ভিউ ও অর্থের জন্য অনেক পন্থাই অবলম্বন করে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা। এবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঘূর্ণিঝড় মিলটনের তাণ্ডবের মধ্যেই লাইভস্ট্রিম করলেন যুক্তরাষ্ট্রের নাগরিক মাইক স্মলস জুনিয়র।
মিলটন হ্যারিকেনের সময় ফ্লোরিডার লাখ লাখ মানুষ নিরাপদে সরে গেলেও প্রবল ঝড়ের মধ্যে বাইরে গিয়ে লাইভস্ট্রিমিং শুরু করেন মাইক। তার সঙ্গে ছিল একটি ম্যাট্রেস, ছাতা ও রামেন নুডলস। তাঁর অনলাইন দর্শকদের উদ্দেশ্যে বলেন, যদি লাইভ স্ট্রিমে ১০ হাজার ভিউ হয়, তবে ম্যাট্রেস নিয়ে পানির মধ্যে লাফিয়ে পড়বেন তিনি।
লাইভ স্ট্রিমে নির্ধারিত ভিউ পাওয়ার পর সংখ্যা পৌঁছানোর পর ঝুঁকি নিয়ে পানিতে ঝাঁপ দেন মাইক। তবে কিছু সময় পরই তিনি চিন্তিত হয়ে পড়ে। সেসময়ের অভিজ্ঞতা জানাতে মাইক বলে ‘বাতাস আরও শক্তিশালী হতে শুরু করল, আর আমি সাঁতার জানি না। তাই গাছটা আঁকড়ে ধরে থাকতে হলো।’
সেসময় বাসিন্দাদের নিরাপত্তার জন্য তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ।
ফ্লোরিডার টাম্পা বে থেকে মাইকের এক ঘণ্টার এই লাইভস্ট্রিমিং ভিডিওটি ‘কিক’ প্ল্যাটফর্মে ৬০ হাজার ভিউ ছাড়িয়ে গেছে। পরবর্তীতে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট হওয়ার পর এটি লাখ লাখ মানুষের কাছে পৌঁছেছে। এক্সেও (সাবেক টুইটার) ভিডিওটি শেয়ার করা হয়।
লাইভস্ট্রিমিং এখন কনটেন্ট নির্মাতাদের জন্য দ্রুত টাকা উপার্জনের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে।
তবে এসব স্ট্রিমিংয়ে ইনফ্লুয়েন্সাররা প্রায়ই বিপজ্জনক স্টান্টও করে থাকেন। যেখানে কনটেন্ট নির্মাতারা প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে আলাদাভাবে তুলে ধরতে চেষ্টা করছেন।
অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় মাইকের আচরণে সমালোচনা করেছেন। তারা বলেন, মাইক কেবল ভিডিওর জন্য নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন।
তবে তিনি নিরাপদে বাসায় ফিরেছেন। বিবিসিতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে তিনি আবারও এই বিপজ্জনক স্টান্ট করবেন।
মাইকের কাজটি ‘বিতর্কিত’ ছিল বলে তা তিনি মেনে নিয়ে নিয়েছেন। তবে তিনি আরও বলেছেন, কনটেন্ট নির্মাতার দৃষ্টিকোণ থেকে মানুষ কিছুটা বিপজ্জনক বিষয় দেখতে পছন্দ করে।’
এক বিবৃতিতে টাম্পার পুলিশ বিভাগ বলেছে, ‘বাধ্যতামূলক সরানোর নির্দেশ অগ্রাহ্য করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা হয়। যখন কেউ এই সতর্কতা উপেক্ষা করে তখন তারা শুধু নিজেদের নিরাপত্তাকেই বিপন্ন করে না বরং প্রাথমিক উদ্ধারকর্মীদের জন্য আরও চ্যালেঞ্জ তৈরি করে। উদ্ধারকর্মীরা অক্লান্তভাবে অন্যদের জীবন রক্ষায় কাজ করে যাচ্ছেন।’
