
আইফোনের প্রতিদ্বন্দ্বী হওয়ার প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসে নাথিং কোম্পানি। নাথিং ফোন ১ ও নাথিং ফোন ২ বাজারে বেশ সাড়াও ফেলেছে। শিগগিরই আসছে নাথিং ফোন ২এ। তবে এর আগেই অনলাইনে ফোনটির বিভিন্ন ফিচারের তথ্য ফাঁস হয়ে গেছে। পেছনের ক্যামেরার অবস্থানসহ কাস্টমাইজেবল এলইডি লাইট বাদ দেওয়ার মতো বিভিন্ন পরিবর্তন আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোনের পেছনের এলইডি লাইট ছিল ফোনগুলোর সিগনেচার ডিজাইন। নাথিং ফোনের এই অনন্য ফিচারকে বলা হচ্ছে— গ্লিফ ইন্টারফেস। এই ফিচারের মাধ্যমে ডিভাইসে কল বা নোটিফিকেশন এলে পেছনের এলইডি লাইটগুলো জ্বলে ওঠে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্টপিক্স ও প্রযুক্তি বিশ্লেষক স্টিভ এইচ. এমসিফ্লাইয়ের মতে, নাথিং ফোন ২এ–তে কোনো গ্লিফ ইন্টারফেস থাকবে না। ওয়েবসাইটে ফোনটির একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায়, এবারের মডেলটি সাদা রঙের হবে এবং পেছনে স্বচ্ছ প্যানেল থাকবে।
এ ছাড়া নাথিং ফোন ১ ও ফোন ২ মডেলের চেয়ে ভিন্ন অবস্থানে ক্যামেরার প্যানেলটি থাকবে নতুন মডেলে। দুটি ক্যামেরার লেন্স ওপরের বাম কোনায় উল্লম্বভাবে থাকবে। নাথিং ব্র্যান্ডিং ও নিয়ন্ত্রক আইকন নিচের দিকে থাকবে।
চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ড কংগ্রেস (এমডাব্লুসি) ২০২৪–এর নাথিং ফোনের নতুন মডেলটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করার কথা রয়েছে। ফোনটি নাথিং ফোন ১–এর তুলনায় উন্নত অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ৯ সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ১ সেন্সর
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬১৫ সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি ও অ্যামোলেড
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০
রং: সাদা ও কালো
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

আইফোনের প্রতিদ্বন্দ্বী হওয়ার প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসে নাথিং কোম্পানি। নাথিং ফোন ১ ও নাথিং ফোন ২ বাজারে বেশ সাড়াও ফেলেছে। শিগগিরই আসছে নাথিং ফোন ২এ। তবে এর আগেই অনলাইনে ফোনটির বিভিন্ন ফিচারের তথ্য ফাঁস হয়ে গেছে। পেছনের ক্যামেরার অবস্থানসহ কাস্টমাইজেবল এলইডি লাইট বাদ দেওয়ার মতো বিভিন্ন পরিবর্তন আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
ফোনের পেছনের এলইডি লাইট ছিল ফোনগুলোর সিগনেচার ডিজাইন। নাথিং ফোনের এই অনন্য ফিচারকে বলা হচ্ছে— গ্লিফ ইন্টারফেস। এই ফিচারের মাধ্যমে ডিভাইসে কল বা নোটিফিকেশন এলে পেছনের এলইডি লাইটগুলো জ্বলে ওঠে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্মার্টপিক্স ও প্রযুক্তি বিশ্লেষক স্টিভ এইচ. এমসিফ্লাইয়ের মতে, নাথিং ফোন ২এ–তে কোনো গ্লিফ ইন্টারফেস থাকবে না। ওয়েবসাইটে ফোনটির একটি ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যায়, এবারের মডেলটি সাদা রঙের হবে এবং পেছনে স্বচ্ছ প্যানেল থাকবে।
এ ছাড়া নাথিং ফোন ১ ও ফোন ২ মডেলের চেয়ে ভিন্ন অবস্থানে ক্যামেরার প্যানেলটি থাকবে নতুন মডেলে। দুটি ক্যামেরার লেন্স ওপরের বাম কোনায় উল্লম্বভাবে থাকবে। নাথিং ব্র্যান্ডিং ও নিয়ন্ত্রক আইকন নিচের দিকে থাকবে।
চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ড কংগ্রেস (এমডাব্লুসি) ২০২৪–এর নাথিং ফোনের নতুন মডেলটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করার কথা রয়েছে। ফোনটি নাথিং ফোন ১–এর তুলনায় উন্নত অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ৯ সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল স্যামসাং জিএন ১ সেন্সর
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬১৫ সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি ও অ্যামোলেড
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০
রং: সাদা ও কালো
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

দেশে ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) .bd ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে। আজ রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
আরও সাশ্রয়ী ও উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে একই খরচে গতি বাড়িয়ে নতুন প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। রাষ্ট্রীয় সংস্থাটির বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজের মাসিক সাবস্ক্রিপশন ফি অপরিবর্তিত রেখে ইন্টারনেটের গতি কয়েক গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
বিশ্বের প্রথম দেশ হিসেবে ইলন মাস্কের চ্যাটবট গ্রোক নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া। ভুয়া ও এআই দিয়ে বানানো পর্নোগ্রাফিক কনটেন্টের ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে।
১৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ার এক মাস পার হয়েছে। দীর্ঘ কয়েক বছরের মধ্যে এই প্রথম নিজেকে মুক্ত অনুভব করছে অ্যামি। ১৪ বছর বয়সী এই কিশোরী জানাল, সে এখন ফোন থেকে বিচ্ছিন্ন থাকতে পারছে এবং তার দৈনন্দিন রুটিন বদলে গেছে।
১ দিন আগে