
ইউরোপের বাজারে এসেছে শাওমির নতুন ফোন রেডমি ১৩ ৪ জি। ফোনটিতে দুটি ক্যামেরা রয়েছে। যার মধ্যে একটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল সেন্সর। চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা চিপসেট।
ফোনটি ইউরোপের বাজারে পাওয়া গেলে বিশ্বের অন্যান্য বাজারে কবে উন্মোচন হবে তা জানায়নি কোম্পানিটি। ডিসপ্লেতে হোল পাঞ্চের মধ্যে সামনে ক্যামেরাটি রয়েছে। মাইক্রোএসডির মাধ্যমে ফোনটি স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
দাম ও রং
ফোনটি কালো, নীল ও গোলাপী রঙে পাওয়া যাবে।
রেডমি ১৩: ৫জি ও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১৭৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ২২ হাজার ৮৩৪ টাকা।
রেডমি ১৩: ৫জি ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১৯৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ২৫ হাজার ৩৭০ টাকা।
ফোনগুলো ইউরোপের কিছু অঞ্চলে অনলাইনে কেনা যাবে।
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এর সঙ্গে এলইডি ফ্ল্যাশ ইউনিটও রয়েছে।
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি
আয়তন: ১৬৮.৬ x৭৬.২৮ x ৮.১৭ এমএম
ওজন: ১৯৮.৫ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি ফুল এইচডি (২,৪০০ x ১.০৮০ পিক্সেল)
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা চিপসেট।
আইপি রেটিং: আইপি ৫৩
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট
তথ্যসূত্র:গ্যাজেটস ৩৬০

ইউরোপের বাজারে এসেছে শাওমির নতুন ফোন রেডমি ১৩ ৪ জি। ফোনটিতে দুটি ক্যামেরা রয়েছে। যার মধ্যে একটিতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল সেন্সর। চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা চিপসেট।
ফোনটি ইউরোপের বাজারে পাওয়া গেলে বিশ্বের অন্যান্য বাজারে কবে উন্মোচন হবে তা জানায়নি কোম্পানিটি। ডিসপ্লেতে হোল পাঞ্চের মধ্যে সামনে ক্যামেরাটি রয়েছে। মাইক্রোএসডির মাধ্যমে ফোনটি স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
দাম ও রং
ফোনটি কালো, নীল ও গোলাপী রঙে পাওয়া যাবে।
রেডমি ১৩: ৫জি ও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১৭৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ২২ হাজার ৮৩৪ টাকা।
রেডমি ১৩: ৫জি ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১৯৯ দশমিক ৯৯ ডলার বা প্রায় ২৫ হাজার ৩৭০ টাকা।
ফোনগুলো ইউরোপের কিছু অঞ্চলে অনলাইনে কেনা যাবে।
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এর সঙ্গে এলইডি ফ্ল্যাশ ইউনিটও রয়েছে।
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি
আয়তন: ১৬৮.৬ x৭৬.২৮ x ৮.১৭ এমএম
ওজন: ১৯৮.৫ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি ফুল এইচডি (২,৪০০ x ১.০৮০ পিক্সেল)
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা চিপসেট।
আইপি রেটিং: আইপি ৫৩
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৩
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট
তথ্যসূত্র:গ্যাজেটস ৩৬০

ওপেনএআই জানিয়েছে, বিজ্ঞাপনগুলো চ্যাটজিপিটির দেওয়া উত্তরের ওপর কোনো প্রভাব ফেলবে না। ব্যবহারকারীদের এটি বিশ্বাস করা প্রয়োজন, চ্যাটজিপিটির উত্তরগুলো সব সময় বস্তুনিষ্ঠভাবে যা প্রয়োজনীয় বা কার্যকর, তার ওপর ভিত্তি করেই দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
নিউইয়র্কে করা এই মামলায় বলা হয়েছে, এক্সএআইয়ের পণ্য গ্রোক এমন এক জেনারেটিভ এআই চ্যাটবট, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুক্তভোগীদের পোশাকহীন করে, অপমান করে এবং তাঁদের যৌন নিপীড়ন করে।
২ দিন আগে
কম্পিউটার মানেই কি কেবল ইলেকট্রনিক চিপ আর বিদ্যুৎ? এই ধারণা বদলে দিতে পারে বিজ্ঞানীদের নতুন এক আবিষ্কার। পশ্চিম চীনের একটি প্রাচীন সমাধিতে ২ হাজার বছর পুরোনো এক বিস্ময়কর যন্ত্রের সন্ধান পাওয়া গেছে, যা আধুনিক কম্পিউটারের আদি রূপ হতে পারে বলে দাবি করছেন চীনা বিজ্ঞানীরা।
৪ দিন আগে
ফ্রিল্যান্সারদের জন্য ডিজিটাল নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম চালু করেছে সরকার। এর ফলে ফ্রিল্যান্সাররা সরকার স্বীকৃত ফ্রিল্যান্সার আইডি কার্ড পাবেন, যা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট সুবিধা, আর্থিক প্রণোদনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করবে এবং পেশাগত মর্যাদা...
৪ দিন আগে