ক্রীড়া ডেস্ক

ইন্টার মায়ামির জার্সিতে দুই ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। আজ ফেরার ম্যাচেও খেলেছেন ৪৪ মিনিট। এই অল্প সময়ে কাঁপিয়ে দিয়েছেন তিনি। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের প্রত্যাবর্তনের দিনে মায়ামি জিতেছে হেসেখেলে।
৩ আগস্ট লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচেই চোটে আক্রান্ত হয়েছিলেন মেসি। চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে বলের নিয়ন্ত্রণ নিয়ে ড্রিবলিং করে নেকাক্সার রক্ষণদুর্গে ঢুকতে গিয়েই ঝামেলায় পড়েছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। দুই ফুটবলার রাউল সানচেজ ও আলেক্সিস পেনার ট্যাকলে বক্সের ভেতর পড়ে যাওয়া মেসি ১১ মিনিটেই মাঠ ছেড়েছিলেন। দুই সপ্তাহ পর চেজ স্টেডিয়ামেই ফিরলেন মেসি। বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারে (এমএলএস) এলএ গ্যালাক্সির বিপক্ষে একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। মায়ামি জিতেছে ৩-১ গোলে।
এলএ গ্যালাক্সির বিপক্ষে আজ ১১ মিনিটে এগিয়ে যেতে পারত ইন্টার মায়ামি। তবে দুর্ভাগ্যক্রমে লুইস সুয়ারেজের বাঁ পায়ে নেওয়া শট এলএ গ্যালাক্সির বাঁ পোস্টে লেগে যায়। ৩০ মিনিটে দলটির মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া করেন ম্যাচের প্রথম গোল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দেখে গোলটা বাতিল হয়ে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে গোলের দেখা পায় মায়ামি। ৪৩ মিনিটে গোল করেন ডিফেন্ডার জর্দি আলবা। তাঁকে অ্যাসিস্ট করেন সার্জিও বুসকেতস।
দ্বিতীয়ার্ধ ইন্টার মায়ামি শুরু করে ১-০ গোলে এগিয়ে থেকে। ৪৬ মিনিটে সেগোভিয়ার বদলি হিসেবে মাঠে নামেন মেসি। এরই মধ্যে ৫৯ মিনিটে সমতাসূচক গোল করেন গ্যালাক্সি স্ট্রাইকার জোসেফ পেইনসিল। ম্যাচ যখন ১-১ সমতায় শেষ হওয়া সময়ের ব্যাপার, তখনই মেসির চমক। ৮৪ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে অ্যাসিস্ট করেন আরেক আর্জেন্টাইন রদ্রিগো দি পল। ৫ মিনিট পর এবার সুয়ারেজের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। তাঁকে অ্যাসিস্ট করেন মেসি।
মেসিকে ছাড়া ইন্টার মায়ামি একটি করে ম্যাচ খেলেছিল লিগস কাপে ও এমএলএসে। যার মধ্যে লিগস কাপে পুমাস উনামের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল মায়ামি। অরলান্ডো সিটির বিপক্ষে এমএলএসে মায়ামি হেরেছিল ৪-১ গোলে। আজ তাঁর প্রত্যাবর্তনের দিনে এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। এমএলএসে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় এখন পাঁচ নম্বরে মায়ামি। ২৪ ম্যাচে ১৩ জয়, ৬ ড্র ও ৫ হারে মায়ামির পয়েন্ট ৪৫। সবার ওপরে থাকা সিনসিনাটির পয়েন্ট ৫২। তারা খেলেছে ২৭ ম্যাচ। এদিকে মায়ামির সমান ৪৫ পয়েন্ট পেলেও কলম্বাস গোল ব্যবধানের কারণে পিছিয়ে এখন ৬ নম্বরে অবস্থান করছে।

ইন্টার মায়ামির জার্সিতে দুই ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। আজ ফেরার ম্যাচেও খেলেছেন ৪৪ মিনিট। এই অল্প সময়ে কাঁপিয়ে দিয়েছেন তিনি। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের প্রত্যাবর্তনের দিনে মায়ামি জিতেছে হেসেখেলে।
৩ আগস্ট লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচেই চোটে আক্রান্ত হয়েছিলেন মেসি। চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে বলের নিয়ন্ত্রণ নিয়ে ড্রিবলিং করে নেকাক্সার রক্ষণদুর্গে ঢুকতে গিয়েই ঝামেলায় পড়েছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। দুই ফুটবলার রাউল সানচেজ ও আলেক্সিস পেনার ট্যাকলে বক্সের ভেতর পড়ে যাওয়া মেসি ১১ মিনিটেই মাঠ ছেড়েছিলেন। দুই সপ্তাহ পর চেজ স্টেডিয়ামেই ফিরলেন মেসি। বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারে (এমএলএস) এলএ গ্যালাক্সির বিপক্ষে একটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। মায়ামি জিতেছে ৩-১ গোলে।
এলএ গ্যালাক্সির বিপক্ষে আজ ১১ মিনিটে এগিয়ে যেতে পারত ইন্টার মায়ামি। তবে দুর্ভাগ্যক্রমে লুইস সুয়ারেজের বাঁ পায়ে নেওয়া শট এলএ গ্যালাক্সির বাঁ পোস্টে লেগে যায়। ৩০ মিনিটে দলটির মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া করেন ম্যাচের প্রথম গোল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দেখে গোলটা বাতিল হয়ে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে গোলের দেখা পায় মায়ামি। ৪৩ মিনিটে গোল করেন ডিফেন্ডার জর্দি আলবা। তাঁকে অ্যাসিস্ট করেন সার্জিও বুসকেতস।
দ্বিতীয়ার্ধ ইন্টার মায়ামি শুরু করে ১-০ গোলে এগিয়ে থেকে। ৪৬ মিনিটে সেগোভিয়ার বদলি হিসেবে মাঠে নামেন মেসি। এরই মধ্যে ৫৯ মিনিটে সমতাসূচক গোল করেন গ্যালাক্সি স্ট্রাইকার জোসেফ পেইনসিল। ম্যাচ যখন ১-১ সমতায় শেষ হওয়া সময়ের ব্যাপার, তখনই মেসির চমক। ৮৪ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে অ্যাসিস্ট করেন আরেক আর্জেন্টাইন রদ্রিগো দি পল। ৫ মিনিট পর এবার সুয়ারেজের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। তাঁকে অ্যাসিস্ট করেন মেসি।
মেসিকে ছাড়া ইন্টার মায়ামি একটি করে ম্যাচ খেলেছিল লিগস কাপে ও এমএলএসে। যার মধ্যে লিগস কাপে পুমাস উনামের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল মায়ামি। অরলান্ডো সিটির বিপক্ষে এমএলএসে মায়ামি হেরেছিল ৪-১ গোলে। আজ তাঁর প্রত্যাবর্তনের দিনে এলএ গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। এমএলএসে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় এখন পাঁচ নম্বরে মায়ামি। ২৪ ম্যাচে ১৩ জয়, ৬ ড্র ও ৫ হারে মায়ামির পয়েন্ট ৪৫। সবার ওপরে থাকা সিনসিনাটির পয়েন্ট ৫২। তারা খেলেছে ২৭ ম্যাচ। এদিকে মায়ামির সমান ৪৫ পয়েন্ট পেলেও কলম্বাস গোল ব্যবধানের কারণে পিছিয়ে এখন ৬ নম্বরে অবস্থান করছে।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৮ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১২ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১২ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১৩ ঘণ্টা আগে