Ajker Patrika

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও বাজিমাত করল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
৫ উইকেটে জিতেছে কিউইরা। ছবি: এক্স
৫ উইকেটে জিতেছে কিউইরা। ছবি: এক্স

প্রত্যাবর্তনের গল্প লিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজেও দাপট ধরে রেখেছে কিউইরা। দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়েছে তারা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে ম্যাচের আয়ু কমিয়ে ৩৪ ওভারে নামিয়ে আনা হয়। পুনঃনির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ২৪৭ রান। রান তাড়ায় ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে স্বাগতিকদের জয়ের ভীত গড়ে দেন। চ্যালেঞ্জিং লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে ১০৬ রান তোলেন তাঁরা। ৫৬ রান করে ফেরেন রবীন্দ্র। ১ রানের ব্যবধানে উইল ইয়ং ও মার্ক চাপম্যান ফিরলে কিছুটা চাপের মুখে পড়ে নিউজিল্যান্ড।

সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন কনওয়ে। তাঁর ৯০ রানের ইনিংস থামিয়ে দেন শামার স্প্রিঙ্গার। ৮৪ বলে ১৩ চার ও ১ ছক্কায় সাজানো তাঁর ইনিংস। দলীয় ১৯৪ রানে মাইকেল ব্রেসওয়েল ফিরলে পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ ২৯ বলে জয়ের জন্য ব্ল্যাক ক্যাপসদের সামনে ৫৪ রানের সমীকরণ দাঁড়ায়। টম লাথামকে নিয়ে ঝোড়ো ব্যাটিং করে এই সমীকরণ মেলান মিচেল সান্টনার। ১৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক। লাথামের ব্যাট থেকে আসে ৩৯ রান।

এর আগে শাই হোপের মারকুটে ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ জানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অবদান ১০৯ রান। ৬৯ বলে ১৩ চার ও ৪ ছক্কায় সাজানো তাঁর ১৫৭.৯৭ স্ট্রাইকরেটের ইনিংস। দল হারলেও ম্যাচসেরার পুরস্কার জেতেন হোপ। সমান ২২ রান আসে জ্যারেল অগাস্তে, জাস্টিন গ্রিভস ও রোমারিও শেফার্ডের ব্যাট থেকে। ৪২ রানে ৪ উইকেট নেন নাথান স্মিথ। কাইল জেমিসনের শিকার তিনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে শুক্রবার দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