নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একদিনে কত কিছুই দেখে ফেলেছেন স্কুল ক্রিকেটার সিফাত শাহরিয়ার। মূল ভূমিকা তাঁর পেস বোলিং। কিন্তু দলের বিপর্যয়ে ঢাল হয়ে পুরোদস্তুর ব্যাটারের মতো খেলে তুলে নিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি।
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনালে সিফাতের সেঞ্চুরিতে ২৮৬ রানের বড় সংগ্রহ পায় কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ। বিপত্তি বোলিংয়ের সময়, খেলার মাঝপথে হিট স্ট্রোক করলে হাসপাতালে নেওয়া হয় সিফাতকে। হাসপাতালের বেড থেকেই শুনলেন সরকারি কেজি ইউনিয়ন হাই স্কুলকে ১৮৭ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল বাসাবো।
১১৫ বলে ১৪৮ রানের অসাধারণ ইনিংস খেলা সিফাত হয়েছেন ফাইনালে ম্যাচসেরা। তবে সে পুরস্কার নিজের হাতে গ্রহণ করার সুযোগ হয়নি তাঁর। গত পরশু হওয়ার কথা ছিল স্কুল ক্রিকেটের ফাইনাল। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে একদিন পিছিয়ে সেটি হয়েছে আজ।
পিরোজপুরের কেজি ইউনিয়ন হাই স্কুল টস জিতে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকার বাসাবো স্কুল এন্ড কলেজকে। নুর আহমেদ সিয়াম রাতুল-ফয়জুল্লাহদের বোলিং তোপে ৪১ রানে ৬ উইকেট হারায় বাসাবো। বিপর্যয়ে হাল ধরেন আগের সব ম্যাচ মিলিয়ে ৪৪ রান করা ৮ নম্বর ব্যাটার সিফাত। এই ক্রিকেটারই খেলেছেন ম্যাচ পার্থক্য গড়ে দেওয়া ইনিংস! ৯টি চার ও ৬টি ছক্কায় খেলেছেন ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস। বাসাবোর স্কোরবোর্ডে জমা হয় ৮ উইকেটে ২৮৬ রান।
বোলার সিফাতের ব্যাটিং তাণ্ডবে কিছুটা অবাক বাসাবোর কোচ মোস্তাফিজুর রহমান, ‘পুরোপুরি অবাক! ওর বোলিংয়ের ক্যারিশমা অনেক ভালো। সব ধরনের বলও করতে পারে। ব্যাটিংও একদমই পারে না, এমন নয়। যত সময় গেছে, তাকে দেখে মনে হয়েছে অনেক ভালো ব্যাটার। তবে আমার দৃষ্টিতে সে এত বড় ব্যাটার নয় (হাসি)।’
বাসাবো স্কুলের স্পিনার মোহাম্মদ হোসেনের হ্যাটট্রিকে ভালো জবাবও দিতে পারেনি কেজি ইউনিয়ন। গুটিয়ে গেছে তারা ৯৯ রানে। ৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন হোসেন। তীব্র গরমে লম্বা সময়ের ব্যাটিংয়ের পর বোলিংয়ে এসে ৫ বল করেই হিট স্ট্রোকে করেন সিফাত। কোচ অবশ্য জানিয়েছেন, এখন ভালো আছেন সিফাত।
একদিনে কত কিছুই দেখে ফেলেছেন স্কুল ক্রিকেটার সিফাত শাহরিয়ার। মূল ভূমিকা তাঁর পেস বোলিং। কিন্তু দলের বিপর্যয়ে ঢাল হয়ে পুরোদস্তুর ব্যাটারের মতো খেলে তুলে নিয়েছেন অসাধারণ এক সেঞ্চুরি।
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনালে সিফাতের সেঞ্চুরিতে ২৮৬ রানের বড় সংগ্রহ পায় কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ। বিপত্তি বোলিংয়ের সময়, খেলার মাঝপথে হিট স্ট্রোক করলে হাসপাতালে নেওয়া হয় সিফাতকে। হাসপাতালের বেড থেকেই শুনলেন সরকারি কেজি ইউনিয়ন হাই স্কুলকে ১৮৭ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তাঁর দল বাসাবো।
