নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফারের প্রতিরোধ ভেঙে দ্বিতীয় সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবে অভিষেক টেস্টে ৯২ বলে ৫০ রানে দারুণ এক ইনিংস খেলেছেন টেক্টর। তাঁকে ড্রেসিংরুমে ফিরিয়ে ব্রেকথ্রু দেন মেহেদী হাসান মিরাজ। এরপর ৩৪ রানে ক্যাম্ফারকে ফেরান তাইজুল।
আয়ারল্যান্ডের হয়ে অভিষেকটা রঙিন হলো না পিটার মুরের। ১ রানেই তাইজুলের তৃতীয় শিকার হন তিনি। দ্বিতীয় সেশন শেষে আইরিশদের সংগ্রহ ৬ উইকেটে ১৪৫ রান। লরকান টাকার ১১ ও অ্যান্ড্রু ম্যাকব্রিন ১০ রানে অপরাজিত আছেন।
প্রথম সেশনে পঞ্চাশের আগেই তুলে নেওয়া গিয়েছিল আয়ারল্যান্ডের তিন উইকেট। কিন্তু এরপর প্রতিরোধ গড়েছিলেন টেক্টর ও ক্যাম্ফার।
এর আগে ইনিংসের পঞ্চম ওভারে এসে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। এই পেসারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান মারে কমিন্স। ১০ বলে ৫ রান করেন তিনি। আরেক উদ্বোধনী ব্যাটার জেমস ম্যাককুলামকেও আউট করেন পেসারই।
ইবাদত হোসেনের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১ চারে ৩৪ বলে ১৫ রান করেন তিনি। আইরিশদের স্কোরকার্ডে পঞ্চাশ পেরোনোর আগে আরও এক উইকেট নেয় বাংলাদেশ। সফরকারীদের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল। ৫০ বল খেলে কোনো বাউন্ডারি ছাড়া ১৬ রান করেন তিনি।
এরপরই কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন টেক্টর ও ক্যাম্ফার। তাদের জুটিতে আসে ৭৪ রান। এর মধ্যে অভিষিক্ত টেক্টর পেয়ে যান হাফ সেঞ্চুরির দেখা। ৬ চার ও ১ ছক্কায় ৯২ বলে ৫০ রান করা টেক্টরকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন মিরাজ।

হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফারের প্রতিরোধ ভেঙে দ্বিতীয় সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবে অভিষেক টেস্টে ৯২ বলে ৫০ রানে দারুণ এক ইনিংস খেলেছেন টেক্টর। তাঁকে ড্রেসিংরুমে ফিরিয়ে ব্রেকথ্রু দেন মেহেদী হাসান মিরাজ। এরপর ৩৪ রানে ক্যাম্ফারকে ফেরান তাইজুল।
আয়ারল্যান্ডের হয়ে অভিষেকটা রঙিন হলো না পিটার মুরের। ১ রানেই তাইজুলের তৃতীয় শিকার হন তিনি। দ্বিতীয় সেশন শেষে আইরিশদের সংগ্রহ ৬ উইকেটে ১৪৫ রান। লরকান টাকার ১১ ও অ্যান্ড্রু ম্যাকব্রিন ১০ রানে অপরাজিত আছেন।
প্রথম সেশনে পঞ্চাশের আগেই তুলে নেওয়া গিয়েছিল আয়ারল্যান্ডের তিন উইকেট। কিন্তু এরপর প্রতিরোধ গড়েছিলেন টেক্টর ও ক্যাম্ফার।
এর আগে ইনিংসের পঞ্চম ওভারে এসে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। এই পেসারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান মারে কমিন্স। ১০ বলে ৫ রান করেন তিনি। আরেক উদ্বোধনী ব্যাটার জেমস ম্যাককুলামকেও আউট করেন পেসারই।
ইবাদত হোসেনের বলে ক্যাচ তুলে দেওয়ার আগে ১ চারে ৩৪ বলে ১৫ রান করেন তিনি। আইরিশদের স্কোরকার্ডে পঞ্চাশ পেরোনোর আগে আরও এক উইকেট নেয় বাংলাদেশ। সফরকারীদের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাইজুল। ৫০ বল খেলে কোনো বাউন্ডারি ছাড়া ১৬ রান করেন তিনি।
এরপরই কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন টেক্টর ও ক্যাম্ফার। তাদের জুটিতে আসে ৭৪ রান। এর মধ্যে অভিষিক্ত টেক্টর পেয়ে যান হাফ সেঞ্চুরির দেখা। ৬ চার ও ১ ছক্কায় ৯২ বলে ৫০ রান করা টেক্টরকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন মিরাজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে