ক্রীড়া ডেস্ক
আনপ্রেডিক্টেবল পাকিস্তান ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার কাছে হয়ে উঠেছে গোলকধাঁধা। এশিয়ার দলটির বিপক্ষে প্রোটিয়ারা সিরিজ জিততে পারছে না দীর্ঘদিন ধরে। এবার সেই জটিল ধাঁধা সমাধানের কাছাকাছি রয়েছে প্রোটিয়ারা।
২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল পাকিস্তানের বিপক্ষে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের সবশেষ কোনো দ্বিপক্ষীয় সিরিজ জয়। সেঞ্চুরিয়নে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালে পাঁচ বছরের অপেক্ষা ফুরোবে প্রোটিয়াদের। কারণ, এর আগে ডারবানে এ সপ্তাহের মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি।
দক্ষিণ আফ্রিকা ২০১৯ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তানকে। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত দ্বিপক্ষীয় সিরিজে চারবার মুখোমুখি হয়েছে দল দুটি। চারটিতেই জেতে পাকিস্তান। সবশেষ চার সিরিজের মধ্যে ওয়ানডে ও টেস্ট সিরিজ ছিল ১টি করে। টি-টোয়েন্টি সিরিজ ছিল দুটি। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছে ২০২১ সালে। দক্ষিণ আফ্রিকার মাঠে অনুষ্ঠিত ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান জিতেছিল ৩-১ ব্যবধানে।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল। জোহানেসবার্গে আগামীকাল রাত ১০টায় শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। পাকিস্তানের সিরিজ জয় যে একেবারে অসম্ভব তা নয়। এশিয়ার দলটি প্রথম টি-টোয়েন্টিতে প্রাণপণে লড়েছিল প্রোটিয়াদের বিপক্ষে।অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ১১৯.৩৫ স্ট্রাইকরেটে ব্যাটিং (৬২ বলে ৭৪ রান) না করলে হয়তো জিতত পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হেরে সিরিজ জয়ের উদাহরণ রয়েছে অসংখ্য।
টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। পার্লে ১৭ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৯ ও ২১ ডিসেম্বর কেপটাউন ও জোহানেসবার্গে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। সাদা বলের ক্রিকেটের সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল দুটি।২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের শেষ টেস্ট হবে নতুন বছরে। কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।
আনপ্রেডিক্টেবল পাকিস্তান ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার কাছে হয়ে উঠেছে গোলকধাঁধা। এশিয়ার দলটির বিপক্ষে প্রোটিয়ারা সিরিজ জিততে পারছে না দীর্ঘদিন ধরে। এবার সেই জটিল ধাঁধা সমাধানের কাছাকাছি রয়েছে প্রোটিয়ারা।
২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা নিজেদের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল পাকিস্তানের বিপক্ষে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণ মিলে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের সবশেষ কোনো দ্বিপক্ষীয় সিরিজ জয়। সেঞ্চুরিয়নে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালে পাঁচ বছরের অপেক্ষা ফুরোবে প্রোটিয়াদের। কারণ, এর আগে ডারবানে এ সপ্তাহের মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি।
দক্ষিণ আফ্রিকা ২০১৯ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তানকে। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত দ্বিপক্ষীয় সিরিজে চারবার মুখোমুখি হয়েছে দল দুটি। চারটিতেই জেতে পাকিস্তান। সবশেষ চার সিরিজের মধ্যে ওয়ানডে ও টেস্ট সিরিজ ছিল ১টি করে। টি-টোয়েন্টি সিরিজ ছিল দুটি। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছে ২০২১ সালে। দক্ষিণ আফ্রিকার মাঠে অনুষ্ঠিত ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান জিতেছিল ৩-১ ব্যবধানে।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল। জোহানেসবার্গে আগামীকাল রাত ১০টায় শুরু হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি। পাকিস্তানের সিরিজ জয় যে একেবারে অসম্ভব তা নয়। এশিয়ার দলটি প্রথম টি-টোয়েন্টিতে প্রাণপণে লড়েছিল প্রোটিয়াদের বিপক্ষে।অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ১১৯.৩৫ স্ট্রাইকরেটে ব্যাটিং (৬২ বলে ৭৪ রান) না করলে হয়তো জিতত পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হেরে সিরিজ জয়ের উদাহরণ রয়েছে অসংখ্য।
টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। পার্লে ১৭ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। ১৯ ও ২১ ডিসেম্বর কেপটাউন ও জোহানেসবার্গে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। সাদা বলের ক্রিকেটের সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দল দুটি।২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের শেষ টেস্ট হবে নতুন বছরে। কেপটাউনে ৩ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
৮ ঘণ্টা আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
৮ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
৯ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
১৩ ঘণ্টা আগে