
এক্সবক্স মোবাইল অ্যাপটি আপডেট করার পরিকল্পনা করছে মাইক্রোসফট। এর ফলে আগামী নভেম্বর থেকে সরাসরি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে এক্সবক্স গেম কিনতে এবং খেলার সুযোগ পাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা। এই সপ্তাহের শুরুর দিকে গুগলকে প্লে স্টোরের ‘গুগল প্লে বিলিং’ ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নিতে নির্দেশ দেয় মার্কিন আদালত। আর এই সুযোগ নিতে চাচ্ছে মাইক্রোসফট।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে এক্সবক্স প্রেসিডেন্ট সারাহ বন্ড বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে থার্ড পার্টি অ্যাপের জন্য গুগলের মোবাইল স্টোর খুলে দেওয়ার আদালতের রায় ব্যবহারকারীদের আরও বেশি পছন্দের অপশন দেবে। আরও বেশি গেমারদের আরও বেশি ডিভাইসে খেলার সুযোগ দেওয়াই আমাদের লক্ষ্য। আগামী নভেম্বর থেকে ব্যবহারকারীরা এক্সবক্স অ্যাপের মাধ্যমে সরাসরি গেম কিনতে এবং খেলতে পারবে বলে আমরা আনন্দিত।’
গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরকে একটি অবৈধ একচেটিয়া বাজার হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। এজন্য গুগলকে তিন বছরের জন্য প্লে স্টোরে প্রতিযোগিতার সমান সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ডেভেলপারদেরকে তাদের নিজস্ব গুগল প্লে বিলিং ব্যবহার করতে বাধ্য করতে পারবে না গুগল। এছাড়া প্লে স্টোরে প্রতিদ্বন্দ্বী তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরও রাখতে দিতে হবে।
এখন অ্যান্ড্রয়েড ডিভাইসে এক্সবক্স অ্যাপের মাধ্যমে সরাসরি গেম বিক্রির সুযোগ পাবে মাইক্রোসফট। গেম কেনার পর এক্সবক্সের ক্লাউড ফিচারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে গেম খেলা শুরু করতে পারবেন ব্যবহারকারীরা।
তবে মাইক্রোসফট কেন ইতোমধ্যে তার অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপে এক্সবক্স গেম বিক্রি করতে পারছে না তা স্পষ্ট নয়। স্টিম বা প্লেস্টেশন স্টোর থেকে মোবাইল ডিভাইসে গেম কেনা যেত। তবে মাইক্রোসফট দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। তবে এর কারণ ব্যাখ্যা করেনি কোম্পানিটি।
এছাড়া ব্রাউজারভিত্তিক এক্সবক্স মোবাইল স্টোরও তৈরি করছে কোম্পানিটি। এতে মাইক্রোসফটের স্টুডিও থেকে তৈরি করা প্রথম পক্ষের গেমগুলো প্রাধান্য পাবে। অর্থাৎ মাইক্রোসফটের নিজস্ব গেমগুলো এখানে বেশি পাওয়া যাবে।
এই স্টোরটি প্রাথমিকভাবে ‘গেম ডিল’ এবং ‘ইন-গেম আইটেম’ বিক্রির ওপর গুরুত্ব দেবে। উদাহরণস্বরূপ, গেম কেনার আগে কোনও স্পেশাল অফার বা ডিসকাউন্ট দেওয়া হবেবা গেমের মধ্যে অতিরিক্ত আইটেম কেনার সুযোগ থাকবে (যেমন, ইন-গেম কসমেটিক্স, গেম প্যাকেজ, ইত্যাদি)।
স্টোরটি জুলাই মাসে চালু করার পরিকল্পনা ছিল মাইক্রোসফটের। তবে এখন পর্যন্ত এটি সম্পূর্ণ চালু হয়নি। গত আগস্টে মাইক্রোসফট জানায়, স্টোরটির পরীক্ষামূলক (বেটা) সংস্করণ চালু করেছে কোম্পানিটি এবং কাজ ভালোভাবে এগিয়ে চলছে। ভবিষ্যতে আরও বিস্তারিত তথ্য শেয়ার করা হবে।
স্টোরটি মূলত ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যাবে। তাই মোবাইল অ্যাপের বাইরেও স্টোরটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে অ্যাক্সেস করা যাবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ

এক্সবক্স মোবাইল অ্যাপটি আপডেট করার পরিকল্পনা করছে মাইক্রোসফট। এর ফলে আগামী নভেম্বর থেকে সরাসরি অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে এক্সবক্স গেম কিনতে এবং খেলার সুযোগ পাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা। এই সপ্তাহের শুরুর দিকে গুগলকে প্লে স্টোরের ‘গুগল প্লে বিলিং’ ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নিতে নির্দেশ দেয় মার্কিন আদালত। আর এই সুযোগ নিতে চাচ্ছে মাইক্রোসফট।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে এক্সবক্স প্রেসিডেন্ট সারাহ বন্ড বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে থার্ড পার্টি অ্যাপের জন্য গুগলের মোবাইল স্টোর খুলে দেওয়ার আদালতের রায় ব্যবহারকারীদের আরও বেশি পছন্দের অপশন দেবে। আরও বেশি গেমারদের আরও বেশি ডিভাইসে খেলার সুযোগ দেওয়াই আমাদের লক্ষ্য। আগামী নভেম্বর থেকে ব্যবহারকারীরা এক্সবক্স অ্যাপের মাধ্যমে সরাসরি গেম কিনতে এবং খেলতে পারবে বলে আমরা আনন্দিত।’
গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরকে একটি অবৈধ একচেটিয়া বাজার হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। এজন্য গুগলকে তিন বছরের জন্য প্লে স্টোরে প্রতিযোগিতার সমান সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ডেভেলপারদেরকে তাদের নিজস্ব গুগল প্লে বিলিং ব্যবহার করতে বাধ্য করতে পারবে না গুগল। এছাড়া প্লে স্টোরে প্রতিদ্বন্দ্বী তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরও রাখতে দিতে হবে।
এখন অ্যান্ড্রয়েড ডিভাইসে এক্সবক্স অ্যাপের মাধ্যমে সরাসরি গেম বিক্রির সুযোগ পাবে মাইক্রোসফট। গেম কেনার পর এক্সবক্সের ক্লাউড ফিচারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অ্যান্ড্রয়েড ডিভাইসে গেম খেলা শুরু করতে পারবেন ব্যবহারকারীরা।
তবে মাইক্রোসফট কেন ইতোমধ্যে তার অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপে এক্সবক্স গেম বিক্রি করতে পারছে না তা স্পষ্ট নয়। স্টিম বা প্লেস্টেশন স্টোর থেকে মোবাইল ডিভাইসে গেম কেনা যেত। তবে মাইক্রোসফট দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। তবে এর কারণ ব্যাখ্যা করেনি কোম্পানিটি।
এছাড়া ব্রাউজারভিত্তিক এক্সবক্স মোবাইল স্টোরও তৈরি করছে কোম্পানিটি। এতে মাইক্রোসফটের স্টুডিও থেকে তৈরি করা প্রথম পক্ষের গেমগুলো প্রাধান্য পাবে। অর্থাৎ মাইক্রোসফটের নিজস্ব গেমগুলো এখানে বেশি পাওয়া যাবে।
এই স্টোরটি প্রাথমিকভাবে ‘গেম ডিল’ এবং ‘ইন-গেম আইটেম’ বিক্রির ওপর গুরুত্ব দেবে। উদাহরণস্বরূপ, গেম কেনার আগে কোনও স্পেশাল অফার বা ডিসকাউন্ট দেওয়া হবেবা গেমের মধ্যে অতিরিক্ত আইটেম কেনার সুযোগ থাকবে (যেমন, ইন-গেম কসমেটিক্স, গেম প্যাকেজ, ইত্যাদি)।
স্টোরটি জুলাই মাসে চালু করার পরিকল্পনা ছিল মাইক্রোসফটের। তবে এখন পর্যন্ত এটি সম্পূর্ণ চালু হয়নি। গত আগস্টে মাইক্রোসফট জানায়, স্টোরটির পরীক্ষামূলক (বেটা) সংস্করণ চালু করেছে কোম্পানিটি এবং কাজ ভালোভাবে এগিয়ে চলছে। ভবিষ্যতে আরও বিস্তারিত তথ্য শেয়ার করা হবে।
স্টোরটি মূলত ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যাবে। তাই মোবাইল অ্যাপের বাইরেও স্টোরটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে অ্যাক্সেস করা যাবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়া সরকারের নেওয়া কঠোর পদক্ষেপের প্রভাব পড়তে শুরু করেছে। দেশটিতে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার নতুন আইন কার্যকরের প্রথম কয়েক দিনেই মেটা প্রায় ৫ লাখ ৫০ হাজার অ্যাকাউন্ট ব্লক বা বন্ধ করে দিয়েছে।
৭ ঘণ্টা আগে
ভারত সরকার স্মার্টফোন প্রস্তুতকারকদের সোর্স কোড সরকারের সঙ্গে শেয়ার করতে বাধ্য করার প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে একগুচ্ছ সফটওয়্যার পরিবর্তনের কথাও বলা হয়েছে। এই প্রস্তাব ঘিরে অ্যাপল ও স্যামসাংয়ের মতো প্রযুক্তি জায়ান্টরা আপত্তি জানাচ্ছে।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফ্রিল্যান্সারদের নিবন্ধন ও আইডি কার্ড (পরিচয়পত্র) দেবে সরকার। এ জন্য জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম freelancers. gov.bd-এর VAPT (Vulnerability Assessment & Penetration Testing) সম্পন্ন...
১২ ঘণ্টা আগে
দেশে ডোমেইন ব্যবহারে উৎসাহ দিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) .bd ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে। আজ রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে