
যোগাযোগের জন্য জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ দিয়েই এবার আরও আকর্ষণীয়ভাবে ছবি তোলা যাবে। কারণ প্ল্যাটফর্মটির ক্যামেরার সঙ্গে বিভিন্ন ব্যকগ্রাউন্ড ও ইফেক্ট (ফিল্টার) যুক্ত করা হচ্ছে। এর আগে ফিচারগুলো শুধু ভিডিও কলের সময় ব্যবহার করা যেত। এখন হোয়াটসঅ্যাপের ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণের সময় এসব ব্যকগ্রাউন্ড ও ইফেক্ট ব্যবহার করতে পারবেন। নতুন এই সুবিধার ফলে ছবি ও ভিডিও আর্কষনীয় করতে ব্যবহারকারীদের থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের প্রয়োজন নেই।
নতুন ক্যামেরা ব্যাকগ্রাউন্ড ও ফিল্টারগুলো অ্যাপটির ক্যামেরা ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা ব্যবহার করা যাবে। এগুলো ব্যবহার করতে হোয়াটসঅ্যাপের ক্যামেরা আইকোনে ট্যাপ করুন। এরপর ভিডিও নাকি ছবি তুলবেন তা নির্বাচন করুন। এরপর বামপাশে থাকা ‘কাঠির’ মতো আইকোনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে বিভিন্ন ফিল্টার বা ব্যকগ্রাউন্ড দেখা যাবে। ফিল্টার ও ব্যকগ্রাউন্ডের জন্য আলাদা দুটি ট্যাব থাকবে। ট্যাব থেকে পছন্দমতো অপশনটি নির্বাচন করা যায়।
ফিল্টার হিসেবে রয়েছে—ওয়ার্ম, কুল . ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিসআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। আর ব্যকগ্রাউন্ড হিসেবে রয়েছে, ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুশ, বিচ, সানসেট, সেলিব্রেশস ও ফরেস্ট।
ফিল্টার ও ব্যকগ্রাউন্ড আলাদাভাবে বা একইসঙ্গে ব্যবহার করা যাবে। এছাড়া নতুন কম আলোতে ভালো ছবি তোলার জন্য হোয়াটসঅ্যাপে ‘লো লাইট মোড’ যুক্ত করা হয়েছে। এছাড়া ‘টাচ আপ’ মোডের মাধ্যমে চেহারা আরও মসৃণ দেখাবে ও মুখের দাগগুলো হালকা করে দেবে।
নতুন ক্যামেরা ফিল্টার ও ব্যকগ্রাউন্ডগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েডের ২.২৪. ২০.২০ সংস্করণের এসব ফিচার দেখা গেছে। পর্যায়ক্রমে মূল সংস্করণে ফিচারগুলো নিয়ে আসা হবে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস

যোগাযোগের জন্য জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ দিয়েই এবার আরও আকর্ষণীয়ভাবে ছবি তোলা যাবে। কারণ প্ল্যাটফর্মটির ক্যামেরার সঙ্গে বিভিন্ন ব্যকগ্রাউন্ড ও ইফেক্ট (ফিল্টার) যুক্ত করা হচ্ছে। এর আগে ফিচারগুলো শুধু ভিডিও কলের সময় ব্যবহার করা যেত। এখন হোয়াটসঅ্যাপের ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণের সময় এসব ব্যকগ্রাউন্ড ও ইফেক্ট ব্যবহার করতে পারবেন। নতুন এই সুবিধার ফলে ছবি ও ভিডিও আর্কষনীয় করতে ব্যবহারকারীদের থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের প্রয়োজন নেই।
নতুন ক্যামেরা ব্যাকগ্রাউন্ড ও ফিল্টারগুলো অ্যাপটির ক্যামেরা ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা ব্যবহার করা যাবে। এগুলো ব্যবহার করতে হোয়াটসঅ্যাপের ক্যামেরা আইকোনে ট্যাপ করুন। এরপর ভিডিও নাকি ছবি তুলবেন তা নির্বাচন করুন। এরপর বামপাশে থাকা ‘কাঠির’ মতো আইকোনে ট্যাপ করুন। এর ফলে নিচের দিকে বিভিন্ন ফিল্টার বা ব্যকগ্রাউন্ড দেখা যাবে। ফিল্টার ও ব্যকগ্রাউন্ডের জন্য আলাদা দুটি ট্যাব থাকবে। ট্যাব থেকে পছন্দমতো অপশনটি নির্বাচন করা যায়।
ফিল্টার হিসেবে রয়েছে—ওয়ার্ম, কুল . ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিসআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। আর ব্যকগ্রাউন্ড হিসেবে রয়েছে, ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুশ, বিচ, সানসেট, সেলিব্রেশস ও ফরেস্ট।
ফিল্টার ও ব্যকগ্রাউন্ড আলাদাভাবে বা একইসঙ্গে ব্যবহার করা যাবে। এছাড়া নতুন কম আলোতে ভালো ছবি তোলার জন্য হোয়াটসঅ্যাপে ‘লো লাইট মোড’ যুক্ত করা হয়েছে। এছাড়া ‘টাচ আপ’ মোডের মাধ্যমে চেহারা আরও মসৃণ দেখাবে ও মুখের দাগগুলো হালকা করে দেবে।
নতুন ক্যামেরা ফিল্টার ও ব্যকগ্রাউন্ডগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েডের ২.২৪. ২০.২০ সংস্করণের এসব ফিচার দেখা গেছে। পর্যায়ক্রমে মূল সংস্করণে ফিচারগুলো নিয়ে আসা হবে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ার এক্সপ্রেস

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে প্রযুক্তি খাতে চাকরি কমার খবর ইতিমধ্যে সবার জানা। এবার জানা যাচ্ছে, সেই প্রভাব পড়তে পারে ব্যাংকিং খাতেও। বিনিয়োগ ব্যাংক মরগ্যান স্ট্যানলের এক সাম্প্রতিক প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে যে চলতি বছর থেকে ব্যাংকিং খাতে বড় পরিসরে চাকরি কমতে পারে।
৩৭ মিনিট আগে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রোক’ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তীব্র হয়েছে। গ্রোক-এর মাধ্যমে তৈরি ছবিতে নারী ও শিশুদের ডিজিটালি ‘নগ্ন’ বা অর্ধনগ্ন করে তোলার অভিযোগে ভারত, মালয়েশিয়া ও ফ্রান্স এক্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।
১২ ঘণ্টা আগে
ইলন মাস্কের এআই প্ল্যাটফর্ম গ্রোক। যাত্রার শুরু থেকেই বিতর্কের মুখে এই চ্যাটবট। এবার এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে নারী-শিশুদের ‘ন্যুড’ ছবি বানিয়ে দেওয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ আলোড়ন তুলেছে ব্যবহারকারীরা। গত ডিসেম্বরের শেষ দিকে গ্রোক-এ ‘এডিট ইমেজ’ অপশন চালুর পরই এসব অভিযোগ সামনে আসে।
৩ দিন আগে
গতকাল বৃহস্পতিবার বিওয়াইডি জানিয়েছে, ২০২৫ সালে তাদের ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়ে সাড়ে ২২ লাখের বেশি হয়েছে।
৪ দিন আগে