‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে হবে এবারের সাফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৯: ৩৯
Thumbnail image
হোম-অ্যাওয়ে ভিত্তিতে এবারের সাফ হবে বলে নেপালের নির্বাহী কমিটির সভায় জানা গেছে। ছবি: বাফুফে

হোম-অ্যাওয়ের ফরম্যাটে ছেলেদের সাফ আয়োজন করতে চায় দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাফ। নেপালের কাঠমান্ডুতে আজ অনুষ্ঠিত হয়েছে তাদের নির্বাহী কমিটির সভা। সেখানে এই বিষয়টি গুরুত্ব পেয়েছে। সভা শেষে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এমনটাই জানিয়েছেন।

এদিকে সূচি অনুযায়ী ১৫ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত মাঠে গড়াবে ছেলেদের সিনিয়র সাফের ১৫তম আসর। যদিও এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি। তবে হোম অ্যাওয়ে ফরম্যাটে আয়োজন করা নিয়ে হেলাল বলেন, ‘আমরা এই মিটিংয়ে সিনিয়র সাফের টুর্নামেন্টের ফরম্যাট নিয়ে আলোচনা করেছি। সবার সম্মতিতে এটা হোম-অ্যাওয়ে ফরম্যাটে হবে। যদি কোনো কারণে সমস্যা হয়, সে ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হতে পারে। আরেকটা টুর্নামেন্ট আমরা চূড়ান্ত করেছি, সেটা হলো এ বছরই আমরা ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করব। সেই সঙ্গে বছরের ক্যালেন্ডারও অনুমোদন হয়েছে।’

২০২৫ সালে সাফেরও ব্যস্ত সূচি। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোর মধ্যে ৮ মে থেকে ১৮ মে হবে সাফ অনূর্ধ্ব-বন্ধ চ্যাম্পিয়নশিপ। এরপর ১১ জুলাই থেকে ২১ জুলাই বাংলাদেশের মাটিতে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ। একই বছরের সেপ্টেম্বরে মেয়েদের অনূর্ধ্ব-১৭ সাফ। আর অক্টোবরে মাঠে গড়াবে ছেলেদের অনূর্ধ্ব-১৭ সাফ। আর সবচেয়ে বড় আকর্ষণ জুন-জুলাইয়ে ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত