
নামটা জিরোনা হলেও এরিক গার্সিয়া-ডেলি ব্লাইন্ডদের নিয়ে গড়া দলটি মোটেও ‘জিরো’ না। এ মৌসুমে লা লিগায় কী অসাধারণই না খেলল কাতালোনিয়ান ক্লাবটি। শুরু থেকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে পাল্লা দিয়ে লিগ শিরোপার জন্য দৌড়েছে। অবশ্য হাতে কলমে সেই দৌড়ে এখনো টিকে আছে জিরোনার। কিন্তু রিয়াল যে শিরোপা পুনরুদ্ধারের নিশ্বাস দূরত্বে চলে এসেছে!
আজ রাতেই এ মৌসুমের লা লিগা নিষ্পত্তি করে ফেলতে পারে কার্লো আনচেলত্তির দল। ৩৩ রাউন্ডে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল আজ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অবনমন অঞ্চলের দল কাদিজকে হারালেই এক মৌসুম পর শিরোপা ঘরে তুলবে।
তবে সেটি কী এত সহজে হতে দেবে বার্সেলোনা? চিরপ্রতিদ্বন্দ্বীদের শিরোপা উৎসব পিছিয়ে দিতে চাইবে জাভি হার্নান্দেজের দল। জিরোনার মতো হাতে কলমে শিরোপা দৌড়ে টিকে আছে বার্সাও। তার জন্য রিয়ালকে বাকি ৫ রাউন্ডের সবগুলোতে হারতে হবে আর সব ম্যাচে জিততে হবে কাতালান জায়ান্টদের। কিন্তু এমন কিছু খোদ জাভিও নিশ্চয় চিন্তা করছেন না।
শিরোপার স্বপ্ন না দেখলেও অবশ্য রিয়ালের উৎসব পিছিয়ে দিতে চাইবে বার্সা। আজ রাতে রিয়াল ম্যাচের ঘণ্টা দুয়েক পর জিরোনার মুখোমুখি হবে তারা। বার্সা যদি এই ম্যাচ জিতে তবে শিরোপা উৎসব পেছাবে রিয়ালের। লস ব্লাঙ্কোসরা যদি জেতে আর বার্সা হারে তবে চূড়ান্ত হয়ে যাবে এবারের লা লিগার ভাগ্য। ৪ রাউন্ড হাতে রেখে ৮৭ পয়েন্ট নিয়ে শিরোপা জিতবে রিয়াল। বার্সা এর পরের রাউন্ড জিতলেও ছুঁতে পারবে না রিয়ালকে। তখন তাদের পয়েন্ট হবে ৮৫। ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে জিরোনার মাঠে নামবে বার্সা। আর সমান ম্যাচে তিনে থাকা জিরোনার পয়েন্ট ৭১। কাতালান ডার্বি যদি ড্রও হয় তবে শিরোপা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের। কাতালোনিয়ার দুই দল কি পারবে রিয়ালের শিরোপা উৎসব পিছিয়ে দিতে?
তবে এই জিরোনার বিপক্ষে পেরে উঠবে তো বার্সা? এ মৌসুমের দুই দলের প্রথম সাক্ষাতে জাবির দল হেরেছিল ৪-২ গোলে, সেটিও নিজেদের মাঠে। সেই প্রতিশোধ নিয়ে বার্সা আরও কিছুদিন পিছিয়ে দিতে পারবে তো রিয়ালের শিরোপা উৎসব? এমন অনেক প্রশ্ন আসছে বটে। তবে রিয়ালের উৎসব কতদিনই বা আর ঠেকিয়ে রাখতে পারবে তারা?

নামটা জিরোনা হলেও এরিক গার্সিয়া-ডেলি ব্লাইন্ডদের নিয়ে গড়া দলটি মোটেও ‘জিরো’ না। এ মৌসুমে লা লিগায় কী অসাধারণই না খেলল কাতালোনিয়ান ক্লাবটি। শুরু থেকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে পাল্লা দিয়ে লিগ শিরোপার জন্য দৌড়েছে। অবশ্য হাতে কলমে সেই দৌড়ে এখনো টিকে আছে জিরোনার। কিন্তু রিয়াল যে শিরোপা পুনরুদ্ধারের নিশ্বাস দূরত্বে চলে এসেছে!
আজ রাতেই এ মৌসুমের লা লিগা নিষ্পত্তি করে ফেলতে পারে কার্লো আনচেলত্তির দল। ৩৩ রাউন্ডে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল আজ নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অবনমন অঞ্চলের দল কাদিজকে হারালেই এক মৌসুম পর শিরোপা ঘরে তুলবে।
তবে সেটি কী এত সহজে হতে দেবে বার্সেলোনা? চিরপ্রতিদ্বন্দ্বীদের শিরোপা উৎসব পিছিয়ে দিতে চাইবে জাভি হার্নান্দেজের দল। জিরোনার মতো হাতে কলমে শিরোপা দৌড়ে টিকে আছে বার্সাও। তার জন্য রিয়ালকে বাকি ৫ রাউন্ডের সবগুলোতে হারতে হবে আর সব ম্যাচে জিততে হবে কাতালান জায়ান্টদের। কিন্তু এমন কিছু খোদ জাভিও নিশ্চয় চিন্তা করছেন না।
শিরোপার স্বপ্ন না দেখলেও অবশ্য রিয়ালের উৎসব পিছিয়ে দিতে চাইবে বার্সা। আজ রাতে রিয়াল ম্যাচের ঘণ্টা দুয়েক পর জিরোনার মুখোমুখি হবে তারা। বার্সা যদি এই ম্যাচ জিতে তবে শিরোপা উৎসব পেছাবে রিয়ালের। লস ব্লাঙ্কোসরা যদি জেতে আর বার্সা হারে তবে চূড়ান্ত হয়ে যাবে এবারের লা লিগার ভাগ্য। ৪ রাউন্ড হাতে রেখে ৮৭ পয়েন্ট নিয়ে শিরোপা জিতবে রিয়াল। বার্সা এর পরের রাউন্ড জিতলেও ছুঁতে পারবে না রিয়ালকে। তখন তাদের পয়েন্ট হবে ৮৫। ৩৩ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে জিরোনার মাঠে নামবে বার্সা। আর সমান ম্যাচে তিনে থাকা জিরোনার পয়েন্ট ৭১। কাতালান ডার্বি যদি ড্রও হয় তবে শিরোপা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের। কাতালোনিয়ার দুই দল কি পারবে রিয়ালের শিরোপা উৎসব পিছিয়ে দিতে?
তবে এই জিরোনার বিপক্ষে পেরে উঠবে তো বার্সা? এ মৌসুমের দুই দলের প্রথম সাক্ষাতে জাবির দল হেরেছিল ৪-২ গোলে, সেটিও নিজেদের মাঠে। সেই প্রতিশোধ নিয়ে বার্সা আরও কিছুদিন পিছিয়ে দিতে পারবে তো রিয়ালের শিরোপা উৎসব? এমন অনেক প্রশ্ন আসছে বটে। তবে রিয়ালের উৎসব কতদিনই বা আর ঠেকিয়ে রাখতে পারবে তারা?

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১৭ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিনদিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধ
৩৮ মিনিট আগে
বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
২ ঘণ্টা আগে