হয় না।
ক্লিক্স টেকনোলজির সহপ্রতিষ্ঠাতা মাইকেল ফিশার—ইউটিউবে মিস্টার মোবাইল নামে পরিচিত—এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমরা ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেটে প্রতিদিন কি-বোর্ড ব্যবহার করি। কিন্তু স্মার্টফোনে বাটন কি-বোর্ড ব্যবহার করা ছেড়ে দিয়েছি। ব্যাপারটা অদ্ভুত!’
ফিশারের ইউটিউব চ্যানেলে নতুন ও পুরোনো ফোনের রিভিউ দেওয়া থাকে। এমনকি তাঁর ইউটিউব চ্যানেলে বিগত বছরগুলোর ফোন নিয়েও আলোচনা করা হয়, যখন ফোনের স্ক্রিন ছোট ছিল এবং প্রস্তুতকারীরা ক্রেতাদের আকর্ষণ করার জন্য অদ্ভুত সব ডিজাইনের ফোন তৈরি করত।
প্রাথমিকভাবে ক্লিক্স কি-বোর্ড উজ্জ্বল হলুদ ও হালকা ধূসর রঙে পাওয়া যাবে। ভবিষ্যতে অন্য আরও রং পাওয়া যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আলাদা কি-বোর্ড লাগানোর কারণে ফোনের দৈর্ঘ্য বেড়ে যেতে পারে এবং তা পকেটে না-ও আঁটতে পারে। আকারে বড় হওয়ায় তা হাতে নিয়ে টাইপ করাটা কঠিন হবে কি না, এখনই বলা যাচ্ছে না। তবে এ ধরনের কি-বোর্ডের বেশ কিছু সুবিধা অবশ্যই আছে। ডিজিটাল কি-বোর্ডের তুলনায় এতে দ্রুত ও সঠিকভাবে টাইপ করা যায়। এ ছাড়া বাটন কি-বোর্ডে হোম স্ক্রিন ও সার্চবারের জন্য সহজে শর্টকাট ব্যবহার করা যায়। আরও একটি সুবিধা হলো, স্ক্রিনে ডিজিটাল কি-বোর্ড না থাকলে টাইপিংয়ের সময় পুরো স্ক্রিনই ব্যবহার করা যায়।
ক্লিক্স কি-বোর্ড এখন থেকেই অর্ডার করা যাবে এবং আইফোন ১৪ মডেলের জন্য ১ ফেব্রুয়ারি থেকেই তা সরবরাহ শুরু হবে। আইফোন ১৫-এর জন্য আগামী বসন্ত থেকে ক্লিক কি-বোর্ড সরবরাহ করা হবে। কি-বোর্ডটি অ্যাপের সাহায্যে চলে। এ অ্যাপ শিগগিরই অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। পরে এ কি-বোর্ডে আরও ফাংশন যুক্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আইফোনের হাত ধরে যখন প্রথম ডিজিটাল কি-বোর্ড আসে, তখনই বলতে গেলে ফুলস্ক্রিন স্মার্টফোনের যুগ শুরু হয়। তবে অনেকে সেই আগের বাটন কি-বোর্ডকে মিস করেন; বিশেষ করে ব্ল্যাকবেরি হ্যান্ডসেটের আইকনিক কি-বোর্ডের ভক্ত ছিলেন অনেকে। কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৪ উপলক্ষে বাটন কি-বোর্ডপ্রেমীদের জন্য নতুন এক অ্যাকসেসরি আনছে ক্লিক্স টেকনোলজি।
নতুন কোম্পানি ক্লিক্স টেকনোলজির প্রথম পণ্য হিসেবে বাজারে আসছে ক্লিক্স কি-বোর্ড। ১৩৯ ডলারের (১৫ হাজার ১৯৩ টাকা) কি-বোর্ডটি আইফোনেও ব্যবহার করা যাবে। এ কি-বোর্ডটি র্যাপ অ্যারাউন্ড কেস আকারে তৈরি করা হয়েছে। স্লাইড করে ডিভাইসটিতে আইফোন প্রবেশ করিয়েই টাইপ করা যাবে। এর বাটনগুলো ব্যাকলিট, তার মানে অন্ধকারেও টাইপ করা যাবে। এটির জন্য আলাদা করে ব্যাটারির প্রয়োজন হয় না।
ক্লিক্স টেকনোলজির সহপ্রতিষ্ঠাতা মাইকেল ফিশার—ইউটিউবে মিস্টার মোবাইল নামে পরিচিত—এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমরা ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবলেটে প্রতিদিন কি-বোর্ড ব্যবহার করি। কিন্তু স্মার্টফোনে বাটন কি-বোর্ড ব্যবহার করা ছেড়ে দিয়েছি। ব্যাপারটা অদ্ভুত!’
ফিশারের ইউটিউব চ্যানেলে নতুন ও পুরোনো ফোনের রিভিউ দেওয়া থাকে। এমনকি তাঁর ইউটিউব চ্যানেলে বিগত বছরগুলোর ফোন নিয়েও আলোচনা করা হয়, যখন ফোনের স্ক্রিন ছোট ছিল এবং প্রস্তুতকারীরা ক্রেতাদের আকর্ষণ করার জন্য অদ্ভুত সব ডিজাইনের ফোন তৈরি করত।
প্রাথমিকভাবে ক্লিক্স কি-বোর্ড উজ্জ্বল হলুদ ও হালকা ধূসর রঙে পাওয়া যাবে। ভবিষ্যতে অন্য আরও রং পাওয়া যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আলাদা কি-বোর্ড লাগানোর কারণে ফোনের দৈর্ঘ্য বেড়ে যেতে পারে এবং তা পকেটে না-ও আঁটতে পারে। আকারে বড় হওয়ায় তা হাতে নিয়ে টাইপ করাটা কঠিন হবে কি না, এখনই বলা যাচ্ছে না। তবে এ ধরনের কি-বোর্ডের বেশ কিছু সুবিধা অবশ্যই আছে। ডিজিটাল কি-বোর্ডের তুলনায় এতে দ্রুত ও সঠিকভাবে টাইপ করা যায়। এ ছাড়া বাটন কি-বোর্ডে হোম স্ক্রিন ও সার্চবারের জন্য সহজে শর্টকাট ব্যবহার করা যায়। আরও একটি সুবিধা হলো, স্ক্রিনে ডিজিটাল কি-বোর্ড না থাকলে টাইপিংয়ের সময় পুরো স্ক্রিনই ব্যবহার করা যায়।
ক্লিক্স কি-বোর্ড এখন থেকেই অর্ডার করা যাবে এবং আইফোন ১৪ মডেলের জন্য ১ ফেব্রুয়ারি থেকেই তা সরবরাহ শুরু হবে। আইফোন ১৫-এর জন্য আগামী বসন্ত থেকে ক্লিক কি-বোর্ড সরবরাহ করা হবে। কি-বোর্ডটি অ্যাপের সাহায্যে চলে। এ অ্যাপ শিগগিরই অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। পরে এ কি-বোর্ডে আরও ফাংশন যুক্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দেশে ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) .bd ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে। আজ রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
আরও সাশ্রয়ী ও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে একই খরচে গতি বাড়িয়ে নতুন প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। রাষ্ট্রীয় সংস্থাটির বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজের মাসিক সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
বিশ্বের প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের চ্যাটবট গ্রোক নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া। ভুয়া ও এআই দিয়ে বানানো পর্নোগ্রাফিক কনটেন্টের ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে।
১৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ার এক মাস পার হয়েছে। দীর্ঘ কয়েক বছরের মধ্যে এই প্রথম নিজেকে মুক্ত অনুভব করছে অ্যামি। ১৪ বছর বয়সী এই কিশোরী জানাল, সে এখন ফোন থেকে বিচ্ছিন্ন থাকতে পারছে এবং তার দৈনন্দিন রুটিন বদলে গেছে।
১ দিন আগে