প্রযুক্তি ডেস্ক

মার্কিন প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান রিক্টর বিশ্বে এই প্রথম এনেছে উড়ন্ত বৈদ্যুতিক বাইক স্কাইরাইডার এক্স১। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে সম্প্রতি এই উড়ন্ত বাইক দেখানোর ব্যবস্থা করা হয়। রিক্টর জানিয়েছে, স্কাইরাইডার এক্স১ মাটি ও আকাশ—উভয় পথেই চলাচল করতে সক্ষম। আশা করা হচ্ছে, বাহনটি ব্যস্ত শহরগুলোর যানজট অনেকটাই কমিয়ে আনতে পারবে।
প্রযুক্তিগত বৈশিষ্ট্য
এই উড়ন্ত বৈদ্যুতিক বাইকের প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে ৪০ মিনিট পর্যন্ত আকাশে ওড়ার সক্ষমতা রয়েছে। এতে রয়েছে ৫০ কিলোওয়াটের অনবোর্ড ডিসি চার্জিং স্টেশন। এটি দীর্ঘ পথযাত্রাকে আরও সহজ ও নির্ভরযোগ্য করে তুলবে।
আধুনিক প্রযুক্তির সংযোজন
ব্যবহারকারীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে স্কাইরাইডার এক্স১-এ ত্রিমুখী রিডানড্যান্ট ফ্লাইট কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে। এতে একটি ইঞ্জিন ব্যর্থ হলেও বাইকটি নিরাপদে পরিচালিত হতে পারবে। এতে রয়েছে উন্নত মানের ব্যাটারি সুরক্ষাব্যবস্থা এবং ইমার্জেন্সি প্যারাসুট। এগুলো যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে।
স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল নিয়ন্ত্রণব্যবস্থা
বাইকটিতে স্বয়ংক্রিয় রুট পরিকল্পনাব্যবস্থা সংযোজন করা হয়েছে। এ ব্যবস্থা গন্তব্য অনুযায়ী সবচেয়ে কার্যকর উড়ালপথ নির্ধারণ করে দেবে। এটি স্বয়ংক্রিয়ভাবে ওড়ার উচ্চতা, গতি এবং দিক নিয়ন্ত্রণ করতে পারে। এ ছাড়া বাইকটি পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম। ব্যবহারকারীদের সুবিধার্থে এতে স্বয়ংক্রিয় টেক-অফ এবং ল্যান্ডিং সুবিধা রয়েছে। পাশাপাশি যাঁরা ম্যানুয়ালি বাইকটি নিয়ন্ত্রণ করতে চান, তাঁদের জন্য রয়েছে জয়স্টিকসহ ম্যানুয়াল অপশন।

মার্কিন প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান রিক্টর বিশ্বে এই প্রথম এনেছে উড়ন্ত বৈদ্যুতিক বাইক স্কাইরাইডার এক্স১। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে সম্প্রতি এই উড়ন্ত বাইক দেখানোর ব্যবস্থা করা হয়। রিক্টর জানিয়েছে, স্কাইরাইডার এক্স১ মাটি ও আকাশ—উভয় পথেই চলাচল করতে সক্ষম। আশা করা হচ্ছে, বাহনটি ব্যস্ত শহরগুলোর যানজট অনেকটাই কমিয়ে আনতে পারবে।
প্রযুক্তিগত বৈশিষ্ট্য
এই উড়ন্ত বৈদ্যুতিক বাইকের প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে ৪০ মিনিট পর্যন্ত আকাশে ওড়ার সক্ষমতা রয়েছে। এতে রয়েছে ৫০ কিলোওয়াটের অনবোর্ড ডিসি চার্জিং স্টেশন। এটি দীর্ঘ পথযাত্রাকে আরও সহজ ও নির্ভরযোগ্য করে তুলবে।
আধুনিক প্রযুক্তির সংযোজন
ব্যবহারকারীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে স্কাইরাইডার এক্স১-এ ত্রিমুখী রিডানড্যান্ট ফ্লাইট কন্ট্রোল সিস্টেম যুক্ত করা হয়েছে। এতে একটি ইঞ্জিন ব্যর্থ হলেও বাইকটি নিরাপদে পরিচালিত হতে পারবে। এতে রয়েছে উন্নত মানের ব্যাটারি সুরক্ষাব্যবস্থা এবং ইমার্জেন্সি প্যারাসুট। এগুলো যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে।
স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল নিয়ন্ত্রণব্যবস্থা
বাইকটিতে স্বয়ংক্রিয় রুট পরিকল্পনাব্যবস্থা সংযোজন করা হয়েছে। এ ব্যবস্থা গন্তব্য অনুযায়ী সবচেয়ে কার্যকর উড়ালপথ নির্ধারণ করে দেবে। এটি স্বয়ংক্রিয়ভাবে ওড়ার উচ্চতা, গতি এবং দিক নিয়ন্ত্রণ করতে পারে। এ ছাড়া বাইকটি পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সক্ষম। ব্যবহারকারীদের সুবিধার্থে এতে স্বয়ংক্রিয় টেক-অফ এবং ল্যান্ডিং সুবিধা রয়েছে। পাশাপাশি যাঁরা ম্যানুয়ালি বাইকটি নিয়ন্ত্রণ করতে চান, তাঁদের জন্য রয়েছে জয়স্টিকসহ ম্যানুয়াল অপশন।

চলতি বছরকে এআইয়ের জন্য ‘স্কেল-আপ ইয়ার’ বললে ভুল হবে না। স্টার্টআপ ফান্ডিং থেকে শুরু করে ডেটা সেন্টার, বিদ্যুৎ এনার্জি অবকাঠামো, জাতীয় নীতি—সবখানে এআই এখন ভূরাজনীতির খেলা।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এখন শুধু বন্ধুদের সঙ্গে কথা বলার জায়গা নয়; ব্যক্তিগত কিংবা পেশাগত অনেক গুরুত্বপূর্ণ কাজ, তথ্য আদান-প্রদান, এমনকি সংবেদনশীল আলোচনা পর্যন্ত এসব প্ল্যাটফর্মে হয়। ফলে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কী হবে, এই প্রশ্ন স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
২ দিন আগে
নতুন বছর মানেই প্রযুক্তির নতুন দিক। ২০২৬ সালেও প্রযুক্তির জগতে কিছু নতুন, আবার কিছু পরিচিত প্রযুক্তি বড় আলোচনায় থাকবে। বিশ্বের শীর্ষ প্রযুক্তিবিদ ও বিখ্যাত ম্যাগাজিনগুলোর বিশ্লেষণ অনুযায়ী, আগামী বছরে যেসব প্রযুক্তি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে, সেগুলো ধীরে ধীরে বাস্তব জীবনের অংশ হয়ে উঠছে।
২ দিন আগেগুগল ক্রোম ব্রাউজার আমরা প্রতিদিন ব্যবহার করলেও এর অ্যাড্রেসবার কিংবা ওমনিবক্সে থাকা অনেক দরকারি ফিচার জানার বাইরে থাকে। শুধু সার্চিং নয়, এই অ্যাড্রেসবার থেকে অনেক কাজ দ্রুততম সময়ে করা সম্ভব। এটি অফিস কিংবা অনলাইন মিটিংয়ে সময় বাঁচাতে সাহায্য করে।
২ দিন আগে