Ajker Patrika

মেসির পরবর্তী গন্তব্য কোথায় 

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০১: ৫০
মেসির পরবর্তী গন্তব্য কোথায় 

ফুটবলের দলবদলে শেষ কথা বলে কিছু নেই। বার্সেলোনায় লিওনেল মেসির শেষটা যেন সেই কথাটাই আরেকবার প্রমাণ করল। আগের মৌসুমে প্রায় যেতে যেতে থেকে যাওয়া মেসি এই মৌসুমে থাকতে থাকতে চলেই গেলেন!

এখন কোটি টাকার প্রশ্ন, এরপর মেসির গন্তব্য কোথায়? আক্ষরিক অর্থেই কোটি টাকার প্রশ্ন। তাঁকে কিনতে তো কোটি কোটি টাকাই লাগবে! তা কোন দল তাঁকে কিনতে যাচ্ছে? প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), ম্যানচেস্টার সিটি নাকি বায়ার্ন মিউনিখে? অবশ্য দলবদলের নাটকীয়তা এর বাইরে অন্য কোনো গন্তব্যেও পৌঁছে দিতে পারে মেসিকে। এখন ফ্রি এজেন্ট হলেও মেসির উচ্চ বেতনও অন্যান্য খরচ বিবেচনা করে খুব কম ক্লাবই আছে যারা তাঁকে কিনতে পারবে।

আগের গ্রীষ্মের দলবদলে মেসি যখন বার্সা ছাড়া সিদ্ধান্ত নেন তখন তাঁর সিটিতে যাওয়া একরকম নিশ্চিত হয়েই ছিল। গুরু পেপ গার্দিওলাও মেসির জন্য দুই হাত বাড়িয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত অবশ্য চুক্তিটা আর হয়নি। কিন্তু এবার? একটু আগ পর্যন্ত মেসিকে নিয়ে সিটির তেমন কোনো পরিকল্পনা থাকার কথা না। তার ওপর এরই মধ্যে ব্রিটিশ রেকর্ড ভেঙে জ্যাক গ্রিলিশকে এস্টন ভিলা থেকে ১০০ মিলিয়ন পাউন্ডে কিনে নিয়েছে তারা। সিটির রাডারে আছে হ্যারি কেনও। তাঁর জন্যও লাগতে পারে ১০০ মিলিয়ন পাউন্ডের মতো। এ অবস্থায় পরিকল্পনার বাইরে গিয়ে মেসিকে কেনাটা বেশ কঠিনই সিটির। 

ফুটবল বিশ্লেষক গিলেম বালাগও বলছেন, অনেক দেরি হয়ে গেছে! সিটি চাইলেও শেষ পর্যন্ত মেসিকে হয়তো কিনতে পারবে না। তবে গার্দিওলা নিশ্চয় চেষ্টা করবেন ক্লাবকে রাজি করাতে৷ তবে শেষ পর্যন্ত কী হয় সেটা জানতে হয়তো আরেকটু অপেক্ষা করতে হবে। 

মেসির পরবর্তী গন্তব্য হিসেবে এরই মধ্যে সামনে এসেছে পিএসজির নামও। ফরাসি ক্লাবটি অনেক দিন ধরেই মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা করে যাচ্ছে। মেসির যতবারই বার্সা ছাড়ার গুঞ্জন উঠেছে সামনে এসেছে পিএসজির নাম। এবার মোক্ষম সুযোগটা পেয়েই গেল পিএসজি। মেসির মতো হাই-প্রোফাইল খেলোয়াড়কে চালানোর মতো যথেষ্ট অর্থও তাদের রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার পিএসজিতে মেসির কাছের বন্ধু নেইমারও আছেন। নেইমারও নিশ্চয় এবার মেসিকে প্যারিসে নেওয়ার সর্বোচ্চ চেষ্টাটাই করবেন। 

ম্যানসিটি ও পিএসজির বাইরে আসছে বায়ার্ন মিউনিখের নামও। তবে বায়ার্ন শেষ পর্যন্ত মেসিকে নেওয়ার আগ্রহ ধরে রাখবে কি না সে সন্দেহ থেকেই যায়। মেসিকে নেওয়ার দৌড়ে নামতে পারে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবও। সব মিলিয়ে মেসিকে কেন্দ্র করে আগামী কদিন দল বদলের বাজারটা নিশ্চিতভাবেই উত্তপ্ত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