১১৫ বলে ১৪৮ রানের অসাধারণ ইনিংস খেলা সিফাত হয়েছেন ফাইনালে ম্যাচসেরা। তবে সে পুরস্কার নিজের হাতে গ্রহণ করার সুযোগ হয়নি তাঁর। গত পরশু হওয়ার কথা ছিল স্কুল ক্রিকেটের ফাইনাল। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে একদিন পিছিয়ে সেটি হয়েছে আজ।
পিরোজপুরের কেজি ইউনিয়ন হাই স্কুল টস জিতে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ঢাকার বাসাবো স্কুল এন্ড কলেজকে। নুর আহমেদ সিয়াম রাতুল-ফয়জুল্লাহদের বোলিং তোপে ৪১ রানে ৬ উইকেট হারায় বাসাবো। বিপর্যয়ে হাল ধরেন আগের সব ম্যাচ মিলিয়ে ৪৪ রান করা ৮ নম্বর ব্যাটার সিফাত। এই ক্রিকেটারই খেলেছেন ম্যাচ পার্থক্য গড়ে দেওয়া ইনিংস! ৯টি চার ও ৬টি ছক্কায় খেলেছেন ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস। বাসাবোর স্কোরবোর্ডে জমা হয় ৮ উইকেটে ২৮৬ রান।
বোলার সিফাতের ব্যাটিং তাণ্ডবে কিছুটা অবাক বাসাবোর কোচ মোস্তাফিজুর রহমান, ‘পুরোপুরি অবাক! ওর বোলিংয়ের ক্যারিশমা অনেক ভালো। সব ধরনের বলও করতে পারে। ব্যাটিংও একদমই পারে না, এমন নয়। যত সময় গেছে, তাকে দেখে মনে হয়েছে অনেক ভালো ব্যাটার। তবে আমার দৃষ্টিতে সে এত বড় ব্যাটার নয় (হাসি)।’
বাসাবো স্কুলের স্পিনার মোহাম্মদ হোসেনের হ্যাটট্রিকে ভালো জবাবও দিতে পারেনি কেজি ইউনিয়ন। গুটিয়ে গেছে তারা ৯৯ রানে। ৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন হোসেন। তীব্র গরমে লম্বা সময়ের ব্যাটিংয়ের পর বোলিংয়ে এসে ৫ বল করেই হিট স্ট্রোকে করেন সিফাত। কোচ অবশ্য জানিয়েছেন, এখন ভালো আছেন সিফাত।
প্রথমার্ধে ছিল একচেটিয়া আধিপত্য। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দ হারায় বাংলাদেশের মেয়েরা। দুই গোলে এগিয়ে থাকার পরও হিমশিমকে নেপালকে সামলাতে। নেপালও সমতায় ফিরে আসে দারুণভাবে। শেষ মিনিটে তৃষ্ণা রানির গোলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। জয়ে খুশি হলেও ফুটবলারদের পারফরম্যান্স তৃপ্তি দিচ্ছে না বাংলাদেশ
২৯ মিনিট আগেলর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের প্রথম তিন দিনের খেলা এগোচ্ছিল প্রথাগত টেস্ট মেজাজেই। দুই দলই খেলতে থাকে সমান তালে। কিন্তু আজ চতুর্থ দিনে এসে হঠাৎ ঘুরে যায় ম্যাচের গতিপথ। ভারতের আগুনে বোলিংয়ে ২০০ রানও করতে পারল না ইংলিশরা।
১ ঘণ্টা আগে২০১৭ সালে ডাম্বুলাতেই তামিম ইকবালের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়েছিল বাংলাদেশ। তবে সেটি ছিল ওয়ানডেতে। সংস্করণ ভিন্ন হলেও সেই ডাম্বুলাতে আজ শ্রীলঙ্কাকে আবার হারিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের ৮৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ফিরল বাংলাদেশ।
১ ঘণ্টা আগেএক ম্যাচ রান করলে দীর্ঘদিন ঘুমিয়ে থাকে লিটন দাসের ব্যাট। বোঝাই যাচ্ছে, তাঁর পারফরম্যান্সে ধারাবাহিকতার কী পরিমাণ অভাব। এমনকি কোচ ফিল সিমন্সও গতকাল বলেছিলেন, ‘লিটনের আত্মবিশ্বাস কমে গেছে।’ কোচের এমন কথা বলার ঠিক পরদিনই জেগে উঠলেন লিটন।
৩ ঘণ্টা আগে