ক্রীড়া ডেস্ক
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকেই টাকা-পয়সায় ভরে উঠছে ভারতীয় ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্ট। চ্যাম্পিয়নস ট্রফি জিতে আইসিসির কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা পেয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দিচ্ছে ৮০ কোটিরও বেশি টাকা দিচ্ছে।
বিসিসিআই আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলকে ৫৮ কোটি রুপি বোনাসের ঘোষণা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮১ কোটি ৬২ লাখ টাকা। এই টাকা ক্রিকেটার, কোচিং, সাপোর্ট স্টাফ ও নির্বাচক কমিটির সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানিয়েছে বিসিসিআই। পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত।
অধিনায়ক রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ভারত জেতায় অধিনায়ক রোহিতের প্রশংসা করেছে বিসিসিআই। এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই লিখেছে, ‘অধিনায়ক রোহিত শর্মার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে ভারত টুর্নামেন্টে দাপট দেখিয়ে খেলেছে। ফাইনালে ওঠার পথে চার জয় পেয়েছে।
বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে জিতে দলটি অভিযান শুরু করে। এরপর পাকিস্তানের বিপক্ষেও পেয়েছে ৬ উইকেটের সহজ জয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ৪৪ রানের জিতেছে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে আইসিসি থেকে ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ টাকা পেয়েছিল নিউজিল্যান্ড। কিউইরা পেয়েছিল ১৫ কোটি ৮৬ লাখ টাকা। বাংলাদেশ ষষ্ঠ হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করায় ৫ কোটি ৭৪ লাখ টাকা দিয়েছিল ক্রিকেটের অভিভাবক সংস্থা। দুই সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া আইসিসি থেকে পেয়েছিল ৯ কোটি ১০ লাখ ও ৮ কোটি ৬৯ লাখ টাকা।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকেই টাকা-পয়সায় ভরে উঠছে ভারতীয় ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্ট। চ্যাম্পিয়নস ট্রফি জিতে আইসিসির কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা পেয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দিচ্ছে ৮০ কোটিরও বেশি টাকা দিচ্ছে।
বিসিসিআই আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলকে ৫৮ কোটি রুপি বোনাসের ঘোষণা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮১ কোটি ৬২ লাখ টাকা। এই টাকা ক্রিকেটার, কোচিং, সাপোর্ট স্টাফ ও নির্বাচক কমিটির সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানিয়েছে বিসিসিআই। পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত।
অধিনায়ক রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ভারত জেতায় অধিনায়ক রোহিতের প্রশংসা করেছে বিসিসিআই। এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই লিখেছে, ‘অধিনায়ক রোহিত শর্মার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে ভারত টুর্নামেন্টে দাপট দেখিয়ে খেলেছে। ফাইনালে ওঠার পথে চার জয় পেয়েছে।
বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে জিতে দলটি অভিযান শুরু করে। এরপর পাকিস্তানের বিপক্ষেও পেয়েছে ৬ উইকেটের সহজ জয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ৪৪ রানের জিতেছে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে আইসিসি থেকে ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ টাকা পেয়েছিল নিউজিল্যান্ড। কিউইরা পেয়েছিল ১৫ কোটি ৮৬ লাখ টাকা। বাংলাদেশ ষষ্ঠ হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করায় ৫ কোটি ৭৪ লাখ টাকা দিয়েছিল ক্রিকেটের অভিভাবক সংস্থা। দুই সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া আইসিসি থেকে পেয়েছিল ৯ কোটি ১০ লাখ ও ৮ কোটি ৬৯ লাখ টাকা।
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
২ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
৪ ঘণ্টা আগে