ঘূর্ণিঝড় মিলটনের কারণে লাখ লাখ মানুষকে নিরাপদ জায়গায় চলে যেতে বাধ্য করা হয়েছিল। বুধবার ফ্লোরিডার গালফ উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। মিলটনের আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এই ঝড়ে অন্তত ৩২ লাখ গ্রাহক এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।
মাইক এমন অনেক কনটেন্ট নির্মাতাদের একজন যারা কিক ও টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভস্ট্রিমিং করে এবং ঝড়ের মধ্যে ঝুঁকিপূর্ণ স্টান্ট করে টাকা আয় করে।
মাইক বলেন, লাইভস্ট্রিমিং কনটেন্টই তার পূর্ণকালীন চাকরি। তার প্রোফাইলে পূর্ববর্তী স্টান্টগুলোর মধ্যে রয়েছে—বেডরুমে আতশবাজি পোড়ানো এবং ফাস্ট-ফুড রেস্তোরাঁর কর্মীদের উত্তেজিত করা। কয়েক সপ্তাহ আগে মাইক ‘হেলেন’ ঘূর্ণিঝড়ের সময় বাইরে বের হয়ে একটি তাঁবু হাতে নিয়ে লাইভস্ট্রিমিং করেছিলেন। হেলেনও ফ্লোরিডাতেও আছড়ে পড়েছিল। সেসময় মাইক পাঁচ ঘণ্টারও বেশি সময় লাইভস্ট্রিম করেছেন।
মাইক বলেন, আমার কাজ শুধু বিনোদন দেওয়া এবং অডিয়েন্সকে বিনোদিত করার জন্য সৃজনশীল কিছু ভাবা।
কিক এর মতো প্ল্যাটফর্মগুলো ভিউয়ের সংখ্যা অনুযায়ী স্ট্রিমারদের অর্থ দেয় এবং যারা তাদের কাজ পছন্দ করে তারা অনুদান দেয়।
মাইক স্মলস জুনিয়র এই লাইভস্ট্রিম থেকে কত টাকা আয় করেছেন তা স্পষ্ট করেননি। স্ট্রিমারদের আয় একেকজনের ক্ষেত্রে একেকরকম হতে পারে। কিছু স্ট্রিমার প্রতি ঘণ্টায় ৩০০ থেকে ৪০০ ডলার আয় করেন। মাইক বলেন, কিছু বিল পরিশোধ করার জন্য পর্যাপ্ত টাকা তিনি সর্বশেষ স্ট্রিম থেকে আয় করেছেন।
মাইক স্মলস জুনিয়র ও প্ল্যাটফর্মের দায়িত্ব সম্পর্কে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিক বলেছে, ‘আমরা একটি কনটেন্ট নির্মাতা কেন্দ্রিক প্ল্যাটফর্ম এবং নির্মাতারা যেটা স্ট্রিম করতে চান সেটাতে কোনো প্রভাব বিস্তার করি না। তবে যদি সেই কনটেন্ট আমাদের শর্তাবলি লঙ্ঘন করে বা কোনোভাবে অবৈধ হয় তাহলে আমরা অ্যাকাউন্টটিতে নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ দিতে পারি।’
তবে মাইকের এই আচরণ প্ল্যাটফর্মটির নির্দিষ্ট কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছে কিনা সে বিষয়ে কিকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
টিকটক বিবিসিকে জানিয়েছে, তাদের মোনিটাইজেশন গাইডলাইনস স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে, কিছু কনটেন্ট লাইভ ফিচারের মাধ্যমে টাকা আয়ের যোগ্য নয়। এসব কনটেন্টের মধ্যে রয়েছে—কৌশলে অন্যদের প্রলোভন দেখানো, বিতর্কিত বিষয়গুলোকে ব্যবহার করে ভিউ বাড়ানোর চেষ্টা, বা মানুষের দুর্ভোগের সুযোগ নেয়া।’
মাইকের প্রোফাইল ও তার ঘূর্ণিঝড়ের লাইভ স্ট্রিমটি এখনো কিকে রয়েছে। এই ধরনের স্টান্টের পুনরাবৃত্তি করলে তাকে বাঁচাতে কারও এগিয়ে আসতে হবে না বলেছেন তিনি।
তথ্যসূত্র: বিবিসি
ভিউ ও অর্থের জন্য অনেক পন্থাই অবলম্বন করে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা। এবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঘূর্ণিঝড় মিলটনের তাণ্ডবের মধ্যেই লাইভস্ট্রিম করলেন যুক্তরাষ্ট্রের নাগরিক মাইক স্মলস জুনিয়র।
