ক্রীড়া ডেস্ক
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ দুপুর পর্যন্ত ঠিক পথেই এগোচ্ছিল জিম্বাবুয়ে। তবে চা বিরতির পর সব আলো নিজের করে নিয়েছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের ভেলকিতে ধসে পড়ে জিম্বাবুয়ে, ২ উইকেটে ১৬১ থেকে তাদের হয়ে যায় ৯ উইকেটে ২১৭। জিম্বাবুইয়ানদের ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন তাইজুল, পেয়েছেন টেস্টে ১৬তম ৫ উইকেট। এতে একটি জায়গায় ছুঁলেন সাকিব আল হাসানের রেকর্ড।
টেস্টে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখনো সাকিব। তাঁর চেয়ে এখন ২২ উইকেট পিছিয়ে আছেন তাইজুল। সাকিবের ২৪৬ উইকেট, তাইজুলের শিকার ২২৪। তবে চট্টগ্রামের এই ভেন্যুতে সাকিবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ চারবার ইনিংসে ৫ উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন তাইজুল।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সেরাদের সেরা হওয়ার লক্ষ্য নিয়ে তাইজুল বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে, আমি সেরাদের সেরা হব। আমি আসলে চাই কতটুকু ভালো করতে পারলাম। তৃপ্তি আসে না, যতক্ষণ না আমি অনেক দূর যেতে পারি। আমি চেষ্টা করব যত দূর যাওয়া (যায়)। আমার সাকিব ভাইকে ছাড়াতে হবে (এমন ভাবছি না) ..., সাকিব ভাই ভালো কিছু করেছেন দেশের জন্য, সামনেও ভালো করবেন ইনশা আল্লাহ। এই দোয়া থাকবে। চাই যে সবাই ভালো করুক। যেন দেশের জন্য আমরা ভালো কিছু করতে পারি।’
দিনের শুরুতে দ্বিতীয় উইকেট জুটিতে সাবলীল ব্যাটে খেলতে থাকা জিম্বাবুয়ের বেন কারেনকে (২১) ফিরিয়ে প্রথম আঘাত হানেন তাইজুল। অফ স্টাম্পের বাইরের বল টার্ন করে ভেতরের দিকে ঢুকলে বোকা বনে যান কারেন। শেষ সেশনে তাইজুল আরও দুর্দান্ত। বিকেলে ১৭ রান তুলতেই তারা যে ৫ উইকেট হারিয়েছে, ৪টিই নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
বিকেলে তামিম ইকবাল তাইজুলকে নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আন্ডাররেটেড খেলোয়াড় সে।’ সংবাদ সম্মেলনে তামিমের ফেসবুক পোস্ট প্রসঙ্গ আসে। নিজেকে ‘আন্ডাররেটেড’ মনে করেন তাইজুলও। বলেন, ‘হ্যাঁ, আমার কাছে ওটাই মনে হয় (আন্ডাররেটেড)।’ এর কারণ কী জানতে চাইলে বলেন, ‘কারণ হয়তো আপনারাও ভালো জানেন আমার চেয়ে।’
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ দুপুর পর্যন্ত ঠিক পথেই এগোচ্ছিল জিম্বাবুয়ে। তবে চা বিরতির পর সব আলো নিজের করে নিয়েছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের ভেলকিতে ধসে পড়ে জিম্বাবুয়ে, ২ উইকেটে ১৬১ থেকে তাদের হয়ে যায় ৯ উইকেটে ২১৭। জিম্বাবুইয়ানদের ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন তাইজুল, পেয়েছেন টেস্টে ১৬তম ৫ উইকেট। এতে একটি জায়গায় ছুঁলেন সাকিব আল হাসানের রেকর্ড।
টেস্টে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখনো সাকিব। তাঁর চেয়ে এখন ২২ উইকেট পিছিয়ে আছেন তাইজুল। সাকিবের ২৪৬ উইকেট, তাইজুলের শিকার ২২৪। তবে চট্টগ্রামের এই ভেন্যুতে সাকিবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ চারবার ইনিংসে ৫ উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন তাইজুল।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সেরাদের সেরা হওয়ার লক্ষ্য নিয়ে তাইজুল বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে, আমি সেরাদের সেরা হব। আমি আসলে চাই কতটুকু ভালো করতে পারলাম। তৃপ্তি আসে না, যতক্ষণ না আমি অনেক দূর যেতে পারি। আমি চেষ্টা করব যত দূর যাওয়া (যায়)। আমার সাকিব ভাইকে ছাড়াতে হবে (এমন ভাবছি না) ..., সাকিব ভাই ভালো কিছু করেছেন দেশের জন্য, সামনেও ভালো করবেন ইনশা আল্লাহ। এই দোয়া থাকবে। চাই যে সবাই ভালো করুক। যেন দেশের জন্য আমরা ভালো কিছু করতে পারি।’
দিনের শুরুতে দ্বিতীয় উইকেট জুটিতে সাবলীল ব্যাটে খেলতে থাকা জিম্বাবুয়ের বেন কারেনকে (২১) ফিরিয়ে প্রথম আঘাত হানেন তাইজুল। অফ স্টাম্পের বাইরের বল টার্ন করে ভেতরের দিকে ঢুকলে বোকা বনে যান কারেন। শেষ সেশনে তাইজুল আরও দুর্দান্ত। বিকেলে ১৭ রান তুলতেই তারা যে ৫ উইকেট হারিয়েছে, ৪টিই নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
বিকেলে তামিম ইকবাল তাইজুলকে নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আন্ডাররেটেড খেলোয়াড় সে।’ সংবাদ সম্মেলনে তামিমের ফেসবুক পোস্ট প্রসঙ্গ আসে। নিজেকে ‘আন্ডাররেটেড’ মনে করেন তাইজুলও। বলেন, ‘হ্যাঁ, আমার কাছে ওটাই মনে হয় (আন্ডাররেটেড)।’ এর কারণ কী জানতে চাইলে বলেন, ‘কারণ হয়তো আপনারাও ভালো জানেন আমার চেয়ে।’
ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বিদ্বেষমূলক অপরাধ ও হুমকি দেওয়ার কারণে ৪ জনকে ১৪ থেকে ২২ মাসের জেল দিয়েছেন মাদ্রিদের আদালত।
১০ ঘণ্টা আগেসমুদ্র ঘেঁষা গলের উইকেটের সঙ্গে স্পিনের বন্ধুত্বটা অনেকদিনের। এমনকি প্রথম দিন থেকেই উইকেটে ধরতে থাকে স্পিন। পিচ ভেঙে ফাটলও তৈরি হয়। তাই কাল থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ গলের উইকেটকে কেন্দ্র করে।
১৪ ঘণ্টা আগেসিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে বাছাইপর্ব রাউন্ড শুরু হয়েছে। পুরুষ রিকার্ভের দলীয় ইভেন্টে ১৪ দলের মধ্যে পঞ্চম হয়েছে বাংলাদেশ। আব্দুর রহমান আলিফ, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহার সম্মিলিত স্কোর ছিল ১৯৬০। ফলে প্রথম রাউন্ডে বাংলাদেশ মুখোমুখি হবে ফিলিপাইনের।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে খেলেই টেস্ট থেকে অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। দীর্ঘ ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করতে ম্যাথুস নিশ্চিতভাবেই চাইবেন। তারকা অলরাউন্ডারের বিদায়টা রাঙাতে চাইবেন তাঁর সতীর্থরাও।
১৫ ঘণ্টা আগে