ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি, পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল ও জিওভান্নি লো সেলসোরা চূড়ান্ত দল ঘোষণার আগেই চোটে ছিটকে গেছেন। এবার ম্যাচের আগ মুহূর্তে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় পরশু সকালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা, আজ ছিটকে গেছেন লাউতারো মার্তিনেজ। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ—ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে খেলা হচ্ছে না এই তারকা ফরোয়ার্ডের।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মার্তিনেজ। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের জায়গায় কাকে নেওয়া হবে, এখনো ঘোষণা করেনি তারা। বলার অপেক্ষা রাখে না, মেসি-দিবালার সঙ্গে মার্তিনেজ ছিটকে যাওয়ায় আর্জেন্টিনার আক্রমণভাগ কিছুটা দুর্বলও হয়ে গেছে।
নিকোলাস গঞ্জালেজ, আনহেল কোররেয়া, হুলিয়ান আলভারেজ ও সান্তিয়াগো কাস্ত্রোর ওপর আস্থা রাখতে হচ্ছে কোচ স্কালোনিকে। এমএলএসে আটলান্টার বিপক্ষে ম্যাচের একপর্যায়ে গতিময় শটের চেষ্টায় কুঁচকিতে চোট পান মেসি। তাঁর তিনি খেলা চালিয়ে গেলেও আর ফ্রি কিক নেননি। শুধু মেসি নয়, ছিটকে গেছেন আরেক ফরোয়ার্ড পাওলো দিবালা। মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে বাঁ-প্রান্তে আস্থা হতে পারতেন রোমার এই ফুটবলার। কিন্তু কাইয়ারির বিপক্ষে খেলার সময় পেশিতে চোট পান বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ লম্বা সময়ের জন্যই ছিটকে গেছেন। প্রাথমিক দলেও ছিলেন না তিনি। ছিলেন গঞ্জালো মন্টিয়েল। তিনিও ছিটকে গেছেন মূল দল থেকে। চোটের কারণে নেই মিডফিল্ডার লো সেলসো।
২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে, ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১ নম্বরে আলবিসেলেস্তেরা। সমান ম্যাচ ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা) ওয়াল্তার বেনিতেজ (পিএসভি আইন্দহোভেন), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারেয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), হেরমান পেজ্জেয়া (রিভার প্লেট), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (লঁস), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (রোমা), এনজো ফের্নান্দেস (চেলসি), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), এজেকুয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), আলেক্সিস ম্যাক আলিস্টার (লিভারপুল), মাক্সিমো পেরোন (কোমো), জুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ), বেনঞ্জামিন দমিনগেস (বোলোনিয়া), থিয়াগো আলমাদা (লিঁও), নিকোলাস পাজ (কোমো)
ফরোয়ার্ড: নিকোলাস গনজালেজ (জুভেন্টাস), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), সান্তিয়াগো কাস্ত্রো (বোলোনিয়া)।
লিওনেল মেসি, পাওলো দিবালা, গঞ্জালো মন্তিয়েল ও জিওভান্নি লো সেলসোরা চূড়ান্ত দল ঘোষণার আগেই চোটে ছিটকে গেছেন। এবার ম্যাচের আগ মুহূর্তে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় পরশু সকালে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা, আজ ছিটকে গেছেন লাউতারো মার্তিনেজ। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ—ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে খেলা হচ্ছে না এই তারকা ফরোয়ার্ডের।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মার্তিনেজ। ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের জায়গায় কাকে নেওয়া হবে, এখনো ঘোষণা করেনি তারা। বলার অপেক্ষা রাখে না, মেসি-দিবালার সঙ্গে মার্তিনেজ ছিটকে যাওয়ায় আর্জেন্টিনার আক্রমণভাগ কিছুটা দুর্বলও হয়ে গেছে।
নিকোলাস গঞ্জালেজ, আনহেল কোররেয়া, হুলিয়ান আলভারেজ ও সান্তিয়াগো কাস্ত্রোর ওপর আস্থা রাখতে হচ্ছে কোচ স্কালোনিকে। এমএলএসে আটলান্টার বিপক্ষে ম্যাচের একপর্যায়ে গতিময় শটের চেষ্টায় কুঁচকিতে চোট পান মেসি। তাঁর তিনি খেলা চালিয়ে গেলেও আর ফ্রি কিক নেননি। শুধু মেসি নয়, ছিটকে গেছেন আরেক ফরোয়ার্ড পাওলো দিবালা। মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে বাঁ-প্রান্তে আস্থা হতে পারতেন রোমার এই ফুটবলার। কিন্তু কাইয়ারির বিপক্ষে খেলার সময় পেশিতে চোট পান বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ লম্বা সময়ের জন্যই ছিটকে গেছেন। প্রাথমিক দলেও ছিলেন না তিনি। ছিলেন গঞ্জালো মন্টিয়েল। তিনিও ছিটকে গেছেন মূল দল থেকে। চোটের কারণে নেই মিডফিল্ডার লো সেলসো।
২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে, ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১ নম্বরে আলবিসেলেস্তেরা। সমান ম্যাচ ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা) ওয়াল্তার বেনিতেজ (পিএসভি আইন্দহোভেন), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারেয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), হেরমান পেজ্জেয়া (রিভার প্লেট), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (লঁস), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (রোমা), এনজো ফের্নান্দেস (চেলসি), রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), এজেকুয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), আলেক্সিস ম্যাক আলিস্টার (লিভারপুল), মাক্সিমো পেরোন (কোমো), জুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ), বেনঞ্জামিন দমিনগেস (বোলোনিয়া), থিয়াগো আলমাদা (লিঁও), নিকোলাস পাজ (কোমো)
ফরোয়ার্ড: নিকোলাস গনজালেজ (জুভেন্টাস), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), সান্তিয়াগো কাস্ত্রো (বোলোনিয়া)।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৭ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৮ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৯ ঘণ্টা আগে