মিলটন হ্যারিকেনের সময় ফ্লোরিডার লাখ লাখ মানুষ নিরাপদে সরে গেলেও প্রবল ঝড়ের মধ্যে বাইরে গিয়ে লাইভস্ট্রিমিং শুরু করেন মাইক। তার সঙ্গে ছিল একটি ম্যাট্রেস, ছাতা ও রামেন নুডলস। তাঁর অনলাইন দর্শকদের উদ্দেশ্যে বলেন, যদি লাইভ স্ট্রিমে ১০ হাজার ভিউ হয়, তবে ম্যাট্রেস নিয়ে পানির মধ্যে লাফিয়ে পড়বেন তিনি।
লাইভ স্ট্রিমে নির্ধারিত ভিউ পাওয়ার পর সংখ্যা পৌঁছানোর পর ঝুঁকি নিয়ে পানিতে ঝাঁপ দেন মাইক। তবে কিছু সময় পরই তিনি চিন্তিত হয়ে পড়ে। সেসময়ের অভিজ্ঞতা জানাতে মাইক বলে ‘বাতাস আরও শক্তিশালী হতে শুরু করল, আর আমি সাঁতার জানি না। তাই গাছটা আঁকড়ে ধরে থাকতে হলো।’
সেসময় বাসিন্দাদের নিরাপত্তার জন্য তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ।
ফ্লোরিডার টাম্পা বে থেকে মাইকের এক ঘণ্টার এই লাইভস্ট্রিমিং ভিডিওটি ‘কিক’ প্ল্যাটফর্মে ৬০ হাজার ভিউ ছাড়িয়ে গেছে। পরবর্তীতে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট হওয়ার পর এটি লাখ লাখ মানুষের কাছে পৌঁছেছে। এক্সেও (সাবেক টুইটার) ভিডিওটি শেয়ার করা হয়।
লাইভস্ট্রিমিং এখন কনটেন্ট নির্মাতাদের জন্য দ্রুত টাকা উপার্জনের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে।
তবে এসব স্ট্রিমিংয়ে ইনফ্লুয়েন্সাররা প্রায়ই বিপজ্জনক স্টান্টও করে থাকেন। যেখানে কনটেন্ট নির্মাতারা প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে আলাদাভাবে তুলে ধরতে চেষ্টা করছেন।
অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় মাইকের আচরণে সমালোচনা করেছেন। তারা বলেন, মাইক কেবল ভিডিওর জন্য নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন।
তবে তিনি নিরাপদে বাসায় ফিরেছেন। বিবিসিতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে তিনি আবারও এই বিপজ্জনক স্টান্ট করবেন।
মাইকের কাজটি ‘বিতর্কিত’ ছিল বলে তা তিনি মেনে নিয়ে নিয়েছেন। তবে তিনি আরও বলেছেন, কনটেন্ট নির্মাতার দৃষ্টিকোণ থেকে মানুষ কিছুটা বিপজ্জনক বিষয় দেখতে পছন্দ করে।’
এক বিবৃতিতে টাম্পার পুলিশ বিভাগ বলেছে, ‘বাধ্যতামূলক সরানোর নির্দেশ অগ্রাহ্য করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা হয়। যখন কেউ এই সতর্কতা উপেক্ষা করে তখন তারা শুধু নিজেদের নিরাপত্তাকেই বিপন্ন করে না বরং প্রাথমিক উদ্ধারকর্মীদের জন্য আরও চ্যালেঞ্জ তৈরি করে। উদ্ধারকর্মীরা অক্লান্তভাবে অন্যদের জীবন রক্ষায় কাজ করে যাচ্ছেন।’
ঘূর্ণিঝড় মিলটনের কারণে লাখ লাখ মানুষকে নিরাপদ জায়গায় চলে যেতে বাধ্য করা হয়েছিল। বুধবার ফ্লোরিডার গালফ উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। মিলটনের আঘাতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এই ঝড়ে অন্তত ৩২ লাখ গ্রাহক এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।
