Ajker Patrika

চাকরির পেছনে না ছুটে অনলাইনে ক্যারিয়ার গড়েছেন বাতিস্তা

মুহাম্মদ শফিকুর রহমান 
মাসুক সরকার বাতিস্তা।
মাসুক সরকার বাতিস্তা।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ। এবার চাকরির পেছনে ছোটার কথা। কিন্তু সে পথে না গিয়ে অনলাইনে নিজের ক্যারিয়ার গড়েছেন মাসুক সরকার বাতিস্তা। বর্তমানে তিনি ডিজিটাল মার্কেটিংয়ে সফল এক উদ্যোক্তা এবং জনপ্রিয় অনলাইন ইনফ্লুয়েন্সার। তাঁর মাসিক গড় আয় প্রায় চার লাখ টাকা।

প্রোগ্রামিং থেকে মার্কেটিং জগতে

আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে প্রযুক্তির বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করেন বাতিস্তা। শুরুটা অ্যাপ ডেভেলপমেন্ট দিয়ে হলেও সময়ের ব্যবধানে তিনি বুঝতে পারেন, মার্কেটিং ছাড়া কোনো প্রোডাক্টের সাফল্য আসে না। সেখান থেকেই তাঁর ডিজিটাল মার্কেটিং শেখার প্রতি আগ্রহ জন্মে।

দেশি-বিদেশি বাজারে সেবা

২০১৮ সালে বাতিস্তা প্রতিষ্ঠা করেন তাঁর ই-লার্নিং প্ল্যাটফর্ম। সেখান থেকে শুধু দেশেরই নয়; কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্লায়েন্টদেরও ডিজিটাল মার্কেটিং সেবা দেওয়া শুরু করেন তিনি। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৭ জন কর্মী কাজ করছেন। এই প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং, ফাইভার, প্রিন্ট অন ডেমান্ড ও আমাজন কিন্ডেলবিষয়ক কোর্স করানো হয়। কোর্সের খরচ ৩ হাজার থেকে ৭ হাজার টাকা।

আয় আসে বহু উৎস থেকে

বাতিস্তার মাসিক আয় আসে ইউটিউব, ফেসবুক, অনলাইন কোর্স, ক্লায়েন্ট সার্ভিসিংসহ ৪ থেকে ৫টি উৎস থেকে। তিনি বলেন, ‘শুধু ইউটিউব ও ফেসবুক থেকেই আয় দুই লাখ টাকার বেশি।’ ২০১৫ সালে একটি উইন্ডোজ অ্যাপ বিক্রি করে তিনি প্রথম আয় করেন ৭০ হাজার টাকা।

মাসুক সরকার বাতিস্তা।
মাসুক সরকার বাতিস্তা।

ইনফ্লুয়েন্সার হিসেবেও জনপ্রিয়

বাতিস্তা শুধু নিজেই আয় করছেন না, অন্যদের আয়ের পথও তৈরি করে দিচ্ছেন। তাঁর ফেসবুক পেজে এখন ফলোয়ার ২ লাখ ৩০ হাজার এবং ইউটিউবে সাবস্ক্রাইবার ১ লাখ ৫০ হাজার। তাঁর ভিডিও দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছেন। তাঁদের কেউ আমাজনে বই প্রকাশ করে আয় করছেন, আবার কেউ এআই দিয়ে ডিজাইন করে কাজের সময় কমিয়ে এনেছেন।

প্রতারিত হলেও হার মানেননি

অনলাইনে তিনি একবার প্রতারিত হয়ে এক হাজার ডলার হারিয়েছেন। তিনি বলেন, ‘পরিচিত কেউ না হলে ডলার কেনা অনেকটাই ঝুঁকিপূর্ণ।’ কোর্সের ক্ষেত্রে মানুষ যাতে প্রতারিত না হয়, সে বিষয়ে বাতিস্তার পরামর্শ হলো, যিনি কোর্স করাবেন, তিনি বিষয়টি আসলেই জানেন কি না, সেটি যাচাই করে কোর্স করতে হবে।

এআই ব্যবহারে দক্ষ হয়ে কাজের গতি বাড়ানো

বাংলাদেশের বেকার সমস্যা দূর করার লক্ষ্য নিয়ে বাতিস্তা চালু করেছেন এমএসবি একাডেমি স্কিলস নামে ফ্রি স্কিল প্ল্যাটফর্ম। ভবিষ্যতে আরও গুণগত মানসম্পন্ন ফ্রি কোর্স তৈরি করবেন বলে জানান তিনি। করোনাকালে তাঁর প্রতিষ্ঠান প্রায় ৭ হাজার শিক্ষার্থীকে ফ্রি কোর্স করার সুযোগ দিয়েছিল। এই উদ্যোগের মাধ্যমে কাজ করে মাসুক সরকার বাতিস্তা প্রমাণ করে দিয়েছেন, উদ্যোক্তা মানে শুধুই ব্যবসা নয়, সমাজের জন্যও কিছু দায়িত্ব নেওয়া।

ডিজিটাল মার্কেটিং শেখার ৫টি পরামর্শ

» প্রতিদিন নতুন কিছু শেখা

» প্রতিযোগীদের শক্তি বিশ্লেষণ করা

» ট্রেন্ড বুঝে ক্যাম্পেইন ডিজাইন করা

» স্টোরি টেলিংয়ে দক্ষতা অর্জন

» এআইয়ে দক্ষ হয়ে কাজের গতি বাড়ানো

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত