ক্রীড়া ডেস্ক

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকেই টাকা-পয়সায় ভরে উঠছে ভারতীয় ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্ট। চ্যাম্পিয়নস ট্রফি জিতে আইসিসির কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা পেয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দিচ্ছে ৮০ কোটিরও বেশি টাকা দিচ্ছে।
বিসিসিআই আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলকে ৫৮ কোটি রুপি বোনাসের ঘোষণা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮১ কোটি ৬২ লাখ টাকা। এই টাকা ক্রিকেটার, কোচিং, সাপোর্ট স্টাফ ও নির্বাচক কমিটির সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানিয়েছে বিসিসিআই। পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত।
অধিনায়ক রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ভারত জেতায় অধিনায়ক রোহিতের প্রশংসা করেছে বিসিসিআই। এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই লিখেছে, ‘অধিনায়ক রোহিত শর্মার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে ভারত টুর্নামেন্টে দাপট দেখিয়ে খেলেছে। ফাইনালে ওঠার পথে চার জয় পেয়েছে।
বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে জিতে দলটি অভিযান শুরু করে। এরপর পাকিস্তানের বিপক্ষেও পেয়েছে ৬ উইকেটের সহজ জয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ৪৪ রানের জিতেছে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে আইসিসি থেকে ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ টাকা পেয়েছিল নিউজিল্যান্ড। কিউইরা পেয়েছিল ১৫ কোটি ৮৬ লাখ টাকা। বাংলাদেশ ষষ্ঠ হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করায় ৫ কোটি ৭৪ লাখ টাকা দিয়েছিল ক্রিকেটের অভিভাবক সংস্থা। দুই সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া আইসিসি থেকে পেয়েছিল ৯ কোটি ১০ লাখ ও ৮ কোটি ৬৯ লাখ টাকা।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর থেকেই টাকা-পয়সায় ভরে উঠছে ভারতীয় ক্রিকেটারদের ব্যাংক অ্যাকাউন্ট। চ্যাম্পিয়নস ট্রফি জিতে আইসিসির কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা পেয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দিচ্ছে ৮০ কোটিরও বেশি টাকা দিচ্ছে।
বিসিসিআই আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলকে ৫৮ কোটি রুপি বোনাসের ঘোষণা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৮১ কোটি ৬২ লাখ টাকা। এই টাকা ক্রিকেটার, কোচিং, সাপোর্ট স্টাফ ও নির্বাচক কমিটির সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে বলে জানিয়েছে বিসিসিআই। পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত।
অধিনায়ক রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ভারত জেতায় অধিনায়ক রোহিতের প্রশংসা করেছে বিসিসিআই। এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই লিখেছে, ‘অধিনায়ক রোহিত শর্মার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে ভারত টুর্নামেন্টে দাপট দেখিয়ে খেলেছে। ফাইনালে ওঠার পথে চার জয় পেয়েছে।
বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে জিতে দলটি অভিযান শুরু করে। এরপর পাকিস্তানের বিপক্ষেও পেয়েছে ৬ উইকেটের সহজ জয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত ৪৪ রানের জিতেছে এবং সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে আইসিসি থেকে ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ টাকা পেয়েছিল নিউজিল্যান্ড। কিউইরা পেয়েছিল ১৫ কোটি ৮৬ লাখ টাকা। বাংলাদেশ ষষ্ঠ হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করায় ৫ কোটি ৭৪ লাখ টাকা দিয়েছিল ক্রিকেটের অভিভাবক সংস্থা। দুই সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া আইসিসি থেকে পেয়েছিল ৯ কোটি ১০ লাখ ও ৮ কোটি ৬৯ লাখ টাকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
২৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
৩ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩ ঘণ্টা আগে