মাইক এমন অনেক কনটেন্ট নির্মাতাদের একজন যারা কিক ও টিকটকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভস্ট্রিমিং করে এবং ঝড়ের মধ্যে ঝুঁকিপূর্ণ স্টান্ট করে টাকা আয় করে।
মাইক বলেন, লাইভস্ট্রিমিং কনটেন্টই তার পূর্ণকালীন চাকরি। তার প্রোফাইলে পূর্ববর্তী স্টান্টগুলোর মধ্যে রয়েছে—বেডরুমে আতশবাজি পোড়ানো এবং ফাস্ট-ফুড রেস্তোরাঁর কর্মীদের উত্তেজিত করা। কয়েক সপ্তাহ আগে মাইক ‘হেলেন’ ঘূর্ণিঝড়ের সময় বাইরে বের হয়ে একটি তাঁবু হাতে নিয়ে লাইভস্ট্রিমিং করেছিলেন। হেলেনও ফ্লোরিডাতেও আছড়ে পড়েছিল। সেসময় মাইক পাঁচ ঘণ্টারও বেশি সময় লাইভস্ট্রিম করেছেন।
মাইক বলেন, আমার কাজ শুধু বিনোদন দেওয়া এবং অডিয়েন্সকে বিনোদিত করার জন্য সৃজনশীল কিছু ভাবা।
কিক এর মতো প্ল্যাটফর্মগুলো ভিউয়ের সংখ্যা অনুযায়ী স্ট্রিমারদের অর্থ দেয় এবং যারা তাদের কাজ পছন্দ করে তারা অনুদান দেয়।
মাইক স্মলস জুনিয়র এই লাইভস্ট্রিম থেকে কত টাকা আয় করেছেন তা স্পষ্ট করেননি। স্ট্রিমারদের আয় একেকজনের ক্ষেত্রে একেকরকম হতে পারে। কিছু স্ট্রিমার প্রতি ঘণ্টায় ৩০০ থেকে ৪০০ ডলার আয় করেন। মাইক বলেন, কিছু বিল পরিশোধ করার জন্য পর্যাপ্ত টাকা তিনি সর্বশেষ স্ট্রিম থেকে আয় করেছেন।
মাইক স্মলস জুনিয়র ও প্ল্যাটফর্মের দায়িত্ব সম্পর্কে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিক বলেছে, ‘আমরা একটি কনটেন্ট নির্মাতা কেন্দ্রিক প্ল্যাটফর্ম এবং নির্মাতারা যেটা স্ট্রিম করতে চান সেটাতে কোনো প্রভাব বিস্তার করি না। তবে যদি সেই কনটেন্ট আমাদের শর্তাবলি লঙ্ঘন করে বা কোনোভাবে অবৈধ হয় তাহলে আমরা অ্যাকাউন্টটিতে নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ দিতে পারি।’
তবে মাইকের এই আচরণ প্ল্যাটফর্মটির নির্দিষ্ট কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছে কিনা সে বিষয়ে কিকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
টিকটক বিবিসিকে জানিয়েছে, তাদের মোনিটাইজেশন গাইডলাইনস স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে, কিছু কনটেন্ট লাইভ ফিচারের মাধ্যমে টাকা আয়ের যোগ্য নয়। এসব কনটেন্টের মধ্যে রয়েছে—কৌশলে অন্যদের প্রলোভন দেখানো, বিতর্কিত বিষয়গুলোকে ব্যবহার করে ভিউ বাড়ানোর চেষ্টা, বা মানুষের দুর্ভোগের সুযোগ নেয়া।’
মাইকের প্রোফাইল ও তার ঘূর্ণিঝড়ের লাইভ স্ট্রিমটি এখনো কিকে রয়েছে। এই ধরনের স্টান্টের পুনরাবৃত্তি করলে তাকে বাঁচাতে কারও এগিয়ে আসতে হবে না বলেছেন তিনি।
তথ্যসূত্র: বিবিসি
দৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
২ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৩ ঘণ্টা আগেতথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
৫ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
৭ ঘণ্টা আগে